উত্তর : ভূমিকা ঃ বর্তমানে জটিল সামাজিক ও প্রশাসনিক ব্যবস্থায় শ্রম বিভাজন, কার্যবণ্টন, কার্য তদারকীকরণ, প্রভৃতি ধারণা উদ্ভবের সাথে সাথে সমন্বয় সাধনের বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় উদ্দেশ্য অর্জনের জন্য বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় আবশ্যক। সেদিক থেকে সমন্বয় সংগঠনের একটি গুরুত্বপূর্ণ নীতি।
একে ব্যবস্থাপনার প্রাথমিক নীতি হিসাবে উল্লেখ করা হয়। যখন দু’ব্যক্তি কোনো উদ্দেশ্য সাধনের নিমিত্তে তাদের কর্মপ্রচেষ্টাকে একত্রিত করে তখনই সমন্বয় নীতির আবির্ভাব ঘটে।
→ সমন্বয় : সমন্বয় হলো প্রশাসনিক ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বা লক্ষ্য অর্জনের একটি মাধ্যম। সেটাতে কোনো প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার নিমিত্তে শৃঙ্খলাবদ্ধ উপায় অবলম্বন করা হয়। দায়িত্ব বণ্টন করা হয়। এবং যোগ্যতা অনুযায়ী সুযোগ প্রদানের ব্যবস্থা গৃহীত হয়। সহজভাবে সমন্বয় বলতে বুঝায় কোনো সংগঠনে তার কর্মকর্তা এবং কর্মচারীদের পদানুযায়ী দায়িত্ব বণ্টন করে এক অংশের সাথে অপর অংশের কার্যকর সংযোগ স্থাপন। সমন্বয় সাধন শব্দটির ইংরেজি শব্দ Coordination এর প্রতিশব্দ হিসাবে ব্যবহৃত হয়।
→ প্রামাণ্য সংজ্ঞা ঃ বিভিন্ন দার্শনিকের দৃষ্টিকোণ থেকে সমন্বয়কে সংজ্ঞায়িত করা হয়। কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা প্রদান করা হলো ঃ
Oxford Advanced Learner’s Dictionary-তে Coordination এর সংজ্ঞায় বলা হয়েছে। Coordination is the ability to control one’s movements properly
Alauddin Hossain তাঁদের Introduction to social work method গ্রন্থে বলেন, সমন্বয় সাধন হল একটি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ বা শাখা অথবা ব্যক্তির কাজের আন্তঃসম্পর্কের প্রক্রিয়া। হেনরি ফেয়ল এর মতে, সংগঠনের সমুদয় কার্য একত্রিত এবং পরস্পর সম্পর্কযুক্ত রাখার অর্থই হচ্ছে সমন্বয় সাধন।
হেকলার হাডসন এর মতে, “কর্মের বিভিন্ন অংশগুলোকে পরস্পর সংযুক্ত করার সর্বাধিক গুরুত্বপূর্ণ কর্তব্যকে সমন্বয় বলে।”
লুথার গুলিক এর মতে, “শ্রম বিভাজন যদি অপরিহার্য হয় তাহলে সমন্বয় অবশ্য করণীয়।”
রালফ ডেভিস এর ভাষায় “সময় এবং কর্ম সম্পন্ন করার সাথে সংগঠনের কার্যাবলির সম্পর্কযুক্ত করাকে সমন্বয় সাধন বলে।”
উপসংহার. পরিশেষে বলা যায় যে, কোনো ধরনের কল্যাণমূলক কার্যাবলি পরিচালনার ক্ষেত্রে সমন্বয় সাধনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ সমন্বয় সাধনের মাধ্যমে হয় কর্ম বিশেষীকরণ। ফলে কাজের মধ্যে আসে শৃঙ্খলা ও গতি। তাই একটি ভারসাম্যপূর্ণ এবং সমন্বয়ধর্মী সমাজসেবা কার্যক্রম পরিচালনার জন্য দেশে পরিচালিত এসব সমাজসেবা কার্যক্রমের সমন্বয় সাধন নিশ্চিত করা একান্ত অপরিহার্য।