আধ্যাত্মিক হিসেবে ভারতীয় দর্শন বলতে কী বুঝ?

অথবা, আধ্যাত্মিক হিসেবে ভারতীয় দর্শনের সংজ্ঞা দাও ।
অথবা, আধ্যাত্মিক হিসেবে ভারতীয় দর্শন কাকে বলে?
অথবা, আধ্যাত্মিক হিসেবে ভারতীয় দর্শন কী?
অথবা, আধ্যাত্মিক হিসেবে ভারতীয় দর্শন সম্পর্কে ধারণা দাও।
উত্তরঃ ভূমিকা :
ভারতীয় দর্শনের মূল লক্ষ্য হলো মোক্ষ বা মুক্তি লাভ। যে দর্শনের মূল লক্ষ্য মুক্তি সে দর্শনকে আধ্যাত্মিক হিসেবে আখ্যায়িত করা হয়। ভারতীয় দার্শনিকরা সর্বদা সচেষ্ট থাকে জ্ঞান লাভের জন্য। তাই আধ্যাত্মিক দর্শন হিসেবে ভারতীয় দর্শনের গুরুত্ব অনস্বীকার্য।
আধ্যাত্মিক হিসেবে ভারতীয় দর্শন : ভারতীয় দর্শনকে আধ্যাত্মিক দর্শন বলা হয়। কেননা ভারতীয় দর্শন আধ্যাত্মিক প্রত্যক্ষণ, যা আত্মার চেতনার কাছে প্রকাশিত। আত্মার এ বৈশিষ্ট্য দার্শনিকদের কাছে উল্লেখযোগ্য। এ
দৃষ্টিকোণ সম্ভব হলে দর্শন হয়ে উঠে দার্শনিকের জীবন। ভারতীয় দৃষ্টিভঙ্গিতে চিত্তশুদ্ধিতা ব্যক্তিদের পক্ষে দর্শন সম্ভব হয়। এ চিত্তশুদ্ধিতার অর্থ দার্শনিকদের মধ্যে অন্তর্নিহিত এক গভীর শক্তি। তিনি জীবনকে পর্যবেক্ষণ, অনুধাবন ও উপলব্ধি করেন। এ অন্তরতম উৎস থেকে দার্শনিক মানুষের কাছে জীবনের সত্য প্রকাশ করেন। যে সত্যকে শুধু বুদ্ধি দ্বারা আবিষ্কার করা যায় না। যদিও দর্শন মানে দেখা, তবুও যে কোন দেখা দর্শন নয়। সত্যকে দেখা এবং সত্যের স্বরূপ উপলব্ধি করাই দর্শন। দার্শনিকরা কেবল যথার্থ স্বরূপ দর্শনের জন্য সর্বদা সচেষ্ট থাকেন। তিনি সত্যের অনুসন্ধান করেন, সত্যকে জীবনে প্রত্যক্ষভাবে উপলব্ধি করার জন্য ব্রতী হন এবং উপলব্ধি সত্যকে যুক্তিতর্কের মাধ্যমে ব্যাখ্যা ও বর্ণনা করেন। ভারতীয় দর্শন আধ্যাত্মিক হওয়ায় ধর্ম ও দর্শনের মধ্যে গভীর সংযোগ রয়েছে। ভারতীয়দের কাছে ধর্ম নিছক আচার-অনুষ্ঠান পালন করা নয়, ধর্ম আধ্যাত্মিক সত্যের প্রত্যক্ষ বা সাক্ষাৎ উপলব্ধি যা মানুষকে মোক্ষ লাভে পরমার্থ।
ভারতীয়দের চোখে দর্শন নীতি ও ধর্মের মূলভিত্তি।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ভারতীয় দর্শনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকা সত্ত্বেও এ দর্শন যুক্তি দ্বারা নিজ মতামত প্রকাশ করে। তাই বলা যায়, ভারতীয় দর্শনের গুরুত্বকে অস্বীকার করা যায় না, এর গুরুত্ব অপরিসীম। অতএব ভারতীয় দর্শনকে আধ্যাত্মিক দর্শন বলা যায়।