অনার্স ৪র্থ বর্ষের বাংলা বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য ভাইভার কিছু প্রশ্নের নমুনা।

১. তোমার ডিপার্টমেন্টের প্রধানের নাম কি

২. তোমার কলেজের প্রতিষ্ঠাতা সাল কত।

৩. জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সাল কত।

উত্তর: ২১ অক্টোবর ১৯৯২।

৪. জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসির নাম কি।

উত্তর: বাইস চ্যান্সেলর এএসএম আমানুল্লাহ।

৫. বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা তারিখ কত এবং কোথায় অবস্থিত।

উত্তর; বাংলা একাডেমি প্রতিষ্ঠার তারিখ হলো ৩ ডিসেম্বর ১৯৫৫।

এটি ঢাকার বর্ধমান হাউসে প্রথম যাত্রা শুরু করে এবং বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়ন ও গবেষণার জন্য প্রতিষ্ঠিত হয়।

৬. বাংলা শব্দটির উৎপত্তি কোথা থেকে।

উত্তর:বাংলা শব্দটির উৎপত্তি ও সময় নিয়ে ইতিহাসবিদরা যেভাবে ব্যাখ্যা করেন:

উৎপত্তি:

“বাংলা” শব্দটি এসেছে “বঙ্গ” বা “বঙ্গদেশ” থেকে। প্রাচীনকালে গঙ্গার অববাহিকার পূর্বাঞ্চলকে বঙ্গ বলা হতো। পরে “বঙ্গ” থেকে “বাংলা” শব্দটির উদ্ভব।

প্রাচীন ব্যবহার:

খ্রিস্টীয় ১০ম–১১শ শতক থেকে “বঙ্গ” বা “বঙ্গাল” শব্দের ব্যবহার পাওয়া যায়। মুসলিম শাসনামলে আরবি ও ফারসি লেখকদের কাছে এ অঞ্চলকে “বঙ্গাল” বা “বাংলা” নামে উল্লেখ করা হতো।

৭. পিএইচডির পূর্ণরূপ কি।

PhD এর ফুল মিনিং হলো Doctor of Philosophy।

P = Doctor (লাতিনে Philosophiae Doctor)

h = of (এখানে ছোট হরফ হিসেবে থাকে)

D = Philosophy

বাংলায় একে বলা হয় দর্শনশাস্ত্রে ডক্টরেট বা ডক্টরেট ডিগ্রি।

এটি একটি সর্বোচ্চ একাডেমিক ডিগ্রি, যা কোনো নির্দিষ্ট বিষয়ে গবেষণা সম্পন্ন করে অর্জন করা হয়।

৮. বাংলা বিভাগে চার বছরে কত সাবজেক্ট এর পরীক্ষা হয়।

উত্তর: মোট ৩০ টি সাবজেক্ট

৩০০০ মার্ক এবং ১০০ মার্কের ভাইবা।

প্রথম বর্ষে ছয়টি সাবজেক্ট

দ্বিতীয় বর্ষে সাতটি সাবজেক্ট

তৃতীয় বর্ষে আটটি সাবজেক্ট

চতুর্থ বর্ষে নয়টি সাবজেক্ট এবং একশত মার্কের ভাইভা