
ডিগ্রী অনার্স মাস্টার্স পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে পেতে Whatsapp এ ম্যাসেজ করুন। Whatsapp 01979786079
সারণি কত প্রকার ও কী কী আলোচনা কর ।
admin
- 0
অথবা, সারণিবদ্ধকরণের প্রকারভেদ আলোচনা কর।
অথবা, সারণিবদ্ধকরণের ধরন ব্যাখ্যা কর।
অথবা, সারণিবদ্ধকরণের শ্রেণিবিভাগ ব্যাখ্যা কর।
উত্তর৷ ভূমিকা : পরিসংখ্যানে তথ্য সংগ্রহ করা হয় গবেষণার জন্য । এজন্য বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয় । সারণিবদ্ধকরণ প্রক্রিয়ায় তথ্যের বিভিন্ন বৈশিষ্ট্যানুযায়ী সারণিবদ্ধকরণ করা হয় ।
সারণির প্রকারভেদ : সারণিকে তিন ভাগে ভাগ করা যায়। যথা :
১. একমুখী সারণি : যে সারণিতে শুধু একটি বিষয় বা বস্তুকে উপস্থাপন করা হয় তাকে একমুখী সারণি বলে। একমুখী সারণির গঠন বিন্যাস সবচেয়ে সহজ । নিম্নে একমুখী সারণি তৈরি করে দেখানো হলো :

এ সারণিতে কয়েকটি শহরের লোকসংখ্যাকে প্রথমে পুরুষ ও মহিলা এ দু’ভাগে বিভক্ত করে আবার শিক্ষিত অশিক্ষিত এভাবে দু’ভাগে ভাগ করে দেখানো হয়েছে। অর্থাৎ, দু’য়ের অধিক বিষয়কে এখানে উপস্থাপন করা হয়েছে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, পরিসংখ্যানে বহুমুখী তথ্যের সমাহার ঘটে থাকে। ঐসব বহুমুখী তথ্যগুলোকে সারণিবদ্ধকরণের কেবল একটা উপায়ে উপস্থাপন করা সম্ভব নয়। তাই নানামুখী সারণি পরিসংখ্যানে ব্যবহৃত হয়ে থাকে।
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079