• June 1, 2023

প্রাবন্ধিক কাজী আবদুল ওদুদ সম্পর্কে তোমার মতামত দাও।প্রাবন্ধিক কাজী আবদুল ওদুদ সম্পর্কে তোমার মতামত দাও।

উত্তর : ১৮৯৪ খ্রিস্টাব্দে কাজী আবদুল ওদুদ ফরিদপুর জেলার পাংশা থানার বাঘমারা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম কাজী সৈয়দ হোসেন। শিক্ষাজীবনে কাজী আবদুল ওদুদ যথাক্রমে নরসিংদী, পাবনা ও রূপগঞ্জ স্কুলে নবম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেন। এরপর ১৯১২ খ্রিস্টাব্দে ঢাকা কলেজিয়েট স্কুলে দশম শ্রেণিতে ভর্তি হন। ১৯১৩ খ্রিস্টাব্দে এ স্কুল থেকে তিনি ম্যাট্রিক পাস করেন। ১৯১৫ ও ১৯১৭ খ্রিস্টাব্দে কাজী আবদুল ওদুদ কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে আই.এ. ও বি.এ পাস করার পর ১৯১৯ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম.এ. ডিগ্রী অর্জন করেন। পরের বছর তিনি ঢাকা ইন্টারমিডিয়েট কলেজে কর্মজীবন শুরু করেন। প্রথম জীবনে ‘মীর পরিবার’ নামক গল্পগ্রন্থ ও ‘নদীবক্ষে’ নামক উপন্যাস রচনার মধ্য দিয়ে কাজী আবদুল ওদুদের সাহিত্যিক জীবনের সূচনা হলেও যুক্তিধর্মী প্রাবন্ধিক হিসেবে তাঁর সবিশেষ খ্যাতি ছিল। ‘রবীন্দ্র কাব্য পাঠ’ ‘সমাজ ও সাহিত্য’ ‘হিন্দু মুসলমানের বিরোধ’, ‘আজকার কথা’, ‘কবিগুরু গেটে’ ‘শাশ্বত বঙ্গ’, ‘স্বাধীনতা দানের উপহার’ ‘কবিগুরু রবীন্দ্রনাথ’, ‘বাংলার জাগরণ’ প্রভৃতি প্রবন্ধ গ্রন্থ রচনা করে কাজী আবদুল ওদুদ বাংলা প্রবন্ধ সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। ১৯৭০ সালের ১৯ মে তিনি পারকিনসন্স রোগে আক্রান্ত হয়ে কলকাতায় পরলোক গমন করেন।

https://topsuggestionbd.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%86/
হ্যান্ডনোট থেকে সংগ্রহীত
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!