অথবা, আল ফারাবির আদর্শ রাষ্ট্রের প্রধান শাসকের গুণাবলি কী কী?
অথবা, আল ফারাবির আদর্শ রাষ্ট্রের প্রধান শাসকের গুণাবলি সম্পর্কে যা জান লেখ।
অথবা, আল ফারাবির আদর্শ রাষ্ট্রের প্রধান শাসকের গুণাবলিগুলো সংক্ষেপে ব্যাখ্যা কর।
উত্তর৷ ভূমিকা : মুসলিম দর্শনে যে সকল খ্যাতনামা দার্শনিকগণ অসামান্য অবদান রেখেছেন আল-ফারাবি তাদের মধ্যে অন্যতম। তিনি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা প্রদানের পাশাপাশি আদর্শ রাষ্ট্রের প্রধান শাসকের গুণাবলি সম্পর্কেও আলোচনা করেছেন। মদিনাতুল ফাজিলাহ, সিয়াসাতুল মাদানিয়াহ, ফুসুল আল মাদানি, তাহসিল আল সা’আদাহ প্রভৃতি
গ্রন্থে তিনি রাষ্ট্রদর্শন সম্পর্কে আলোচনা করেছেন।
আদর্শ রাষ্ট্রের প্রধান শাসকের গুণাবলি : আল-ফারাবি আদর্শ রাষ্ট্রের প্রধান শাসকের নিম্নোক্ত গুণাবলির কথা উল্লেখ করেছেন-
১. আদর্শ রাষ্ট্রের প্রধান শাসক সুস্বাস্থ্য ও প্রফুল্ল মনের অধিকারী হবে এবং অঙ্গপ্রত্যঙ্গের সুষ্ঠু ব্যবহার ও অন্যান্য প্রবৃত্তির সাথে এর স্বাভাবিক সমন্বয় সাধনে সক্ষম হবে।
২. তিনি স্থান কালের প্রেক্ষিতে কোন বক্তার উদ্দেশ্য বুঝতে সক্ষম এমন তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রজ্ঞার অধিকারী হবেন।
৩. তিনি যা দেখেন, শুনেন ও বুঝেন তা স্মরণ রাখার মত স্মরণশক্তির অধিকারী হবেন।
৪. তিনি উদ্ভূত সমস্যার দৃষ্টিকোণ ও প্রেক্ষিত বোঝার মতো বিজ্ঞতা ও বুদ্ধিমত্তার অধিকারী হবেন।
৫. মনোভাব সঠিকভাবে ব্যক্ত করার মতো বাগ্মিতা ও বাকপটুতার অধিকারী হবেন।
৬. শিক্ষাদীক্ষার প্রতি অনুরাগ এবং সহজ-সরল, স্বাভাবিকভাবে এবং ধৈর্য সহকারে জ্ঞান লাভের অভ্যাস থাকতে হবে।
৭. অত্যধিক আনন্দে অনিহা, কাজকর্মে ভারসাম্যবোধ, পানাহার ও যৌন ইচ্ছার উপর নিয়ন্ত্রণে সক্ষম থাকতে হবে।
৮. মিথ্যা গ্রহণ ও মিথ্যাশ্রয়ী লোকের নিন্দা জ্ঞাপন এবং সত্য গ্রহণ ও সত্যাশ্রয়ীর সাথে বন্ধুত্ব স্থাপনের ক্ষমতা অর্জনে সক্ষম হতে হবে।
৯. সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে মহৎ মন, প্রশস্ত অন্তঃসম্পন্ন হয়ে মহানুভবতা ও উদারতার অধিকারী হওয়া।
১০. দিনার, দিরহাম ও ধন-সম্পদ অর্জনের প্রতি অমনোযোগী হওয়া।
১১. ন্যায় ও ন্যায়রায়ণ ব্যক্তির অনুরক্ত হওয়া এবং অন্যায়, অত্যাচার ও অত্যাচারীর কাছ থেকে দূরে অবস্থান করা।
১২. নির্ভয়ে, নিঃসংকোচে, বিনা দ্বিধায় যা ভালো তা কার্যক্ষেত্রে প্রয়োগ করার ক্ষমতা, দৃঢ় সিদ্ধান্ত, অটুট মনোবল এবং সাহসিকতা অর্জন ও প্রয়োজনবোধে জিহাদ পরিচালনার ক্ষমতা থাকতে হবে।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায় যে, আল ফারাবি ক্ষেত্রবিশেষ গ্রিক দর্শন দ্বারা প্রভাবিতহলেও ইসলামি মৌলিক ভাবধারা থেকে বিচ্যুত হন নি। তিনি আদর্শ রাষ্ট্রের শাসকের যে গুণাবলির কথা বলেছেন তা ইসলামি অনুশাসনেরই প্রকৃত রূপ । তাঁর রাষ্ট্রদর্শন মুসলিম দর্শনকে অনন্যতা দান করেছে।


