➤গত ১৩/০২/২০২২ তারিখে (এইচ এস সি/আলিম) যেই ভাই/বোনদের রেজাল্ট বের হয়েছে, তাদের এই বিষয়গুলো জেনেশুনেই তোলারাম কলেজ এ এপ্লাই করা ভালো।
➤নিচে অনার্স ভর্তির কিছু টিপস শেয়ার করা হলঃ
☞ অনার্স ভর্তি হতে গেলেই সর্ব প্রথম অনলাইনে আমাদের ১টি কলেজ সিলেক্ট করে নিতে হবে।
☞ আমাদের বিগত (SSC+HSC) পয়েন্টের উপর ভিত্তি করেই ঐ কলেজে আপনি কোন-কোন বিষয়ে অনার্স করতে পারবেন তার লিষ্ট চোখের সামনে এসে যাবে।
☞ এই লিষ্ট থেকেই আপনার পছন্দের Sub তালিকা সাঁজিয়ে নিতে হবে।এই তালিকা থেকে আপনার কাছে যে বিষয়টি সবচেয়ে সহজ মনে হবে আপনি সেটাই ১ম পছন্দ ঘরে রাখবেন। পছন্দের ২, ৩, ৪….নং তালিকায় পর্যায়ক্রমে সহজ বিষয়গুলো দিয়ে পূর্ণ করবেন।
“অনার্স অনার্স-ই! Sub Not Matter”
☞ আপনার এই চয়েস কৃত্বক বিষয় থেকে কলেজের শিক্ষকগণ আপনার পূর্ব (ফলাফল) দক্ষতাকে বিবেচনায় এনে আপনার জন্য অনার্স Sub কনর্ফম করবেন।
✪➤নিম্নে কলেজের সাবজেক্ট অনুযায়ী সীট সংখ্যা ও কত পয়েন্ট হলে আবেদন করা উচিত সেটা দেওয়া হলোঃ
অনার্স কোর্সঃ
B.A
বাংলা- ( আসন সংখ্যা ১৬০)
ইংরেজি -(১৯০)
ইংরেজীতে ৯.০০ আর বাংলায় পেতে হলে ৮.৫০ এর নিচে পয়েন্ট থাকলে আবেদন না করাই ভালো।
B.S.S
রাষ্ট্র বিজ্ঞান – (১৯০)
অর্থনীতি – (১৭৫)
সমাজকর্ম – (১২০)
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (- ১০০)
দর্শন – (১৩৫)
৮.০০ এর নিচে আবেদন না করাই ভলো
B.B.A
হিসাববিজ্ঞান ঃ( ২২০)
ব্যবস্থাপনা ঃ (২২০)
৯.০০ এর নিচে আবেদন করে লাভ নাই।
B. Sc
পদার্থ বিজ্ঞান – (১০০)
রসায়ন -(১৩৫)
উদ্ভিদবিজ্ঞান – (১৩০)
প্রাণীবিজ্ঞান – (১৩০)
গণিত -( ১৪০)
৯.০০ এর নিচে যাদের পয়েন্ট তারা আবেদন না করলেই ভালো হয়।
➤যাদের ফ্যামিলি সাপোর্ট আছে পড়াশোনার জন্যে তারা গণিত ,ইংরেজি, অর্থনীতি কিংবা কঠিন সাবজেক্ট গুলো নিয়ে পড়তে পারেন।কারন আপনারা পড়ার অনেক সুযোগ পাবেন,প্রাইভেট ও পড়তে পারবেন।
কিন্তু যারা নিজেই তার খরচ বহন করবেন তাদের জন্যে সতর্কতা- যদি রেগুলার ক্লাস, কোচিং করতে না পারেন,তাহলে ন্যাশনাল থেকে এই সাবজেক্ট অনার্স শেষ করা অনেক অনেক কঠিন, এমনিতেও ন্যাশনাল এ তেমন ক্লাস হয়না,যতটুকু পড়ার নিজ উদ্যমে পড়তে হয়। তাই ভেবে চিন্তে সাবজেক্ট চয়েস দিবেন।