প্রাবন্ধিক মোতাহের হোসেন সম্পর্কে তোমার মতামত দাও।

উত্তর : মননশীল প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী ১৯০৩ খ্রিস্টাব্দে নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৩ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে বাংলা পাস করেন। অতঃপর মোতাহের হোসেন চৌধুরী দেশের বিভিন্ন সরকারি কলেজে কৃতিত্বের অধিকাংশ সময়টাই তিনি কুমিল্লায় কাটিয়েছেন। চল্লিশ বছর বয়সে অধ্যাপনার সাথে যুক্ত হলেও প্রথম জীবন থেকে তিনি ছিলেন মুক্তচিন্তার অধিকারী। ১৯২৬ খ্রিস্টাব্দে ঢাকায় যে ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয়, তিনি তার সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। জীবনদর্শনে তিনি ছিলেন বার্ট্রান্ড রাসেল ও ক্লাইভ বেল এর অনুসারী। কবিতা রচনায় পারদর্শী হলেও মোতাহের হোসেন মূলত প্রাবন্ধিক ছিলেন। তাঁর যুগান্ত সৃষ্টিকারী প্রবন্ধ গ্রন্থ ‘সংস্কৃতি কথা’ প্রকাশিত হয় মৃত্যুর দু’বছর পর ১৯৫৮ খ্রিস্টাব্দে। এছাড়া ‘সভ্যতা’ ও ‘সুখ’ নামে দু’খানা অনুবাদ গ্রন্থও তিনি রচনা করেছেন। ১৯৫৬ খ্রিস্টাব্দের ১৮ সেপ্টেম্বর মোতাহের হোসেন চৌধুরী বিদায় নেন পৃথিবী থেকে।