বাংলাদেশে শ্রমিক অসন্তোষ দূরীকরণের উপায়গুলো লিখ ।

অথবা, শ্রমিক অসন্তোষ দূরীকরণের ৫টি উপায় লিখ।
অথবা, বাংলাদেশে শ্রমিক অসন্তোষ দূরীকরণের উপায়গুলো কী কী? ব্যাখ্যা কর।
অথবা, বাংলাদেশে শ্রমিক অসন্তোষ দূরীকরণের পন্থাসমূহ ব্যাখ্যা কর।
উত্তর৷ ভূমিকা :
শ্রম অসন্তোষ শ্রমিকদের কর্মক্ষেত্রের সাথে সম্পর্কযুক্ত বিষয়। তাতে শ্রমিকরা অর্পিত দায়িত্ব পালন না করে কর্মবিরতি ও গোলযোগ সৃষ্টি করে। কালক্রমে এ গোলযোগ উৎপাদন ক্ষেত্রে ও শিল্পকারখানায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় ও বৃহত্তর সমাজে অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রকে প্রভাবিত করে। তাই শ্রমিক অসন্তোষ দূরীকরণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বাংলাদেশে শ্রমিক অসন্তোষ দূরীকরণের উপায় : বাংলাদেশে শ্রমিক অসন্তোষ দূরীকরণ সহজসাধ্য ব্যাপার নয়। কেননা এর সাথে জড়িত রয়েছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক জটিল বিষয়। এক্ষেত্রে সম্ভাব্য যেসব ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তা হলো নিম্নরূপ :
১.শ্রমিকদের শ্রমশোষণ ও নায্য মজুরির বঞ্চনা রোধ করা।
২.কাজের অনুকূল শর্তাবলির উন্নয়ন।
৩.শ্রমিকদের চাকরির স্থায়িত্ব ও নিরাপত্তা বিধান ।
৪.মালিক ও শ্রমিকদের সমঝোতা ও সৌহার্দমূলক সম্পর্ক গড়ে তোলা।
৫.উৎপাদন ব্যবস্থাপনায় শ্রমিক অংশীদারিত্বের ব্যবস্থা করা।
৬.চিত্তবিনোদনের পর্যাপ্ত সুযোগসুবিধার ব্যবস্থা করা।
৭. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ ও বাজারের সাথে সংগতি রেখে শ্রমিকদের মজুরি দান।
৮. শিল্পক্ষেত্রে সমাজকর্মী নিয়োগ ।
৯. শ্রমিকদের সুষ্ঠু রাজনৈতিক শিক্ষার ব্যবস্থা করা।
১০. সচেতন ও দায়িত্বশীল শ্রমিক সংগঠন গড়ে তোলা।
১১.কর্মক্ষেত্রে সামঞ্জস্য স্থাপনের ব্যবস্থা করা।
১২.সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, বর্তমানে বাংলাদেশে শ্রমিক অসন্তোষ মারাত্মক আকার ধারণ করেছে। তাই এখনই শ্রমিক, মালিক ও সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/