সমাজতান্ত্রিক নারীবাদ প্রসঙ্গে Alison Jaggar এর অভিমত কী?

অথবা, সমাজতান্ত্রিক নারীবাদ সম্পর্কে Alison Jaggar এর মতবাদ সংক্ষেপে আলোচনা কর।
অথবা, সমাজতান্ত্রিক নারীবাদ প্রসঙ্গে Alison Jaggar এর অভিমত সম্পর্কে তুমি কী জান? সংক্ষেপে লিখ।
অথবা, Alison Jaggar এর মতে, সমাজতান্ত্রিক নারীবাদ কী?
অথবা, Alison Jaggar এর সমাজতান্ত্রিক নারীবাদ সংক্ষেপে ব্যাখ্যা কর।
উত্তরা৷ ভূমিকা :
এলিসন জাগার এমন একজন সমাজতান্ত্রিক নারীবাদী যিনি বিছিন্নতাবোধকে নারীর সকল সমস্যার কারণরূপে উল্লেখ করেন। তিনি তাঁর বিখ্যাত “Feminist Politics and Human Nature” গ্রন্থে এ সম্পর্কে তাঁর চিন্তাধারা উপস্থাপন করেন।
এলিসন জাগার এর অভিমত : এলিসন বলেন, উদারপন্থি নারীবাদীরা বিশ্বাস করেন যে, অন্যায় বৈষম্য ভোগ করে নারী নির্যাতিত হয়। সনাতন মার্কসবাদীরা বিশ্বাস করেন যে, গণ উৎপাদন থেকে নির্বাসিত হলে নারী নির্যাতিত হয়। মুখ্যত নারীর যৌন ও প্রজনন সামর্থ্যের উপর বিশ্বজোড়া পুরুষ নিয়ন্ত্রণকে র‍্যাডিক্যাল নারীবাদীরা নারীনির্যাতনের কারণ বলে দেখেন। অপরপক্ষে, সমাজতান্ত্রিক নারীবাদীরা মার্কসীয় বিচ্ছিন্নতা মতবাদের সংশোধিত সংস্করণের আলোকে নারীনির্যাতনকে চিহ্নিত করেন। এলিসন তাঁর গ্রন্থে শ্রেণির পরিবর্তে বিচ্ছিন্নতা ধারণাটিকে মূল ধারণারূপে ব্যবহার করেন এবং মার্কসীয় বিচ্ছিন্নতা তত্ত্বকে নারীবাদের বিশ্লেষণে প্রয়োগ করেন। মার্কসীয় তত্ত্বে বিচ্ছিন্নতা বলতে বুঝায় “যদি আমরা আমাদের জীবনকে অর্থহীন মনে করি কিংবা নিজেদের অযোগ্য মনে করি।” মার্কসীয় তত্ত্বে পুঁজিবাদী উৎপাদন সম্পর্কে যারা প্রত্যক্ষভাবে সম্পৃক্ত হন, তারাই বিছিন্নতাবোধে ভোগে। তাই এলিসন বলেন, পুঁজিবাদী উৎপাদন সম্পর্কে গোটা ব্যবস্থা থেকে শ্রমিক শ্রেণি যেমন বিচ্ছিন্ন হয়, তেমনি নারীরাও জেন্ডার নির্ধারিত পদ্ধতিতে ঐসব প্রক্রিয়া ও ব্যক্তি থেকে বিচ্ছিন্ন হয়। সেগুলো

পূর্ণ ব্যক্তি হিসেবে বিকাশের জন্য তাদের আবশ্যক।
উপসংহার : আলোচনার শেষে বলা যায়, বিশ্বের উদারনৈতিক গণতান্ত্রিক দেশে নারী সমস্যার সমাধান হয়নি সত্য তবে সমাজতান্ত্রিক দেশেও এ সমস্যা বিদ্যমান। সমাজতান্ত্রিক দেশগুলোতে ধনতান্ত্রিক দেশগুলোর অনুরূপ নারীকে গৃহে ও বাইরে উভয় স্থলেই সমান কাজ করতে হচ্ছে।

https://topsuggestionbd.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%93-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%90%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%93/