প্রশ্নঃ বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ কী কী ?

[ad_1]

প্রশ্নঃ বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ কী কী ?

উত্তর : বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ নিম্নরূপ :

১. বাণিজ্য শুষ্ক ,

২. মূল্য সংযোজন কর ,

৩. আয়কর ,

৪. আবগারি শুল্ক ,

৫. সম্পূরক শুল্ক ,

৬. ভূমি রাজস্ব ,

৭ . স্ট্যাম্প ( নন জুডিসিয়াল ) ,

৮. সুদ ,

৯. রেলওয়ে ,

১০. ডাক বিভাগ ,

১১. তার ও দূরালাপনি ,

১২. মাদক শুষ্ক ,

১৩ . যানবাহন কর ,

১৪. লভ্যাংশ ও মুনাফা ,

১৫. টোল ও লেভী ,

১৬. ভাড়া ও ইজারা ,

১৭. জরিমানা দণ্ড ও বাজেয়াপ্তকরণ ,

১৮. প্রশাসনিক ফি ,

১৯. অ – বাণিজ্যিক বিক্রয় ,

২০. সেবাবাবদ প্রাপ্তি ,

২১. অন্যান্য কর ও শুল্ক ।

[ad_2]