যোগান সুচি ও যোগান রেখার মধ্যে পার্থক্য নির্দেশ কর।

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, যোগান সুচি ও যোগান রেখার মধ্যে তুলনা কর।

উত্তর: এ যোগান সূচি ও যোগান রেখা উভয়ই যোগান বিধিকে প্রকাশ করে। তাই তাদের মধ্যে মৌলিক পার্থক্য নেই। তবে যোগান সূচি যোগান রেখা পদ্ধতিগতভাবে এরা পৃথক। উভয়ের মধ্যে পার্থক্যগুলো নিম্নেদেওয়া হল-

১. সংজ্ঞাঃ কোন নির্দিষ্ট সময় বিভিন্ন দামে বিক্রেতা একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ বিক্রয় করে তা যে তালিকার সাহায্যে প্রকাশ করা হয় তাকে যোগান সূচি বলে। পক্ষান্তরে, কোন নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে বিক্রেতা একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ বিক্রয় করে তা যে রেখার সাহায্যে প্রকাশ করা হয় তাকে যোগান রেখা বলে।

২. পদ্ধতি: যোগান সূচি হল যোগান বিধির গাণিতিক প্রকাশ। অপরপক্ষে, যোগান রেখা হল যোগান বিধির জ্যামিতিক প্রকাশ।

২. উপস্থাপন পদ্ধতি : যোগান সূচিতে সাধারনত বাম পার্শ্বে দাম। ডানদিকে যোগানের পরিমাণ নির্দেশ করা হয়।
পক্ষন্তরে, যোগান রেখা অংকনের ক্ষেত্রে ভূমি অক্ষে যোগানের পরিমাণ লম্ব অক্ষে দাম ধরা হয়।

৪. নির্ভরশীলতাঃ যোগান সূচি যোগান রেখার উপর নির্ভরশীল নয়। পক্ষান্তরে, যোগান রেখা যোগান সূচির উপর নির্ভর করে

৫. উৎপাদনকারীর আচরণ বিশেষণ: যোগান সূচি উৎপাদনকারীর আচরণ পূর্ণাঙ্গভাবে প্রকাশ করে। পক্ষান্তরে যোগান রেখার সাহায্যে উৎপাদনকারীর আচরণ স্পষ্টভাবে প্রকাশ করা যায়।

উপরোক্ত পার্থক্যগুলো যোগান সূচি ও যোগান রেখাতে দেখা যায়। একই তথ্য ভিন্নভাবে উপস্থাপন করে বিভিন্ন নামে তা দেখানো হয়।