অথবা, UNIFEM বলতে কী বুঝ?
অথবা, UNIFEM কী?
অথবা, UNIFEM সম্পর্কে সংক্ষেপে লিখ।
অথবা, UNIFEM কাকে বলে?
উত্তর৷ ভূমিকা : নারীর অগ্রসরতা সংক্রান্ত ও নীতিমালা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও তার বাস্তবায়নে জাতিসংঘ কাঠামো একাধিক আন্তঃরাষ্ট্রীয় অঙ্গ-সংগঠন রয়েছে। এই সংগঠনের মধ্যে ইউনিফেম একটি।
ইউনিফেম (Unifem) : নারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিকল্পে জাতিসংঘ যে প্রকল্পগুলো হাতে নেয়, তার অর্থায়নের লক্ষ্যে ‘নারীর জন্য জাতিসংঘ উন্নয়ন তহবিল’ (United Nations Development Fund for Women) বা ইউনিফেম (UNIFEM) নামক অঙ্গ-সংগঠনটি গড়ে তোলা হয় ১৯৭৬ সালে। ইউনিফেম এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ শহরে। ‘ইউনিফেম’ বা ‘নারীর জন্য জাতিসংঘ উন্নয়ন তহবিল’ একটি স্বেচ্ছামূলক তহবিল। ১৯৮৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ম্যান্ডেট অনুসারে এ স্বেচ্ছামূলক তহবিল অর্থাৎ ‘ইউনিফেম’ জাতিসংঘ উন্নয়ন কার্যক্রম (Unite Nations Development Programme) বা ইউএনডিপি (UNDP)-এর সাথে সংশ্লিষ্ট একটি স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানে
রূপ লাভ করে। ইউনিফেম নারীর মানবাধিকারের উত্তরণ, তাদের অর্থনেতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন এবং নারী-পুরুষ সমতার লক্ষ্যে উদ্ভাবনীমূলক কর্মসূচিতে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে। ইউনিফেম প্রাথমিকভাবে তিনটি ক্ষেত্রে
কর্মরত :
১. উদ্যোক্তা এবং উৎপাদক হিসেবে নারীর অর্থনৈতিক সামর্থ্য শক্তিশালীকরণ।
২. প্রশাসন, নেতৃত্ব ও নীতি প্রণয়নে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং
৩. উন্নয়নকে অধিকতর সুষম করার জন্য নারীর মানবাধিকারের বিকাশ।
নারীর জন্য জাতিসংঘ উন্নয়ন তহবিল বা ইউনিফেম নিজের ও পরিবারের জীবনযাত্রার মানের বৃদ্ধির জন্য শতাধিক নারীদের সাহায্য সহযোগিতা করেছে। এটি নারীদের জন্য লাভজনক উদ্ভাবনীমূলক কর্মসূচিতে সমর্থন দিচ্ছে, নারী উদ্যোগকে প্রত্যক্ষ কারিগরি ও আর্থিক সমর্থন দিচ্ছে এবং বিভিন্ন কর্মসূচির সাফল্য ও ব্যর্থতা থেকে অর্জিত শিক্ষা সম্পর্কে
নারী সমাজকে তথ্য সরবরাহ করছে। দৃষ্টান্তস্বরূপ ইউনিফেমের ‘বিশ্ব ক্ষুদ্র ঋণ অভিযান’ সংক্রান্ত কর্মসূচি-এর মাধ্যমে
বিশ্বের ১ কোটি ৩ লক্ষ দরিদ্রতম নারী উপকৃত হয়েছে।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, নারীর জন্য জাতিসংঘ উন্নয়ন তহবিল (UNIFEM) একটি স্বেচ্ছামূলক তহবিল, নারীর মানবাধিকারের উত্তরণ, তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন এবং নারী-পুরুষ সমতার লক্ষ্যে উদ্ভাবনীমূলক কর্মসূচিতে ইউনিফেম আর্থিক ও কারিগরি সহায়তা দেয়।