অথবা, খুদিকে জানা যায় কী?
অথবা, খুদিকে কিভাবে জানা যায়?
অথবা, ইকবালের মতে খুদিকে জানার উপায় সংক্ষেপে আলোচনা কর।
অথবা, খুদিকে জানা যায় কিনা সংক্ষেপে বিশ্লেষণ কর।
অথবা, খুদিকে কিভাবে জানা যায় সংক্ষেপে বর্ণনা কর।
উত্তর৷ ভূমিকা : আল্লামা ইকবাল মুসলিম দর্শনের অন্যতম বিশিষ্ট দার্শনিক। তিনি কুরআন ও হাদিসের জ্ঞানের আলোকে প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন ধ্যানধারণা সম্পর্কে আলোচনা করেছেন। পাশ্চাত্যের যেসব বিষয় ইসলামের সাথে সংগতিপূর্ণ তিনি সেসব বিষয়কে গ্রহণের পক্ষে মত দেন। মুসলিম দর্শনে তিনি যেসব বিষয় নিয়ে আলোচনা করেছেন তার মধ্যে খুদি তত্ত্ব অন্যতম।
খুদিকে জানার উপায় : ইকবালের মতে, খুদি হলো বাস্তব সত্তা। খুদী বলতে তিনি আত্মসত্তাকে নির্দেশ করেছেন। তাঁর মতে, খুদী মানেই হলো অহং। খুদী আমাদের সমস্ত ক্রিয়াপরতার উৎস এবং তা আপন সত্তার বিরাজমান। অতীন্দ্রিয় অনুভূতির মাধ্যমে আমরা খুদীকে সরাসরি জানতে পারি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ, অন্তর্দৃষ্টির মাধ্যমে অনুমান প্রভৃতি খুদীর অস্তিত্বকে প্রমাণ করে। আমাদের সব ক্রিয়ার কেন্দ্রবিন্দু হিসেবে মূলত খুদী অবস্থান করে। খুদী মূলত মানসিক অবস্থা অভিজ্ঞতা হতে পৃথক সত্তা। তবে এক্ষেত্রে ইকবাল বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদ পরিবর্জন করেন এবং স্বজ্ঞার মাধ্যমে আত্মার
স্বরূপ উদ্ঘাটন করেন। তাঁর মতে, স্বজ্ঞার মাধ্যমে আত্মা বা খুদীর প্রকৃত স্বরূপ সম্পর্কে অবহিত হওয়া যায়, তবে প্রচলিত ভাষায় খুদীর স্বরূপ বর্ণনা করা যায় না। তাছাড়া ভাষায় মাধ্যমে এটি বর্ণনা করা অনেকটা বিপদসঙ্কুলও বটে। কেবল অভিজ্ঞতার মাধ্যমে বা নিজস্ব স্বজ্ঞার মাধ্যমে বা সাক্ষাৎ উপলব্ধির মাধ্যমে এর প্রকৃত স্বরূপ জানা যায়। খুদীর সাথে ইচ্ছার রয়েছে নিবিড় সম্পর্ক। ইচ্ছা ও কর্মবিহীন মানুষ জীবন বিবর্জিত ও নিষ্প্রাণ। প্রচেষ্টা ও ইচ্ছার দিকে মানুষ যতই অগ্রসর হবে, জীবনের পথে সে ততটুকু উন্নত হবে। ইচ্ছাময় জীবনই সম্প্রসারণশীল। ইচ্ছাই জীবনের বিভিন্ন দিগন্ত মানুষের নিকট ব্যক্ত করে, ইচ্ছার শক্তি আমাদের ব্যক্তিত্বের উৎস। ইচ্ছার ক্রমবর্ধমান সম্প্রসারণশীলতার
ফলে খুদী শক্তিশালী ব্যক্তিত্বে রূপ লাভ করে ।
উপসংহার : উপরের আলোচনার আলোকে আমরা বলতে পারি যে, ইকবালের দর্শনের যাবতীয় আলোচনা এ খুদী তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। খুদী বাস্তব হওয়ায় তা আমরা জানতে পারি। খুদীকে জানার সর্বোৎকৃষ্ট পথ হলো অতীন্দ্রিয় অনুভূতি বা সত্তা। মানুষের মধ্যেই খুদীর পরিপূর্ণ বিকাশ ঘটে এবং মানুষই কেবল খুদীকে জানতে পারে। খুদী অমর ও
অবিনশ্বর। এ অমরতা অর্জন করতে হয় সক্রিয় ও ক্রমাগত প্রচেষ্টার মাধ্যমে।