হিন্দু নারীদের সম্পত্তিতে কী অধিকার প্রদান করা হয়েছে?

অথবা, হিন্দু নারীদের সম্পত্তিগত অধিকারসমূহ লিখ।
অথবা, হিন্দু নারীদের সম্পত্তিগত অধিকার সম্পর্কে যা জান লিখ।
অথবা, হিন্দু নারীদের সম্পত্তির অধিকার সম্পর্কে বর্ণনা কর।
উত্তর৷ ভূমিকা :
হিন্দু আইনে সম্পত্তির ক্ষেত্রে নারী ও পুরুষের অধিকার সমান নয়। স্ত্রী উত্তরাধিকার সূত্রে সম্পদের ভোগস্বত্ব লাভ করে কিন্তু মালিকানা বা হস্তান্তর অধিকার লাভ করে না। নিম্নে সম্পত্তিতে তাদের অধিকারের প্রকৃতি আলোচনা করা হলো :
১. সম্পত্তিতে হিন্দু নারীর অধিকার বিষয়ে ১৯৩৭ সালে পাসকৃত আইনের মর্ম/ভাষ্য অনুযায়ী বিধবা একের অধিক বোন হলে সকলে এক পুত্রের সমান অংশ সম্পত্তি পাবে।

  1. কন্যা সন্তানদের মধ্যে অবিবাহিত কন্যার দাবি সবার আগে, বিবাহিত কন্যাদের দাবি পরে। সন্তান সম্ভবা কন্যা, বিধবা কন্যা, বন্ধ্যা এবং যেসব কন্যাদের কেবলমাত্র কন্যা সন্তান আছে তার সম্পত্তির উত্তরাধিকার নয়। পিতার
    সম্পত্তিতে তাদের অধিকার নেই।
    ৩. হিন্দু আইনে পিতা বর্তমান থাকলে মাতার কোন সম্পত্তির অধিকার নেই।
    পরিশেষে বলা যায় যে, অর্থনৈতিক জীবনব্যবস্থা বদলেছে অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থার পরিবর্তনের ফলে। হিন্দু আইনে সম্পত্তির সাথে নারীর অর্থনৈতিক উৎপাদন সম্পর্ক, অধিকার এবং প্রাপ্যতার ক্ষেত্রে ন্যায়-নীতি যথেষ্ট পরিলক্ষিত হয় না। বিষয়টি জোরালো বিবেচনার দাবি রাখে।
  2. https://topsuggestionbd.com/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%85/