অথবা, “যুক্তিবিদ্যা গণিত ও বিজ্ঞানের চেয়ে উচ্চতর” – উক্তিটি ইবনে সিনা অনুসরণে সংক্ষেপে লিখ।
অথবা, ইবনে সিনার মতে, যুক্তিবিদ্যা কিভাবে গণিত ও বিজ্ঞানের চেয়ে উচ্চতর?
অথবা, ‘যুক্তিবিদ্যা গণিত ও বিজ্ঞানের চেয়ে উচ্চতর’ উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর৷ ভূমিকা : ইবনে সিনা মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ। তিনি এরিস্টটলের দর্শনের একজন সফল ভাষ্যকর। তাঁর আন্তরিক প্রচেষ্টায় মুসলিম বিশ্বে এরিস্টটলের দর্শনচর্চার পথ প্রমাণিত হয়। আল ফারাবির প্রেরণায় উদ্বুদ্ধ হয়েই তিনি প্রথমে পাশ্চাত্য দর্শনের সাথে পরিচিত হন এবং ৩৮ বছর বয়সের মধ্যে তিনি যুক্তিবিদ্যা, পদার্থবিদ্যা ও
গণিতে পাণ্ডিত্য অর্জন করেন। তিনি গণিত ও বিজ্ঞান অপেক্ষা যুক্তিবিদ্যাকে উচ্চতর বলে মত দেন।
যুক্তিবিদ্যা গণিত ও বিজ্ঞানের চেয়ে উচ্চতর : ইবনে সিনা যুক্তিবিদ্যায় আল ফারাবির দ্বারা প্রভাবিত হয়েছেন। তিনি আল ফারাবির দ্বারা প্রভাবিত হয়ে এ বিষয়ে নিশ্চিত হন যে, সত্যানুসন্ধানে যুক্তিবিদ্যার বিকল্প নেই। এরিস্টটলের মতো তিনিও রচনার প্রারম্ভে যুক্তির ব্যবহার করেছেন। তাঁর “আল ইশরাত” নামক গ্রন্থে যুক্তিবিদ্যার আলোচনা পরিলক্ষিত হয়। ইবনে সিনা মনে করেন, যুক্তিবিদ্যা দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। এছাড়া দর্শনের দুটি শাখা হলো : পদার্থবিদ্যা
এবং অধিবিদ্যা। তাঁর মতে, যুক্তিবিদ্যা হলো মানসিক বিজ্ঞান বা পদার্থবিদ্যা হলো জাগতিক এবং অধিবিদ্যা হলো আধ্য
ক অস্তিত্ব সম্পর্কিত আলোচনার ক্ষেত্র। তিনি গণিত ও যুক্তিবিদ্যাকে বিমূর্ত বিষয় বলে মত দিয়েছেন। তবে এদের মধ্যে পার্থক্যের কথাও স্বীকার করেন। কারণ গাণিতিক ধারণাবলি ইন্দ্রিয় সংবেদনের মাধ্যমে উপস্থাপন করা যায়, কিন্তু যুক্তিদ্যিার ধারণাবলিকে কখনো ইন্দ্রিয়- অভিজ্ঞতার উপাত্ত হিসেবে প্রদর্শন করা যায় না। ইবনে সিনা যুক্তিবিদ্যাকে সমস্ত
বিজ্ঞানের মৌল বিষয় বলে উল্লেখ করেন। তাঁর মতে, বিজ্ঞান মানেই অভিজ্ঞতা ও যুক্তির উপর প্রতিষ্ঠিত। বিজ্ঞান বস্তু, প্রশ্ন
ও হেতুবাক্যের সমবায়ে গঠিত। ইবনে সিনার মতে, গাণিতিক বিজ্ঞানসমূহ যেখানে ইন্দ্রিয় দ্বারা প্রতিফলিত, সেখানে যৌক্তিক বিজ্ঞানসমূহের অস্তিত্ব সর্বতোভাবে বুদ্ধির উপর প্রতিষ্ঠিত। আর তাই ইবনে সিনা বলেন, যৌক্তিক বিজ্ঞান বা যুক্তিবিদ্যা অন্যান্য বিজ্ঞান এবং গণিতের চেয়ে অধিকতর আকারী এবং সেকারণে উচ্চতরও বটে।
উপসংহার : উপরোক্ত আলোচনার পরিপেনি নিতে আমরা বলতে পারি ইবনে সিনা যুক্তিবিদ্যাকে গণিত ও বিজ্ঞানের চেয়ে অধিক উচ্চতর ও গুরুত্বপূর্ণ বলে মনে করেন। গণিত ও বিজ্ঞানের বিষয় যুক্তি দ্বারা সমর্থিত হলেই তা.সর্বজনীন গ্রহণযোগ্যতা অর্জন করে।