আজকের অনুষ্ঠিত হওয়া পরীক্ষা ডিগ্রী ৩য় বর্ষ ২০২১ দর্শন পঞ্চম পত্রের প্রশ্ন পত্র এবং সাজেশন রিভিউ । 98% কেমন।

  

ক বিভাগ ( যে কোনাে দশটি প্রশ্নের উত্তর দাও ) মান —১ x১০ = ১০ 
১। 
( ক ) বাংলায় নবজাগরণের উন্মেষ ঘটে কোন শতকে ?

( খ ) ড.জি. সি দেব কে ছিলেন ?

( গ )  ‘ মুসলিম সাহিত্য সমাজের ‘ মুখপাত্র কোন পত্রিকা ?

( ঘ ) নব্য মানবতাবাদের প্রবক্তা কে ?

( ঙ ) ‘ পারস্য প্রতিভা ‘ কে লিখেন ?

( চ ) বেগম রোকেয়ার একটি গ্রন্থের নাম লিখ ।

( ছ ) সুফীবাদের মতে জ্ঞানের উৎস কী ?

( জ ) রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রন্থের নাম লিখ ।

( ঝ )  বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ? 

( ঞ ) কাজী নজরুল ইসলাম কে ছিলেন ?

( ট ) ‘ তত্ত্ববোধিনী ‘ পত্রিকা প্রকাশিত হয় কত সালে ?

( ঠ ) সৈয়দ আমীর আলীর বিখ্যাত গ্রন্থের নাম কী ? 

খ বিভাগ ( যে কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও ) মান —৪ x৫ = ২০ 

২।  বাংলাদেশ দর্শন কী সমন্বয়ধর্মী ?
৩।  বাংলাদেশ দর্শনের চারটি বৈশিষ্ট্য লিখ ।

৪। “ফানা ও বাকা” কি?
৫। বাউল দর্শন কী ?
৬। সুফীবাদের চারটি মূলনীতি লিখ ।
৭। কাজী নজরুল ইসলামের মানবতাবাদ সংক্ষেপে ব্যাখ্যা কর ।
 ৮। বুদ্ধির মুক্তি আন্দোলন ও আবুল হোসেন । 
৯। রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের ধর্ম বলতে কি বুঝিয়েছেন ?

গ বিভাগ ( যে কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও ) মান —১০ x৫ = ৫০ 

১। বাংলাদেশ দর্শন বলতে কী বুঝ ? বাংলাদেশ দর্শনের উৎসসমূহ আলোচনা কর ।
১২। বাউল দর্শনের মূলতত্ত্বগুলো আলোচনা কর ।
১৩।  কাজী নজরুল ইসলামের সাম্যবাদ আলোচনা কর ।
১৩। বাংলায় সুফী দর্শনের উৎস ও ক্রমবিকাশ আলোচনা কর ।
১৪। গোবিন্দ চন্দ্র দেবের দর্শন আলোচনা কর ।
১৫। মোহাম্মদ বরকতুল্লাহর দার্শনিক মতসমূহ সংক্ষেপে আলোচনা কর ।
১৬। রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শন আলোচনা কর ।

১৭ নারী শিক্ষার উন্নয়নে বেগম রোকেয়ার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা কর ।