অথবা, একটি উত্তম পূর্বাভাস তৈরি কর।
উত্তর: উত্তম পূর্বাভাস: যে কোন উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের উৎপাদন পরিকল্পণা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণের জন্য উত্তম পূর্বাভাস খুবই গুরুত্বপূর্ণ। কেননা উত্তম পূর্বাভাস ছাড়া যে কোন ফার্ম বা প্রতিষ্ঠান ক্ষতি স্বীকার বা ক্ষতিগ্রস্থ হতে পারে। ফলে উত্তর পূর্বাভাসের বৈশিষ্ট জানার বিকল্প নেই। উত্তম পূর্বাভাসের বৈশিষ্টগুলো নিচে উলেখ করা হল-
১. সঠিকতা: চাহিদার পূর্বাভাস যতটা সম্ভব সঠিক হতে হবে।
২. ফলাফল: চাহিদার পূর্বাভাসের ফলাফল গ্রহণের ক্ষেত্রে বিশ্বাস যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ যে পূর্বাভাস প্রদান
করা হয় তা যথাসম্ভব গ্রহণযোগ্য হতে হবে।
২. সরলতা: চাহিদার পূর্বাভাস প্রণয়নে এমন পদ্ধতি বা মডেল অবলম্বন করতে হবে যাতে সকলের নিকট বোধগম্য হয়। কারণ পূর্বাভাসের মডেল সহজ প্রকৃতির হলে সিদ্ধান্ত গ্রহণ বাস্তব সম্মত হবে।
৪. স্থায়ীত্ব। চাহিদার প্রাক্কলিত পূর্বাভাস স্থায়ীত্ব হতে হবে। অর্থাৎ ভবিষ্যত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে চাহিদার পূর্বাভাসের স্থিতিশীলতা থাকতে হবে।
৫. নির্ভরশীলতাঃ যে উপাত্ত বা তথ্যের ভিত্তিতে পূর্বাভাস প্রদান করা হয় তা যথাসম্ভব নির্ভরশীলতা হতে হবে। পরিশেষে বলা যায় এগুলোই হলো চাহিদার উত্তম পূর্বাভাসের বৈশিষ্ট্য এসব বৈশিষ্ট্য বিদ্যমান থাকলে তাকে উত্তম
পূর্বাভাস হিসাবে বিবেচনা করা হয়।