অথবা, ইয়াহিয়া খানের শাসনামল উল্লেখ কর।
উত্তরঃ ভূমিকা : পাকিস্তানের শাসনতান্ত্রিক ইতিহাসে বারবার সামরিক বাহিনী রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে। তীব্র গণআন্দোলনের মুখে আইয়ুব খানের পতন ঘটে। তিনি ক্ষমতা থেকে বিদায় নিলে সামরিক বাহিনীর
ধারাবাহিকতায় পাকিস্তানের শাসনক্ষমতায় আসেন সামরিক জান্তা ইয়াহিয়া খান। নিচে তার ক্ষমতা গ্রহণ ও শাসনামলের সংক্ষিপ্ত পরিচয় দেয়া হলো :
ইয়াহিয়া খানের শাসনামল : স্বৈরাচারী আইয়ুব খানের বিরুদ্ধে পাকিস্তানের জনগণ স্বতঃস্ফূর্ত গণআন্দোলন শুরু করে। তীব্র গণআন্দোলনের মুখে ১৯৬৯ সালের ২৫ মার্চ আইয়ুব খান ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হয়। সামরিক বাহিনীর ধারবাহিকতায় তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান পাকিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন। ক্ষমতা গ্রহণের পর ২৬ মার্চ বেতার ভাষণে তিনি স্পষ্ট করেন, তিনি জনগণের দাবি অর্থাৎ গণতন্ত্রের দাবির বিরুদ্ধে নয়। তিনি সমগ্র প্রশাসন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে গড়ে তোলা, আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের পক্ষে মত দেন। তিনি ১৯৭০ সালের ২৮ নভেম্বর জাতির উদ্দেশ্যে এক জরুরি ঘোষণা
দেন যে, যত তাড়াতাড়ি সম্ভব তিনি প্রাপ্তবয়স্কদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। এ নির্বাচিত প্রতিনিধিগণ দেশটির জন্য একটি শাসনতন্ত্র প্রণয়ন করবেন। তিনি ১৯৭০ সালের ৫, ২২ অক্টোবর যথাক্রমে পাকিস্তানের কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিবষদের নির্বাচন ঘোষণা করেন। তার শাসনামলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহ তুলে ধরা হলো :
১. সামরিকবাহিনীর ধারাবাহিকতায় ইয়াহিয়া খান সামরিক একনায়কতন্ত্র ব্যবস্থার পুনঃপ্রবর্তন করেন।
২. পূর্বসূরিদের পশ্চিম পাকিস্তানি নীতি অনুসরণ।
৩. জাতীয় ও প্রাদেশিক পরিষদ স্থগিত ঘোষণা প্রদান।
৪. আইয়ুব খান কর্তৃক প্রণীত ১৯৬২ সালের সংবিধান স্থগিত ঘোষণা করেন।
৫. সকল প্রকার রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা।
৬. পাকিস্তানের জন্য একটি শাসনতান্ত্রিক সরকার গঠন।
৭. এক ইউনিট বিলুপ্তি করণ।
ছাড়া ৮. সার্বজনীন ভোটাধিকার প্রদান ।
৯. আইনগত কাঠামো আদেশ জারি ।
১০. ১৯৭০ সালের নির্বাচনি ফলাফল প্রত্যাখ্যান।
১১. অপারেশন সার্চলাইট অভিযান পরিচালনা করেন পূর্ব পাকিস্তানে।
১২. বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা ২৬ মার্চ ।
১৩. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, পাকিস্তানের অন্যান্য সামরিক শাসনের মতো ইয়াহিয়া খানও ছিলেন স্বৈরাচারী। তার শাসনতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্রের বদলে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তার শাসনামলে বাঙালি জাতি পাকিস্তানের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তোলে এবং শেষপর্যন্ত স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। ইয়াহিয়া খানের শাসনামল ছিল পূর্ব পাকিস্তানের জন্য অত্যন্ত ঘটনাবহুল।