উপযোগ অপেক্ষক কি?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, উপযোগ অপেক্ষক বলতে কি বুঝ?
অথবা, উপযোগ অপেক্ষকের ধারণা দাও।

উত্তর : অভাব পূরণের ক্ষমতা হলো উপযোগ। যখন কেউ তৃষ্ণার্ত, তখন তার কাছে পানির উপযোগ আছে অর্থাৎ সেই ব্যক্তির তৃষ্ণা নিবারণ করার ক্ষমতা রাখে পানি। অভাব পূরণের মাধ্যমে দ্রব্য বা সেবা থেকে সুষ্ঠু তৃপ্তির প্রবাহ হলো উপযোগ। দ্রব্য বা সেবা থেকে উপযোগ পাওয়া যায়। দ্রব্য বা সেবা এখানে স্বাধীন চলক এবং উপযোগ নির্ভরশীল চলক। অধীন চলক ও স্বাধীন চলকের মধ্যে নির্ভরশীল গাণিতিক সম্পর্কই হলো অপেক্ষক যা’। দ্বারা নির্দেশ করা হয়। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য বা সেবার উপর উপযোগ প্রাপ্তির নির্ভরশীলতাকে ‘উপযোগ অপেক্ষক’ বলে। তা নিম্নেরূপে প্রকাশ করা যায়।

যেখানে,

U = f(X) উপযোগ অপেক্ষক।

U = মোট উপযোগ।

X = দ্রব্য বা সেবা।

f= অপেক্ষক।