প্ৰজনন ও জনন ক্ষমতার মধ্যে পার্থক্য লিখ।

অথবা, প্রজনন ও জনন ক্ষমতার মধ্যকার বৈসাদৃশ্যসমূহ তুলে ধর।
অথবা, প্রজনন ও জনন ক্ষমতার মধ্যকার বৈপরিত্যসমূহ বর্ণনা কর।
উত্তর৷ ভূমিকা :
প্রজনন একটি জৈবিক ও সামাজিক ঘটনা। জনসংখ্যা সম্পর্কিত তত্ত্ব আলোচনার ক্ষেত্রে প্রজনন ও জননক্ষমতা গুরুত্বপূর্ণ দুটি প্রত্যয়।
প্রজনন ও জনন ক্ষমতার মধ্যে পার্থক্য : প্রজনন ও জনন ক্ষমতা দুটি জনসংখ্যা বৃদ্ধির সাথে সম্পর্কিত বিষয়। তাদের মধ্যে সম্পর্ক থাকলেও কিছু কিছু ক্ষেত্রে সম্পষ্ট পার্থক্য বিদ্যমান। প্রজনন বাসনায় যৌন কর্মে লিপ্ত হওয়াকে প্রজনন ক্রিয়া বলে। আর সন্তান জন্মদানকে প্রজনন বলে। মোট কথা প্রজনন হলো নারী-পুরুষের প্রজননিক ক্ষমতা ও প্রজনন ক্রিয়ার ফলশ্রুতি। অন্যদিকে প্রজননিক ক্রিয়া কর্মের দ্বারা সন্তান ধারণের দৈহিক সামর্থকে জনন ক্ষমতা বলে । কোনো নারীর গর্ভে সন্তান আসা মাত্র প্রজনন হয়েছে বলে উল্লেখ করা যায়। কিন্তু পরবর্তী কোনো সময়ে সন্তান জীবিত প্রসব হলেই তবে জনন ক্ষমতা বলে উল্লেখ করা যায়।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, প্রজনন ও জনন ক্ষমতা প্রজনন ক্রিয়াকেই নির্দেশ করে। প্রজনন ও জনন ক্ষমতা নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য হলেও সকল প্রকার প্রজনন পরিমাপের ক্ষেত্রে নারীদেরকেই হয় বা ভাজক হিসেবে ব্যবহার করা হয়।