অনুসন্ধানমূলক পরীক্ষণ বলতে কী বুঝ?

অথবা, অনুসন্ধানমূলক পরীক্ষণ কাকে বলে?
অথবা, অনুসন্ধানমূলক পরীক্ষণ সংজ্ঞা দাও।
অথবা, অনুসন্ধানমূলক পরীক্ষণ কী?
উত্তর।। ভূমিকা : মনোবিজ্ঞানকে বিজ্ঞানের মর্যাদায় উন্নীত করতে পরীক্ষণ পদ্ধতির ভূমিকা অনস্বীকার্য। পরীক্ষণ পদ্ধতির ব্যবহারের কারণেই মনোবিজ্ঞান একটি প্রায়োগিক বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মানুষ ও প্রাণীর আচরণকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করে এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সঠিক তথ্যে উপনীত হয়ে মনোবিজ্ঞানের অতীত সংজ্ঞা পরিবর্তন করে বস্তুনিষ্ঠ ও বৈজ্ঞানিক সংজ্ঞার উৎপত্তি হয়েছে। মনোবিজ্ঞানের ক্ষেত্রে পরীক্ষণ পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ বিষয়।
অনুসন্ধানমূলক পরীক্ষণ: কোন সমস্যা সম্বন্ধে আমাদের যদি অল্প তথ্য থাকে তাহলে অনুসন্ধানের মাধ্যমে সমস্যাটি সম্বন্ধে আমরা আরও তথ্য আহরণে সচেষ্ট হই। এ অবস্থায় সমস্যা সমাধানের জন্য কোন প্রকল্প প্রণয়ন করার মত তথ্যও আমাদের হাতে থাকে না। তাই প্রকল্প প্রণয়নের পূর্বে প্রভূত পরিমাণ তথ্য সংগ্রহ করার জন্য অনুসন্ধানকার্য পরিচালনা করা হয়। এ ধরনের পরীক্ষণকে অনুসন্ধানমূলক পরীক্ষণ বলা হয়। অর্থাৎ, যে সমস্যা নিয়ে কাজ করা হয় সে সমস্যার কোন বিষয় বা তথ্য যদি অজানা থাকে, তাহলে তা পূরণ বা জানার জন্যে যে পরীক্ষণ করা হয় তাকেই অনুসন্ধানমূলক পরীক্ষণ বলে।
অনুসন্ধানমূলক পরীক্ষণের বৈশিষ্ট্য :
ক. কোন একটি সমস্যা নিয়ে কাজ করার প্রাথমিক পর্যায়ে Exploratory experiment করা হয়।
খ. মানের খতিয়ান (Evidence report) প্রণয়ন করা হয়।
গ. পরীক্ষকের অজ্ঞাতে কোন চল সমস্যাতে বা পরীক্ষণে প্রভাব বিস্তার করছে কি না তা জানার জন্য Exploratory experiment করা হয়।
ঘ. Exploratory Experiment থেকে যে তথ্য পাওয়া যায় তা প্রকল্প প্রণয়নে সহায়তা করে।
ঙ. এ ধরনের পরীক্ষণে একটি অসম্পূর্ণ ও সাধারণ প্রকল্পের দ্বারা পরিচালিত হয়ে পরীক্ষণবিদ তথ্য আহরণ করেন।
উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি যে, কোন পরীক্ষণের উদ্দেশ্য হল সমস্যার সমাধান। সমস্যার সম্মুখীন হয়ে প্রথমত আমরা সমস্যার বর্ণনা করে থাকি এবং সমস্যা সমাধানের জন্য কোন না কোন প্রকল্প প্রণয়ন করি। এছাড়া যে কোন পরীক্ষণ শুরু করার আগে পুরো পরীক্ষণের একটি পরিকল্পনা করে নেই।