Download Our App

অহিংসা বলতে কী বুঝ?

অথবা, জৈনরা অহিংসা বলতে কী বুঝায়?
অথবা, জৈনদের অহিংসা কী?
অথবা, অহিংসা কী?
উত্তর৷৷ ভূমিকা :
জৈনরা জীবের পরম লক্ষ্য হিসেবে জীব বা আত্মার মুক্তির জন্য সম্যক জ্ঞান, সম্যক দর্শন ও সম্যক চরিত্রের কথা বলেছেন। এ সম্যক চরিত্রের অঙ্গ হলো পঞ্চ মহাব্রত। পঞ্চ মহাব্রত পালনে আত্মার মুক্তি হয়। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ হলো পঞ্চ মহাব্রত। নিম্নে পঞ্চ মহাব্রতের একটি অহিংসা নিয়ে আলোচনা করা হলো :
অহিংসা : সাধারণ অর্থে অহিংসা বলতে আমরা বুঝি শরীর, মন ও বাক্যের দ্বারা কোন প্রাণীকে হত্যা না করা বা ব্যথা না দেয়া। কিন্তু জৈনরা অহিংসা কথাটি আরো ব্যাপক অর্থে ব্যবহার করেছেন। জৈন মতে, এসব গতিশীল বস্তু সকল প্রকার জীব উদ্ভিদ, এসব কিছুরই প্রাণ রক্ষা করা উচিত। সকল জীবই অনন্ত সম্ভাবনাময়। সুতরাং হিংসার দ্বারা যে কোন রকমের সম্ভাবনাকে বিনষ্ট করা মহাপাপ। জৈনদের এ ধারণা থেকেই অহিংসা ব্রতের উদ্ভব। সকল প্রকার হিংসা বর্জনীয় জৈন মতে, প্রত্যেক জীবেরই তার নিজের জীবনের মতো অন্যের জীবনের মূল্য দেয়া উচিত। সুতরাং যে কোন রকম হিংসাই বর্জনীয়।
অহিংসা ব্রত উদযাপন করা : জৈন মতে, নিজে হিংসা করা, অন্যের দ্বারা হিংসা করানো এবং অন্যের হিংসা কর্ম সমর্থন এসবই সমান স্তরের পাপ। তাই নিখুঁতভাবে অহিংসা পালন করতে হলে আত্মকৃত হিংসা, অন্যকে দিয়ে পরিচালিত হিংসা এবং অন্যকৃত হিংসার সমর্থন এসব রকম কর্ম হতে বিরত থাকতে হবে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, মানব প্রবৃত্তি উন্নয়নের পথে বড় অন্তরায় হলো হিংসা। যা জৈনদের মতে আত্মার মুক্তি লাভের বড় অন্তরায়। এ হিংসা নিবৃত্তি করতে পারলেই আত্মার মোক্ষ লাভ সম্ভব।