General Knowledge

সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা দাও।অথবা, সামষ্টিক অর্থনীতি কাকে বলে?অথবা, সামষ্টিক অর্থনীতি বলতে কি বুঝ?

সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা দাও।অথবা, সামষ্টিক অর্থনীতি কাকে বলে?অথবা, সামষ্টিক অর্থনীতি বলতে কি বুঝ?উত্তর : সামষ্টিক অর্থনীতি : সামষ্টিক শব্দটির ইংরেজী প্রতিশব্দ হল ‘Macro’। Macro শব্দটি এসেছে গ্রীক শব্দ “Makrus” থেকে। Macro শব্দের অর্থ হল বৃহৎ বা সমগ্র। কাজেই শব্দগত অর্থের দিক থেকে বলা যায় যে,অর্থনীতির যে শাখায় স্বতন্ত্র বিষয় এবং কার্যাবলিকে খন্ড খন্ড ভাবে আলোচনা না করে সামগ্রিক ভাবে আলোচনা করা হয় তাকেই সামষ্টিক অর্থনীতি বলে। বিভিন্ন অর্থনীতবিদ সামষ্টিক অর্থনীতি সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন তা নিম্নে দেওয়া হল : অধ্যাপক K.E. Boulding এর মতে, “সামষ্টিক অর্থনীতি কোন ব্যক্তির আয়ের পরিবর্তে জাতীয় আয়, কোন নির্দিষ্ট দ্রব্য মূল্যের পরিবর্তে সাধারণ মূল্যস্তর, দ্রব্যের ব্যক্তিগত উৎপাদনের পরিবর্তে জাতীয় উৎপাদন আলোচনা করে।” ও. এম. এমোস এর ভাষায়,” সামষ্টিক অর্থনীতি হচ্ছে অর্থনীতির একটি শাখা যা সমগ্র অর্থনীতি নিয়ে আলোচনা করে। অর্থনীতিবিদ জি. এ্যাকলের মতে, “সামষ্টিক অর্থনীতি বৃহদায়তন পরিবেশে অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করে। পরিশেষে বলা যায় যে, অর্থনীতির যে শাখায় একটি অর্থ ব্যবস্থার সামগ্রিক আচরণ বিশ্লেষণ করা হয় তাকে সামষ্টিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!