অথবা, অর্থনীতির বিষয়বস্তু আলোচনা কর।
উত্তর: প্রারম্ভিক কথাঃ অর্থনীতির বিষয়বস্তু সম্পর্কে এডাম স্মিথ মনে করেন, কোন জাতির সম্পদের প্রকৃতির ধরণ সম্পর্কে অনুসন্ধান করা অর্থনীতির কাজ। ডেভিড রিকার্ডোর মতে অর্থনীতির মূল কাজ হচ্ছে মানুষের আয় ও বন্টনের উপর নজর রাখা। আলফ্রেড মার্শাল যুক্তিদেন, যে মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কাজকর্ম বিশ্লেষণ করা অর্থনীতির মূল বিষয়বস্তু।
নিচে অর্থনীতির মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হলঃ
১. সমাজবদ্ধ মানুষের কার্যাবলি: অর্থনীতি সমাজের মানুষের অর্থনৈতিক কার্যাবলি নিয়ে আলোচনা করে। সমাজের মানুষ কিভাবে আয় করে এবং অভাব পূরণের লক্ষ্যে অর্জিত আয় কিভাবে ব্যয় করে, এক্ষেত্রে সৃষ্ট সমস্যা ও সমাধান প্রভৃতি বিষয় নিয়ে অর্থনীতি আলোচনা করে।
২. অর্থনৈতিক কার্যাবলি: অর্থনীতি মানুষের সকল কার্যাবলি নিয়ে আলোচনা করে না। মানুষের কেবলমাত্র অর্থনৈতিক কার্যাবলিই অর্থনীতির আলোচ্য বিষয়। অর্থনৈতিক কার্যাবলি বলতে মানুষের অর্থ উপার্জন ও অর্থ-ব্যয় সংক্রান্ত কার্যাবলিকে বুঝায়।
৩. অভাব মোচন ও কল্যাণ সাধন: মানুষ সামাজিক জীব। কিন্তু সমাজ জীবনে মানুষ অসীম অভাবের সম্মুখীন হয়। কীভাবে সমাজের সীমিত সম্পদকে কাজে লাগিয়ে অধিক সম্পদ উৎপাদন করা যায় এবং কীভাবে এ সম্পদের সুষ্ঠু বণ্টনের মাধ্যমে সর্বাধিক কল্যাণ অর্জন করা যায় তা-ই অর্থনীতির আলোচ্য বিষয়।
৪. অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনাঃ অর্থশাস্ত্র অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করে। দেশে অর্থনৈতিক উন্নয়নের কৌশল নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, বাজেট প্রণয়ন এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব ও কর্তব্য প্রভৃতি বিষয় নিয়ে অর্থশাস্ত্রে বিস্তারিত আলোচিত হয়।
৫. মানব সম্পদ উন্নয়ন: অর্থনীতি মানব সম্পদের উন্নয়ন ও তার ব্যবহার নিয়ে আলোচনা করে। দেশের জনসংখ্যাকে কিভাবে মানব সম্পদে পরিণত করা যায়, জনসংখ্যার গঠন ও প্রকৃতি, স্থানান্তর প্রভৃতি বিষয়ের সাথে সংশ্লিষ্ট সমস্যা ও সমাধান নিয়ে অর্থনীতি আলোচনা করে যা জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত।
৬. সমস্যা সমাধানের পথ নির্দেশক: অর্থনীতি হচ্ছে সমস্যা সমাধানের পথ নির্দেশক। মানুষের ক্ষুদ্র জীবনে যে সব অভাব পরিলক্ষিত হয় তা অর্থনৈতিক বিচার বিশ্লেষণ দ্বারা সমাধান করা সম্ভব। অধ্যপক পিশু তাই বলেন, “আমাদের আবেগ দার্শনিকের আবেগ নয়, জ্ঞান কেবল জ্ঞানের উদ্দেশ্যে নয় বরং আমাদের জ্ঞান চিকিৎসকের জান, যার সাহায্যে রোগ নিরাময় করা যায়।”
উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, অর্থনীতির প্রকৃতি ও পরিধি বা বিষয়বস্তু অনেক ব্যাপক ও বিস্তৃত। অর্থনীতি একদিকে যেমন অর্থনৈতিক সমস্যার বিচার-বিশ্লেষণ করে তেমনি অন্যদিকে এ সব সমস্যা সমাধানের পথও নির্দেশ করে।