উত্তর : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পুঁই মাচা’ গল্পে সহায়হরি চাটুয্যের স্ত্রী অন্নপূর্ণা একজন সহজসরল, মমতাময়ী মা। স্বামীর অভাব অনটনের সংসারটিকে তিনি বুক দিয়ে আগলে রেখেছেন। ভগবান হয়তো তাঁকে পরীক্ষা করার জন্যই চার চারটি কন্যার জননীতে পরিণত করেছিলেন। কন্যাদেরকে তিনি ঠিকমতো পরিচর্যা করতে না পারলেও তাদের প্রতি অন্নপূর্ণার স্নেহ ভালোবাসার অন্ত ছিল না। প না করে বরাবর প্রশ্রয়ের দৃষ্টিতে দেখেছেন। মেয়েদেরকে তিনি রাজভোগ খাওয়াতে না পারলেও ময়দার গোলা, নারকেলের পিঠে, নারকেল কোজ্যেষ্ঠকন্যা ক্ষেন্তির ভোজপটুতাকে তিনি বিদ্রূরা, পুঁইশাকের চচ্চড়ি প্রভৃতি যত্নসহকারে তৈরি করে খাইয়েছেন। তাঁর সন্তান-বাৎসল্য সমাজের অনুশাসন ও পারিবারিক অভাব-অনটনের কারণে কখনও বাধাগ্রস্ত হয়নি।