আজকের অনুষ্ঠিত হওয়া পরীক্ষা ডিগ্রী ৩য় বর্ষ ২০২১ ইসলামের ইতিহাস পঞ্চম পত্রের প্রশ্ন পত্র এবং সাজেশন রিভিউ । ১০০% হুবহু কমন।

 

ইসলামের ইতিহাস  পঞ্চম পত্রের প্রশ্ন

ক বিভাগ ( যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও ) মান- ১ × ১০ = ১০ 

১। 

( ক ) ফরাসি বিপ্লব কখন সংঘটিত হয় ? 

[ When did the French Revolution take place ? ] 

( খ ) ‘ নেপোলিয়ন কোড ‘ কী ? 

 [ What is the ‘ Code Napoleon ‘ ? ]

( গ ) ওয়াটারলু যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় ?

 [ In which year did the Battle of Waterloo take place ? ] 

( ঘ ) ইয়াং ইতালী আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? 

[ Who was the founder of Young Italy Movement ? ]

( ঙ )  জুলাই বিপ্লব কখন সংঘটিত হয় ? 

( When did July Revolution take place ? ] 

( চ ) ” দ্য স্পিরিট অব লজ ‘ গ্রন্থটি কে প্রণয়ন করেন ? 

[ Who wrote the book ” The Spirit of Laws ‘ ? ] 

( ছ ) ‘ ইউরোপের রুগ্মব্যক্তি ” কাকে বলা হয় ? 

[ Who was called the ‘ Sickman of Europe ‘ ? ] 

( জ ) কাকে আধুনিক রাশিয়ার জনক বলা হয় ? 

[ Who is called the father of Mordern Russia ? ] 

( ঝ ) ডুমা কি ?

[ What is ‘ Duma ‘ ? ] 

( ঞ ) ভার্সাই সন্ধি কখন স্বাক্ষরিত হয় ? 

[ When was the Treaty of Versaillis ‘ signed ? ] 

( ট ) ‘ ভেটো ‘ শব্দের অর্থ কী ? 

[ What is the meaning of word ‘ Veto ‘ ? ] 

( ঠ ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় ? 

[ In which year did the Second World War take place ? ]

ইসলামের ইতিহাস  পঞ্চম পত্রের প্রশ্ন

খ বিভাগ ( যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ) 

২। ত্রাসের রাজত্ব বলতে কী বুঝ ? 

[ What do you mean by Reign of Terror ? ] 

৩। মেটারনিক পদ্ধতি ?

[ What was the ‘ Metternich System ” ? ] 

৪। ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল কী ছিল ? 

[ What were the results of the February Revolution ? ] । 

৫। তৃতীয় নেপোলিয়নের পতনের কারণ কী ছিল ? 

[ What were the causes of the downfall of Napoleon III ? ] 

৬। প্রাচ্য সমস্যা কী ? 

[ What is the Eastern problem ? ]

৭। প্রথম বলকান যুদ্ধকে প্রথম বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কেন ? 

[ Why was the first Balkan war called the dress rehersal of the First World War ? ] 

৮। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানীর পরাজয়ের প্রধান কারণসমূহ কী ছিল ? 

[ What were the main causes of Germany’s defeat in the First World War ? ] 

৯। ফ্যাসিবাদ কী ? 

[ What is Fascism ? ] 

গ বিভাগ ( যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

১০। ১৭৮৯ সালে সংঘটিত ফরাসি বিপ্লবের কারণ ও ফলাফল বিশ্লেষণ কর । 

[ Analyze the causes and results of the French Revolution of 1789.A.D. ] 

১১। ইউরোপীয় কনসার্ট বলতে কী বুঝ ? এর কার্যাবলি ও ফলাফল আলোচনা কর । 

[ What do you mean by concert of Europe ? Discuss its functions and results . ] 

১২। ১৯৪৮ সালের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও তাৎপর্য আলোচনা কর । 

[ Discuss the causes and significance of the February Revolution of 1848 A.D. ] 

১৩। জার্মানী একত্রীকরণে বিসমার্কের অবদান সংক্ষেপে লিখ ? 

[ What was the role of Bismark of unification of Germany ? ] 

১৪। জার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারসমূহ আলোচনা কর । 

[ Discuss the reforms of Alexander II.] 

১৫। ইতালি একত্রীকরণে ক্যাভুর ও গ্যারিবন্ডির অবদান পর্যালোচনা কর । < /b>

[Assess the contribution made by Cavour and Garibaldi to the unification of Italy .] 

১৬। গ্রীক স্বাধীনতা যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর । 

[ Discuss the causes and effect of the Greek War of Independence . ] 

১৭। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার কারণগুলো পরীক্ষা কর । এ যুদ্ধের জন্য হিটলার কতটুকু দায়ী ? 

[ Examine the causes of the World War – II . How far was Hitler responsibl for this war ? ]