আইনসভা কিভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, আইনসভার শাসন সংক্রান্ত কাজ উল্লেখ কর।
অথবা, আইনসভা কর্তৃক শাসন বিভাগের নিয়ন্ত্রণের উপায় উল্লেখ কর।

উত্তরঃ ভূমিকা : সরকারের তিনটি বিভাগ হলো আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। তিনটি বিভাগের কার্যাবলি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ক্রমবর্ধমান কার্যসম্পাদনে শাসন বিভাগ অনেক ক্ষেত্রে দুর্বলতা প্রকাশ করে। ফলে শাসন বিভাগের অনেক কাজ আইনসভা সম্পাদন করে। যার মাধ্যমে আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে।

আইনসভা কর্তৃক শাসন বিভাগকে নিয়ন্ত্রণ: আইনসভা শাসন বিভাগের নিম্নোক্ত কার্যাবলি সম্পাদনের
মাধ্যমে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে।

১. শাসন বিভাগ গঠন : আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। শাসন বিভাগের প্রকৃত কর্ণধার হলো আইনসভা বা মন্ত্রিসভা। এ মন্ত্রিসভার নেতা প্রধানমন্ত্রীসহ সকল সদস্য বা মন্ত্রী সংখ্যাগরিষ্ঠ দলের মধ্য থেকে আসে। তাই
আইনসভাই প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীদের নিয়োগের সুব্যবস্থা করে থাকে

২. বৈদেশিক নীতিনির্ধারণের মাধ্যমে : শাসন বিভাগের বৈদেশিক নীতিনির্ধারণের ব্যাপারে আইন বিভাগের অনুমোদন দরকার হয়। অর্থাৎ আইনসভা বৈদেশিক নীতি অনুমোদনের মাধ্যমে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে বৈদেশিক নীতিনির্ধারণের ক্ষেত্রে সিনেটের সম্মতি সাপেক্ষে রাষ্ট্রপতি সিদ্ধান্ত গ্রহণ করে।

৩. চুক্তি অনুমোদনের মাধ্যমে : সন্ধি বা চুক্তি অনুমোদনের মাধ্যমেও আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে। সিনেটের অনুমোদন ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে কোন গদি বা চুক্তি সম্পাদন এবং কার্যকরি করা যায় না।

৪. সামরিক কাজের মাধ্যমে : শাসন বিভাগের যুদ্ধ সংক্রান্ত কার্যাবলিও আইনসভা তত্ত্বাবধান করে থাকে।

৫.আমেরিকায় যুদ্ধ ঘোষণা ও সশস্ত্রবাহিনী নিয়োগের আদেশ রাষ্ট্রপতি দিলেও এ আদেশ কংগ্রেসের অনুমোদন সাপেক্ষ।

৫. অন্যান্য কাজের মাধ্যমে নিয়ন্ত্রণ : এছাড়া আইন বিভাগ বিভিন্ন প্রক্রিয়ায় শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ বিস্তার করতে পারে। যথা আলোচনা, প্রশ্ন জিজ্ঞাসা করে, বিতর্ককালে উত্থাপিত প্রস্তাব, তদন্ত কমিশন গঠন ইত্যাদি।

উপসংহার পরিশেষে বলা যায় যে, আইন বিভাগের অন্যতম প্রধান কাজ হলো শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা। শাসন বিভাগের জটিলতার কারণে আইন বিভাগ শাসন সম্পর্কিত অনেক কাজ সম্পাদনের মাধ্যমে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ। করে থাকে