উত্তর: অর্থনৈতিক উন্নয়ন (Economic Development): অর্থনৈতিক উন্নয়ন বলতে দেশের সর্বস্তরের জনগণের
মৌলিক চাহিদা পুরণ করে জাতীয় আয়, প্রকৃত মাথাপিছু আয়, উৎপাদন ক্ষমতা ও জীবনযাত্রার মানের ক্রমোন্নতির এক
দীর্ঘকালীন প্রক্রিয়াকে বুঝায়, যা ক্রমাগত বৃদ্ধিসহ অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তন সাধন করে।
□ প্রামাণ্য সংজ্ঞাঃ বিভিন্ন অর্থনীতিবিদ অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন।
Prof Snider -এর মতে, মাথাপিছু উৎপাদন ক্ষমতার দীর্ঘকালীন বা অনুরূপ বৃদ্ধিই অর্থনৈতিক উন্নয়ন।” অধ্যাপক মায়ার ও কলউইন -এর মতে, “যে পদ্ধতির মাধ্যমে দীর্ঘকালে প্রকৃত জাতীয় আয় বৃদ্ধি পায় তাকেই অর্থনৈতিক উন্নয়ন বলা হয়।”
অধ্যাপক স্যামপিটার-এর মতে, “অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে অর্থনীতির স্থিতিশীল পর্যায়ের একটি বিচ্ছিন্ন ও স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যা পূর্ববর্তী ভারসাম্য অবস্থাকে পরিবর্তিত এবং স্থানান্তরিত করতে পারে।” অধ্যাপক উইলিয়াম ও ব্যাট্রিক অর্থনৈতিক উন্নয়নের সংজ্ঞা প্রসঙ্গে বলেন, “অর্থনৈতিক উন্নয়ন বলতে এমন একটি প্রক্রিয়াকে বুঝায় যার মাধ্যমে একটি দেশের বা অঞ্চলের অধিবাসীরা প্রাপ্ত সম্পদের যথাযথ ব্যবহারের দ্বারা মাথাপিছু দ্রব্যও সেবার উৎপাদন বাড়াতে পারে।” মিসেস হিকস বলেন, “অর্থনৈতিক উন্নয়ন বলতে একদিকে অধিক উৎপাদন এবং একই সাথে কৌশলিক এবং
প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে তা উৎপাদিত ও বন্টিত হয়ে থাকে, তার পরিবর্তনও নির্দেশ করে।” লুইসের মতে, “প্রতিষ্ঠা কাজে উৎপাদন বৃদ্ধির প্রবণতাই অর্থনৈতিক উন্নয়নের সুস্পষ্ট লক্ষণ বহন করে।”
অধ্যাপক পল, এ ব্যারেন-এর মতে, “সময়ের ব্যবধানে বস্তুগত সম্পদের মাথাপিছু উৎপাদনের য়ে-কোনো বৃদ্ধিকে অর্থনৈতিক উন্নয়ন বলে।”
অর্থনীতিবিদ সি. ই. বাক (C.E. Black)-এর মতে, “উৎপাদনশীলতা বৃদ্ধি, আর্থ-সামাজিক সাম্য, আধুনিক জ্ঞান- বিজ্ঞান, উন্নত প্রতিষ্ঠান ও দৃষ্টিভঙ্গি ও সমাজ ব্যবস্থায় বিরাজমান অনাকাঙ্খিত অর্থনৈতিক উন্নয়ন হিসেবে গণ্য করা যায়।” অর্থনৈতিক উন্নয়নের সংজ্ঞা দিতে গিয়ে অধ্যাপক Rostow নিম্নোক্ত প্রবণতার কথা উলেখ করেন।
(ক) মৌলিক বিজ্ঞান প্রসারের প্রবণতাঃ
(খ) অর্থনৈতিক উদ্দেশ্যসমূহ অর্জনের জন্য বিজ্ঞানকে কাজে লাগানোর প্রবণতা:
(গ) বৈষয়িক উন্নতি অর্জনের প্রবণতা;
(ঘ) উৎপাদনের কৌশল উদ্ভাবনের পর বাস্তব ক্ষেত্রে প্রয়োগের প্রবণতা;
ঙ) জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা।
(চ) মূলধন সামগ্রির মজুদ বৃদ্ধির প্রবণতা।
উপসংহার: অতএব, উপরিউক্ত সংজ্ঞাসমূহ বিশেষণ করে বলা যায়, অর্থনৈতিক উন্নয়ন কোন দেশের উৎপাদন বৃদ্ধি, আর্থ-সামাজিক অগ্রগতি, আধুনিক জ্ঞান-বিজ্ঞানের প্রসার, প্রাতিষ্ঠানিক অগ্রগতি, দৃষ্টিভঙ্গির প্রসারতা, সরকারি কর্মকাণ্ড ও নীতিসমূহের সমন্বিত বাস্তবায়ন প্রভৃতি নির্দেশ করে।