প্রশ্নের উত্তর

সাহিত্য পর্যালোচনার উদ্দেশ্য কী কী?

অথবা, রিভিউ অব লিটারেচারের উদ্দেশ্য লিখ।
অথবা, সাহিত্য পর্যালোচনার উদ্দেশ্যসমূহ লিখ।
অথবা, লিটারেচার রিডিউ এর উদ্দেশ্যসমূহ তুলে ধর।
অথবা, লিটারেচার রিভিউ এর উদ্দেশ্যসমূহ উল্লেখ কর।
অথবা, রিভিউ অব লিটারেচারের উদ্দেশ্যসমূহ কী কী?
উত্তর৷ ভূমিকা :
যে কোন উন্নয়ন ও সৃষ্টিতে সাহিত্য পর্যালোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিষয়বস্তু নির্বাচন, গঠন, পদ্ধতি উদ্ভাবন, ফলাফল তুলনা প্রভৃতি কাজে সাহিত্য পর্যালোচনা করে গবেষক সঠিক ধারণা লাভ করেন। সুতরাং সামাজিক গবেষণায় সাহিত্য পর্যালোচনার বিকল্প নেই ।
সাহিত্য পর্যালোচনার উদ্দেশ্য : নিম্নে সাহিত্য পর্যালোচনার উদ্দেশ্য তুলে ধরা হলো :
১. বই, প্রবন্ধ বা গবেষণা প্রতিবেদন পাঠের মাধ্যমে গবেষণার সমস্যা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ ।
২. একটি সুন্দর গবেষণা সমস্যা তৈরিতে সাহায্য করা।
৩. অর্থ, সময় ও শ্রমের অবচয় রোধ ।
৪. সঠিক তত্ত্ব, প্রকল্প ও অনুমান নির্বাচনে সহায়তা করা।
৫. গবেষণা নকশার মান উন্নত করা।
৬. তথ্য অনুসন্ধানের পদ্ধতি ও কৌশল নির্ধারণ।
৭. গবেষণার পুনরাবৃত্তি রোধ ।
৮. পরবর্তী গবেষণার ক্ষেত্র চিহ্নিত।
৯. গবেষণার সীমা নির্ধারণ।
১০. কার্যকর সংজ্ঞা নিরূপণ, ব্যাখ্যা ও বর্ণনা সম্পর্কে অবহিত হওয়া।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, সামাজিক গবেষণায় সাহিত্য পর্যালোচনা গুরুত্ব অপরিসীম । সাহিত্য পর্যালোচনা বৈজ্ঞানিক গবেষণার এমন একটি গুরুত্বপূর্ণ ক্রিয়া যার মাধ্যমে গবেষক গবেষণাকে নিষ্ফল সমাপ্তি, বর্জিত অনুসন্ধান, পণ্ডশ্রম, ত্রুটিপূর্ণ নকশা এবং ভ্রান্ত ফলাফলের হাত থেকে রক্ষা করতে সমর্থ হয়।

হ্যান্ডনোট থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!