Download Our App


ডিগ্রী অনার্স মাস্টার্স পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে পেতে Whatsapp এ ম্যাসেজ করুন। Whatsapp 01979786079

ডিগ্রী অনার্স বই App এ পেতে Whatsapp এ nock করে User ID নিয়ে Login করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

প্রশ্নের উত্তর

“আমি পৃথিবীর কবি সেথা তার যত উঠে ধ্বনি আমার বাঁশির সুরে সাড়া তার জাগিবে তখনি এ স্বরসাধনায় পৌছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক।”- ব্যাখ্যা কর।

উৎস : আলোচ্য চরণ চারটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঐকতান’ শীর্ষক কবিতা থেকে চয়ন করা হয়েছে।
প্রসঙ্গ : এখানে কবি তাঁর নিজের প্রসঙ্গে বলেছেন যে, পৃথিবীর কবি হওয়ার পরও তাঁর বাঁশির সুর সর্বত্র পৌঁছল না। কবির বাণীর মধ্যে অনেক ফাঁক রয়ে গেল।
বিশ্লেষণ : কবির বাণী বিশ্বমাত্রিকতায় পৌঁছাতে চেয়েছে, কিন্তু পারেনি। তাঁর কাব্য সাধনায় অপূর্ণতা রয়ে গেছে। জীবন সায়াহ্নে এসে কবি ঐকতান কবিতার মাধ্যমে তাঁর কাব্যকীর্তির অসংকোচ ও নিরপেক্ষ বিচার করতে চেয়েছেন এবং জানিয়েছেন তাঁর সৃষ্টি অসামান্য হলেও অপূর্ণতার গ্লানি থেকে মুক্ত নয়। কবি ঐ কৃষক ও মেহনতী মানুষগুলোর দিকে সীমাহীন মমতা নিয়ে দৃষ্টিপাত করেছেন। বিশ্বসাহিত্যের সম্পদভারে আত্ম-অবগাহন এর মাধ্যমে নিজের কাব্য প্রতিভার পরিধি ব্যাপ্ত করতে চেয়েছেন কবি। কিন্তু কবির এ বিশ্বভাবনার আকাঙ্ক্ষা সমাজ সংসারে শত বাধার কারণে পূর্ণ হতে পারেনি। বিশ্ব প্রকৃতির অপরিসীম জ্ঞান কবির অন্তরালে রয়ে গেছে। তাঁর কাব্য সর্বশ্রেণির মানুষের মাঝে একাকার হতে পারেনি। কবির এ অতৃপ্তি তাঁর প্রতিভার সাথেই সঙ্গতিপূর্ণ। তিনি যে অপার কবিশক্তি ও অসীম মেধার অধিকারী ছিলেন তা আলোচ্য পঙক্তিগুলোতে প্রকাশ পেয়েছে। মন্তব্য: কবি তাঁর সুর সাধনায় সর্বত্র পৌঁছাতে পারেননি। কিন্তু সর্বত্র পৌছানোর জন্য চেষ্টা করেছেন। বহু জায়গায় তাঁর ডাক পৌঁছায়নি। অনেক ক্ষেত্রে সুর মূর্ছনায় ফাঁক রয়ে গেছে।

হ্যান্ডনোট থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!