অলিগোপলি বাজার কাকে বলে?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, অলিগোপলি বাজার কি?
অথবা, অলিগোপলি বাজারের ধারণা দাও।

উত্তর: প্রারম্ভিক কথাঃ অর্থনীতিতে বাজার খুবই গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার পূর্ণ ও অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিভক্ত। অপূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের একটি রূপ হল অলিগোপলি বাজার।

অলিগোপলি বাজার। যে ক্ষেত্রে কয়েকটি মাত্র প্রতিষ্ঠান কোন দ্রব্যের সরবরাহ নিয়ন্ত্রণ করে, তাকে অলিগোপলি বা মুষ্টিমেয় আধিপত্যের বাজার বলা হয়। এই বাজারে বিক্রেতার সংখ্যা দুই এর অধিক কিন্তু প্রতিযোগিতামূলক বাজারের চেয়ে কম। এ বাজারে প্রতিটি ফার্ম তার উৎপাদনের একটি উল্লেখযোগ্য অংশ বাজারে যোগান দেয় বলে দামের উপর প্রভাব বিস্তার করতে পারে। এ বাজারে বিক্রেতাদের মধ্যে বিজ্ঞাপণ ও প্রচারের প্রতিযোগিতা রয়েছে। পণ্যের দাম ও উৎপাদন নীতি নির্ধারণে মুষ্টিমেয় বিক্রেতাগণ পরস্পরের সাথে তীব্র প্রতিযোগিতায় অবতীর্ণ হয়।

Oligopoly শব্দের অর্থ উৎপত্তি: গ্রীক শব্দ oligos এবং ল্যাটিন শব্দ Polis থেকে oligopoly শব্দের উৎপত্তি। এ oligos শব্দের অর্থ মুষ্টিমেয় এবং polis শব্দের অর্থ বিক্রেতা। কাজেই অলিগোপলি বলতে মুষ্টিমেয় বিক্রেতার বাজার বুঝানো হয়।

প্রামান্য সংজ্ঞা: বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে অলিগোপলির সংজ্ঞা প্রদান করেছেন।

১. অর্থনীতিবিদ লেফট উইচ বলেন, “অলিগোপলি হল সেই রূপ বাজার ব্যবস্থা যেখানে কতিপয় প্রতিদ্বন্দ্বী বিক্রেতা বা ফার্ম থাকে এবং প্রত্যেকের কার্যাবলি অপরকে প্রভাবিত করে।”

২. উইলিয়াম ফেলনার বলেন, “স্বল্পের মধ্যে প্রতিযোগিতামূলক বাজারকে বলে অলিগোপলি বাজার।”

৩. হেন্ডারসন-কুয়ান্ট (Hunderson-Quandt) এর মতে, “একটি অলিগোপলি শিল্প পর্যাপ্ত পরিমাণে স্বল্প সংখ্যক বিক্রেতা ধারণ করে যেখানে এক বিক্রেতার কাজ, অন্য প্রতিদ্বন্দ্বীদের উপর প্রত্যক্ষ প্রভাব ফেলে।”

উদাহরণঃ বর্তমান বিশ্বে মটরগাড়ী, ইস্পাত, এ্যালুমিনিয়াম, ঔষধ রাসায়নিক শিল্প, বৈদ্যুতিক সরঞ্জাম এবং

কম্পিউটারের ন্যায় বিভিন্ন উৎপন্ন দ্রব্যের ক্ষেত্রে এই বাজার পরিলক্ষিত হয়।

অনুমিত শর্তঃ অলিগোপলির অনুমিত শর্ত নিম্নরূপঃ

১. দুই এর অধিক বিক্রেতা।

২. সমজাতীয় বা ভিন্ন জাতীয় দ্রব্য:

৩. চাহিদা রেখা অস্পষ্ট;

৪. বিজ্ঞাপন প্রচার;

৫. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিযোগিতাঃ

এই শর্ত গুল্যে বজায় থাকলে তাকে অলিগোপলি বাজার বলে।

উপসংহার: উপরের সংজ্ঞার আলোকে বলা যায়, এরূপ বাজারের প্রকৃতি এমনই যে, যেখানে দাম পরিচালনা,উৎপাদন নির্ধারণ, বিজ্ঞাপন প্রচার এবং বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ, এসব ক্ষেত্রে ফার্মগুলোর আন্তঃনির্ভরশীলতা প্রকাশ পায়। অর্থাৎ একজনের দাম-উৎপাদননীতি অন্যরা সতর্কতার সাথে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।