অথবা, উপজাতি সমাজের পরিবর্তিত রূপ সম্পর্কে আলোচনা কর।
অথবা, উপজাতি সমাজের পরিবর্তনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, উপজাতি সমাজের পরিবর্তন সংক্ষেপে বর্ণনা কর।
উত্তর৷ ভূমিকা : বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন আদিবাসী বসবাস করে। তাদের মধ্যে আমাদের দেশের উপজাতিরাও বিদ্যমান । উপজাতি সমাজ সাধারণত আদিম রীতিনীতিকে আঁকড়ে ধরে রাখতে খুব বেশি পছন্দ করে। আর এসব সমাজের অধিবাসীরাই উপজাতি নামে পরিচিত।
উপজাতি সমাজের পরিবর্তন : বর্তমান পৃথিবীতে মোট ৩০ কোটি উপজাতি বসবাস করে। এর মধ্যে বাংলাদেশে মোট উপজাতির সংখ্যা রয়েছে প্রায় ২০ লাখ। বাংলাদেশের মতো পৃথিবীর সকল দেশের উপজাতিরা ক্রমে ক্রমে আধুনিক শিক্ষার প্রতি ঝুঁকে থেকে বাঁচার জন্য তারা নিজেদের পথ নিজেরাই খোঁজার চেষ্টা করছে। সারা বিশ্বে উপজাতিরা তাদের মৌলিক অধিকারের দাবিতে বর্তমানে সোচ্চার হয়ে উঠেছে। তারা তাদের মৌলিক অধিকার রক্ষার জন্য আদিবাসী ফোরাম গঠন করেছে, যার মাধ্যমে তারা বিভিন্ন সভাসমিতি, সেমিনার ইত্যাদি করে থাকে। পৃথিবীতে যারা মানবতার দাবিদার, তারাই হরণ করেছে দুর্বলের অধিকার। এক সময় উপজাতিরা সমাজের বিভিন্ন পদের বাইরে ছিল । তবে বর্তমানে উপজাতিরা সরকারি বড় বড় চাকরিতে যোগদান করছে। আবার তারা সাংস্কৃতিক ক্ষেত্রেও অবদান রাখছে। বিশ্ববাসীর কাছে তারা নিজেদেরকে তুলে ধরার আপ্রাণ চেষ্ঠা চালাচ্ছে। উপজাতি সমাজ সংস্কারে প্রশাসন যন্ত্রে ও বিভিন্ন পদ অলংকৃত করছে। এমনকি তারা বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশনের প্রথম শ্রেণির চাকরিও করছে। সমাজের তথা রাষ্ট্রের বিভিন্ন সমস্যা নিয়ে চিন্তাভাবনা করে। এরা বর্তমানে নিজেদেরকে বাংলাদেশের মানুষ হিসেবে ভাবছে। উপজাতিরা শিক্ষাদীক্ষা, সংস্কৃতি, ভাষা, সাহিত্য, নাট্যকলা, সংগীত, নৃত্যকলা ইত্যাদি ক্ষেত্রে উপজাতি সমাজ সমতল ভূমির লোকজনের সাথে সমান তালে এগিয়ে চলছে। তারা এ সমস্ত কর্মসূচির মাধ্যমে বিশ্ব দরবারে তাদের সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করার চেষ্টা করছে।
উপসংহার : পরিশেষে বলা যায়, উপজাতি সমাজ যদিও বা সভ্যতার অগ্রগতির তুলনায় পিছিয়ে আছে, তথাপি তারা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ধীরে ধীরে নিজেদেরকে উন্নত করার চেষ্টা করছে এবং বিশ্বের দরবারে নিজেদের সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তনে এক সহায়ক ভূমিকা রাখছে।