অথবা, উপজেলা পরিষদের তহবিল কীভাবে গঠিত হয়?
অথবা, উপজেলা পরিষদের তহবিলের গঠন প্রক্রিয়া উল্লেখ কর।
অথবা, উপজেলা পরিষদের আয়ের উৎস সম্পর্কে বর্ণনা দাও।
অথবা, উপজেলা পরিষদের আয়ের উৎস সম্পর্কে যা জান লিখ।
অথবা, উপজেলা পরিষদের আয়ের উৎসগুলো কী কী?
অথবা, উপজেলা পরিষদের তহবিলের গঠন বর্ণনা কর।
উত্তর৷ ভূমিকা : উপজেলা ব্যবস্থা একদিকে যেমন- স্থানীয় শাসন, অন্যদিকে তেমনি স্থানীয় স্বায়ত্তশাসন । পল্লি এলাকার প্রশাসন, শান্তি শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন ইত্যাদি বিষয়ে উপজেলা পরিষদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
উপজেলা পরিষদের তহবিল গঠন/আয়ের উৎস : উপজেলা পরিষদ নিম্নোক্ত খাত হতে আয় করতে পারবে।
১. উপজেলার আওতাভুক্ত এলাকায় অবস্থিত সরকার কর্তৃক নির্ধারিত হাট-বাজার, হস্তান্তরিত জলমহাল ও ফেরিঘাট হতে ইজারালব্ধ আয়।
২. যে সকল উপজেলায় পৌরসভা গঠিত হয়নি সেখানে সীমানা নির্ধারণপূর্বক উক্ত সীমানার মধ্যে অবস্থিত ব্যবসা- বাণিজ্য প্রতিষ্ঠান ও শিল্পকারখানার উপর ধার্যকৃত কর।
৩. ক. যে সকল উপজেলায় পৌরসভা নেই সেখানে থানা সদরে অবস্থিত সিনেমার উপর কর; খ. নাটক, থিয়েটার ও যাত্রার উপর করের অংশ;
৪. রাস্তা আলোকিতকরণের উপর ধার্যকৃত কর।
৫. বেসরকারিভাবে আয়োজিত মেলা, প্রদর্শনী ও বিনোদনমূলক অনুষ্ঠানের উপর ধার্যকৃত কি।
৬. ইউনিয়ন পরিষদের নির্ধারিত খাত এবং সংশ্লিষ্ট উপজেলার আওতা বহির্ভূত খাত ব্যতীত বিভিন্ন ব্যবসা, বৃত্তি ও
পেশার উপর পরিষদ কর্তৃক প্রদত্ত লাইসেন্স ও পারমিটের উপর ধার্যকৃত ফি।
৭. পরিষদ কর্তৃক প্রদত্ত সেবার উপর ধার্যকৃত ফিস ।
৮. উপজেলা এলাকাভুক্ত সম্পত্তি হস্তান্তর বাবদ আদায়কৃত রেজিস্ট্রেশন ফিসের ১% এবং আদায়কৃত ভূমি উন্নয়ন করের ২% অংশ।
৯. সরকার কর্তৃক সময়ে সময়ে নির্দেশিত অন্য কোন খাতের উপর আরোপিত কর, রেইট, টোল, ফিস বা অন্য কোন উৎস হতে অর্জিত আয়।
উপসংহার : উপজেলা পরিষদের তহবিলে জমাকৃত অর্থ কোন সরকারি ট্রেজারি বা ট্রেজারির কার্য পরিচালনাকারী কোন ব্যাংকে জমা রাখা হবে। প্রতি অর্থ বছর শুরু হবার ষাট দিন পূর্বে পরিষদ উক্ত বছরের আয়ব্যয় সংবলিত বাজেট প্রণয়ন করবে। পরিষদের আয়ব্যয়ের হিসাব বিধিমত কর্তৃপক্ষ কর্তৃক নিরীক্ষিত হবে।