অথবা, বিষয়বস্তু বিশ্লেষণের অসুবিধা লিখ।
অথবা, বিষয়বস্তু বিশ্লেষণের অসুবিধা তুলে ধর।
অথবা, বিষয়বস্তু বিশ্লেষণের অসুবিধা উল্লেখ কর।
অথবা, আধেয় বিশ্লেষণে অসুবিধা তুলে ধর।
উত্তর! ভূমিকা : আধেয় বা বিষয়বস্তু বিশ্লেষণ তথ্যসংগ্রহের একটি আধুনিক প্রক্রিয়া। যোগাযোগ মাধ্যমগুলোর উন্নয়ন ও প্রসারের সাথে সাথে এ পদ্ধতি সামাজিক বিষয়াদি অধ্যয়নের গুরুত্বপূর্ণ কৌশলে পরিণত হয়েছে। তবে বহুবিদ সুবিধা থাকা সত্ত্বেও এ পদ্ধতির কতকগুলো বিশেষ সীমাবদ্ধতাও লক্ষ্য করা যায় ।
আধেয় বিশ্লেষণের অসুবিধা : এ আধেয় বিশ্লেষণ পদ্ধতির সুবিধার পাশাপাশি বেশকিছু সীমাবদ্ধতা রয়েছে। নিম্নে তা উল্লেখ করা হলো :
১. এ পদ্ধতিতে গবেষণা করলে ভ্রান্ত উপসংহারের সম্ভাবনা থাকে।
২. এ পদ্ধতির মাধ্যমে সাধারণীকরণ করা খুব কষ্টকর।
৩. এখানে স্বাধীনতা ও নমনীয়তার মাত্রা খুব কম থাকে।
৪. সংখ্যাত্মক বিষয়ের উপর অনর্ধক গুরুত্ব বেশি দেওয়া হয়।
৫. নমুনায়নের ক্ষেত্রে সমগ্রক, নমুনা আকার, সময়কাল প্রভৃতি নির্ধারণ কঠিন হয়।
৬. এর প্রয়োগক্ষেত্র খুবই সীমিত।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতি সাম্প্রতি সমাজ গবেষণার যুগান্তকারী ভূমিকা পালন করে যাচ্ছে। যদিও এ পদ্ধতির কিছু অসুবিধা বা সীমাবদ্ধতা আছে তবুও এ পদ্ধতি ব্যবহার করে। গবেষকরা সুবিধার পরিমাণ বেশি ভোগ করছে। ফলে ফলাফল সন্তোষজনক হচ্ছে।