আদৰ্শন প্রকাশনী লিমিটেড ‘চোখের মানে ছবির সাধনা, কানের সাধনা গানের।”- ব্যাখ্যা কর।

উৎস : ব্যাখ্যেয় গদ্যাংশটুকু মননশীল প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী বিরচিত ‘সংস্কৃতি কথা’ শীর্ষক প্রবন্ধ থেকে চয়ন
প্রসঙ্গ : এখানে প্রাবন্ধিক ইন্দ্রিয়ের সাথে সংস্কৃতির যে সম্পর্ক তা নির্ণয় করতে গিয়ে এ মন্তব্য করেছেন।
বিশ্লেষণ : ধর্ম মনুষ্যত্বের বিকাশকে কখনো বড় করে দেখে না। সে কারণে ধর্ম ইন্দ্রিয়ের পরিপন্থী। অন্যদিকে সংস্কৃতি পঞ্চ ইন্দ্রিয়ের প্রদীপ জ্বেলে জীবন সাধনার দ্বার খুলে দেয়। মন ও আত্মার সাথে যুক্ত করে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বকের নবজন্মদানই সংস্কৃতির উদ্দেশ্য। অবশ্য এ ইন্দ্রিয়সমূহের সব ক’টিই যে সমতুল্য তা নয়। ইন্দ্রিয়গুলোর মধ্যে চক্ষু আর কানই সেরা। তাই এ দুটোর স্থান পাঁচটির মধ্যে আগে। চোখের মানে ছবির সাধনা, কানের সাধনা গানের। চোখ ও কান আত্মার জিহ্বা। এদের সাহায্যেই আত্মা খাদ্য সংগ্রহ করে। অথচ ভাবলে আশ্চর্য হতে হয়, কোন কোন ধর্ম চোখ ও কানের সাধনার বিরুদ্ধে। এখানে তারা পতনের ফাঁদ দেখতে পায়। তাই আমরা চোখ থাকতেও অন্ধ আর কান থাকতেও বধির। ছবি ও গানের সাধনা সংস্কৃতির অন্যতম বাহক। একে বাদ দিলে সংস্কৃতি তথা জীবনের বিকাশ ব্যাহত হতে বাধ্য ধর্ম এ দুটোকে অস্বীকার করলেও সংস্কৃতি এদেরকে চলার পথের দিশারি হিসেবে গ্রহণ করে।
মন্তব্য : চোখ ও কানের প্রতি উদাসীন থাকা আর আত্মার প্রতি উদাসীন থাকা একই কথা। সংস্কৃতিবানরা এ কথাটা বুঝেন কিন্তু ধার্মিকেরা এটা স্বীকার করেন না।

https://topsuggestionbd.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a4/