ইতিবাচক ও নীতিবাচক অর্থনীতি বলতে কি বুঝ?অথবা, বাস্তবভিত্তিক ও আদর্শভিত্তিক অর্থনীতি বলতে কি বুঝ?অথবা, বাস্তবভিত্তিক ও আদর্শভিত্তিক অর্থনীতি সংজ্ঞা দাও ।উত্তর : ইতিবাচক অর্থনীতি ঃ অর্থনীতি শাস্ত্রের ঐ অংশ যেখানে অর্থনীতিবিদরা কি করা যায়, কি ভাবে করা যায়এবং কি কারণে করা হবে এই জাতীয় বক্তব্য পর্যালোচনা করেন। এক্ষেত্রে ইতিবাচক বক্তব্যের মাধ্যমে মানুষের বিভিন্ন সামাজিক আচরণ ব্যাখ্যা করা হয়। যেমন- সরকারের কোন্ কোন্ নাতি বেকারত্ব দূর করবে এবং কি কি নীতি মুদ্রাস্ফীতি দূর করবে এই জাতীয় বক্তব্যকে ইতিবাচক বক্তব্য বলা যায়। ইতিবাচক বক্তব্য সাধারণত বাস্তব তথ্য দ্বারা বেশির ভাগ ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করা যায়। যেমন-সরকারি ঘাটতি ব্যয় বেকারত্ব দূর করবে এবং তা দ্রব্য মূল্য বৃদ্ধি করতে পারে এই বক্তব্য বাস্তব তথ্য দ্বারা পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব। যদি বাস্তব তথ্য এই বক্তব্য প্রতিফলিত করে তবে এই জাতীয় বক্তব্য ইতিবাচক অর্থনীতির অন্তর্ভুক্ত বলা যায়।→ নীতিবাচক অর্থনীতি : অর্থনীতির যে শাখায় নীতিগত মূল্যায়ণের ভিত্তিতে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করা হয় তাকে নীতিবাচক অর্থনীতি বলা হয়। অর্থনীতির এই শাখায় কোনটি করা উচিত কোনটি করা উচিত নয়, এই ধরনের নীতিবাচক বক্তব্য পর্যালোচনা করা হয়। যেমন- বেকারত্বের চেয়ে মুদ্রাস্ফীতি ভালো এবং এই কারণে বাজেট উদ্বৃত্ত নীতি ভালো এটি একটি নীতিবাচক বক্তব্য। আবার আয় বন্টন সমাজে সুষম হওয়া উচিত। এটি একটি নীতিবাচক বক্তব্যের উদাহরণ। সাধারণত নীতিবাচক বক্তব্যগুলো কল্যাণমুখী ধারণার সাথে সম্পর্কযুক্ত। এই জন্য সংকীর্ণ অর্থে নীতিবাচক অর্থনীতি অনেক কল্যাণ অর্থনীতি হিসাবে অভিহিত করেন।