আলাউদ্দিন হুসেন শাহকে ‘নৃপতি তিলক’ বলা হয় কেন?

উত্তর : ভূমিকা : বাংলার ইতিহাসে আলাউদ্দিন হুসেন শাহ এক গৌরউজ্জ্বল অধ্যায়ের সূচনা করেন। তিনি মধুগীয় বাংলায় শ্রেষ্ঠ মুসলিম শাসক ছিলেন। আলাউদ্দিন হুসেন শাহ শাসক
হিসেবে সকল ধর্মের মানুষের কাছে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। তারা শাসন ব্যবস্থা জনকল্যাণমুখী ছিল। এজন্য হিন্দু লেখকগণ তাকে নৃপতি তিলক উপাধি দেন।
আলাউদ্দিন হুসেন শাহকে নৃপতি তিলক বলার কারণ :
আলাউদ্দিন হুসেন শাহ একজন উদার শাস ছিলেন। তিনি সকল ধর্মের মানুষের কাছে উদারতার পরিচয় দিয়েছিলেন। তার
সময়ে হিন্দুদের জন্য অনেক ধর্মীয় উপাসনালয় নির্মাণ করা হয়। সুলতান আলাউদ্দিন হুসেন শাহ এসব মন্দির নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি মন্দির নির্মাণে হিন্দুদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য ও সহযোগিতা করেন। সকল ধর্মের মানুষের প্রতি সম- আচরণ তাকে প্রজা সাধারণের কাছে ঈশ্বরের প্রতিরূপ হিসেবে
তুলে ধরতে সক্ষম হয়। এজন্য হিন্দু লেখকগণ তার প্রতি মুগ্ধ হয়ে তাকে নৃপতি তিলক জগৎভূষণ কৃষ্ণবতার প্রভৃতি উপাধিতে ভূষিত করেন।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, বাংলার ইতিহাসে আলাউদ্দিন হুসেন শাহ এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। তার ধর্মীয় উদারনীতির কারণে তিনি অত্যন্ত জনপ্রিয় শাসক ছিলেন। এছাড়া নিঃসন্দেহে বলা যায় যে, আলাউদ্দিন হুসেন শাহ একজন শ্রেষ্ঠ সুলতান ছিলেন।

https://topsuggestionbd.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa/