আমাদের আজকের অনুষ্ঠিত হওয়া ডিগ্রী দ্বিতীয় বর্ষ মনোবিজ্ঞান তৃতীয় পত্র পরীক্ষায় ৯৯% হুবহু কমন পড়েছে।
ক-বিভাগ থেকে ৮টি।
খ-বিভাগ থেকে ৫টি।
গ-বিভাগ থেকে ৫টি।
১। অতি সংক্ষিপ্ত প্রশ্ন
ক) বিকাশ কী?
খ) মানবদেহে কত জোড়া ক্রোমােজম আছে?
গ) অভিন্ন যমজ কী?
ঘ) কোন পদ্ধতিতে বিকাশমূলক আচরণকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করা হয়?
ঙ) জ্ঞানীয় বিকাশ তত্ত্বের প্রবক্তা কে?
চ) প্রবল জিন কী?
ছ) দুটি নিষ্ক্রিয় খেলার নাম উল্লেখ কর।
জ) ফেটাস শব্দের অর্থ কী?
ঝ) জীবনচক্রে কয়টি ধাপ আছে?
ঞ) DNA এর পূর্ণরূপ লেখ।
ট) জাইগােট কী?
ঠ) জন্ম-পূর্ব বিকাশের পর্যায় কয়টি ও কী কী?
খ বিভাগ (যে কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও) মান—৪x৫=২০
২। বিকাশমূলক পরিবর্তনের প্রকারভেদ বর্ণনা কর।
৩। শৈশবকালীন ভাষা বিকাশের স্তরগুলাে বর্ণনা না।
৪। গর্ভকালীন পর্যায়ে শিশুর উপর মায়ের আবেগের প্রভাব বর্ণনা কর।
৫। শৈশবে খেলা প্রয়ােজন কেন?
৬। বাক-অস্বভাবিতার ধরনগুলাে বর্ণনা কর।
৭। শৈশবকালীন আবেগের চারটি বৈশিষ্ট্য লেখ।
৮। জীবচ-চক্রে নবজাতককাল এত গুরুত্বপূর্ণ কেন?
রক্তের RH। উপাদান কীভাবে গর্ভের শিশুকে প্রভাবিত করে?
গ বিভাগ (যে কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও। মান—১০:৫=৫০
১০। বিকাশের নীতিসমূহ বর্ণনা কর।
১১। বিকাশ মনােবিজ্ঞানের গবেষণায় ব্যবহৃত শিশুর জীবন বৃত্তান্ত ও ব্যক্তি ইতিহাস পদ্ধতি আলােচনা ।
১২। বাল্যকালে ভাষা বিকাশের পর্যায়গুলাে বর্ণনা কর।
১৩। নবজাতকের প্রতিবর্ত ক্রিয়াসমূহ বর্ণনা কর।
১৪। গর্ভকালীন বিকাশের স্তরসমূহ বর্ণনা কর।
১৫। শৈশবের খেলার ধরনগুলাে বর্ণনা কর।
১৬। জন্ম-পূর্ব বিকাশে প্রভাব বিস্তাকারী উপাদানগুলাে আলােচনা কর ।
১৭। শৈশবকালে আবেগ বিকাশের ধারা ও ধরন বর্ণনা কর।