Download Our App

আল কুরআনের আলোকে কাদারিয়াদের দলিল উল্লেখ কর।

অথবা, আল কুরআনের আলোকে কাদারিয়াদের দলিল কিরূপ?
অথবা, আল কুরআনের আলোকে কাদারিয়াদের দলিল সংক্ষেপে বর্ণনা কর।
অথবা, আল কুরআনের আলোকে কাদারিয়াদের দলিলের ধারণা দাও।
উত্তর৷ ভূমিকা :
বিভিন্ন ধর্মতাত্ত্বিক সম্প্রদায়ের মধ্যে কাদারিয়া সম্প্রদায় অন্যতম। হাসান-আল-রসরীর (মৃত ৭২৮ খ্রি:) শিষ্যদের মধ্যে তাকদীরের সঠিক ব্যাখ্যা সম্পর্কে তাত্ত্বিক আলোচনার ফলে বসরাতে এই দলের উদ্ভব হয়। অদৃষ্টবাদ ও মানুষের ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে পরস্পরবিরোধী মত পোষণের ফলে জাবারিয়া ও কাদারিয়া নামে দুটি দলের সৃষ্টি হয়।
আল কুরআনের আলোকে কাদারিয়াদের দলিল : কাদারিয়া সম্প্রদায়গণ নিজেদের অনুকূলে কুরআনের নিম্নলিখিত আয়াতগুলো তুলে ধরেন:
মানুষ চেষ্টার অতিরিক্ত ফল পাবে না। (৫৩ : ৩৮)। যে পাপ কাজ করে, সে নিজের জন্যই করে। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময় (৪ : ১১)।
নিশ্চয়ই জেনো, যতদিন পর্যন্ত কোন জাতি, তাদের অন্তর প্রকৃতির পরিবর্তন করে না, ততদিন পর্যন্ত আল্লাহ তাদের পার্থিব অবস্থার পরিবর্তন করেন না (১৩ : ১৯)।
হে রাসূল আপনি বলেন, আল্লাহ্ লজ্জাকর কাজের আদর্শ করেন না (৭ : ২৮)।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, মানুষ যে তার কৃতকর্মের জন্য দায়ী সুন্দরভাবে কাদারিয়াদের মতবাদে পরিস্ফুট হয়ে উঠেছে। তবে কাদারিয়া ও জাবারিয়া উভয় মতবাদই একমুখী ও চরমপন্থি। কাদারিয়া ও জাবারিয়াগণ পরস্পর পরস্পরের বিপক্ষের দালিলিক আয়াতগুলো উপেক্ষা করেছেন।