অথবা, বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতির উদ্দেশ্যসমূহ লিখ।
অথবা, আধেয় বিশ্লেষণ পদ্ধতির লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ কী?
অথবা, আধেয় বিশ্লেষণ পদ্ধতির লক্ষ্যগুলো কী?
অথবা, বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতির লক্ষ্য ও উদ্দেশ্য লিখ।
অথবা, বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতির লক্ষ্যগুলো কী?
উত্তর : আধেয় বিশ্লেষণে পদ্ধতির উদ্দেশ্যাবলি ও লক্ষ্য : সেলটিজ এবং অন্যান্য (Seltiz and
Others) আধেয় বিশ্লেষণের কতকগুলো উদ্দেশ্য ও লক্ষ্যের কথা উল্লেখ করেছেন। এগুলো হলো :
১. যোগাযোগকারীর মোটিভ বা উদ্দেশ্য আবিষ্কার করা ।
২. উদ্দেশ্যমূলক প্রচারণার অস্তিত্ব শনাক্ত করা।
৩. রাজনৈতিক প্রজ্ঞা সম্পর্কে ধারণা ।
৪. মনস্তাত্ত্বিক মনোভাব চিহ্নিত করা।
৫. যোগাযোগের প্রবণতা বর্ণনা করা ।
৬. ধারণা, তত্ত্ব অথবা বাস্তব ঘটনার বিকাশকে খোঁজ করা।
৭. মূল্যবোধ, ব্যবস্থা অথবা মনোভাব সঞ্চারিত করা বা ধ্বংস করা।
৮. যোগাযোগ ব্যবস্থার আন্তর্জাতিক পার্থক্যকে তুলে ধরা।
৯. প্রচলিত প্রবণতা ও বৈশিষ্ট্য আবিষ্কার করা।
১০. গবেষণাকে সহায়তা করা।
উপযুক্ত আলোচনা থেকে বলা যায় যে, বর্তমান বিশ্ব যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সভ্যতার ক্রমবিকাশ ঘটাচ্ছে । তাই যোগাযোগের মাধ্যমে উপযোগিতা ও ক্ষতিকর প্রভাব সমাজ জীবনে কতটা ভূমিকা রাখছে তা নিরূপণ করার . জন্য সমাজ গবেষকগণ বর্তমানে এ পদ্ধতির দিকে বেশ ঝুঁকে পড়েছেন।