“তোমার খ্যাতিতে তারা পায় যেন আপনারই খ্যাতি আমি বারংবার তোমারে করিব নমস্কার।”- ব্যাখ্যা কর।

উৎস : আলোচ্য অংশটুকু কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘ঐকতান’ শীর্ষক কবিতা থেকে নেয়া হয়েছে।
প্রসঙ্গ : অনাগতকালের নবীন কবিদের প্রতি কবিগুরু এ শ্রদ্ধা নিবেদন করেছেন।
বিশ্লেষণ : কবি সমাজের উচ্চাসনে বসে যা রচনা করেছেন তা বিচিত্র প্রকাশে উজ্জ্বল হলেও সর্বসাধারণের মধ্যে ব্যাপকতা লাভ করতে পারেনি। জীবনসায়াহ্নে এসে কবি তাঁর অপূর্ণতার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর বিচিত্র কাব্য কাননে সাধারণ মানুষের অন্তরের গোপন কথা, তাদের সুখ-দুঃখ আনন্দ-বেদনা প্রকাশ পায়নি। তিনি শুধু দেখেছেন, প্রবেশের সাহস পাননি। তিনি নবীন কবির প্রতীক্ষায় বসে আছেন, যে কবি হবে মাটি ও মানুষের কাছাকাছি। এ ভবিষ্যতের কবি হবে অভিজ্ঞতালব্ধ জ্ঞানসম্পন্ন। তিনি সে কবির প্রত্যাশায় বসে আছেন, যে কবি হবে মাটি ও মানুষের বন্ধু। সে কবির আগমন হলে তাঁকে তিনি বারংবার নমস্কার জানাবেন। তিনি সেই আগমনী বার্তা শোনার জন্য অপেক্ষমাণ।
মন্তব্য : এখানে কবি সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে সেই ভবিষ্যতের কবির জয়ধ্বনি শোনার জন্য অপেক্ষমাণ। সে কবিকে তিনি শ্রদ্ধাভরে নমস্কার জানাবেন।

https://topsuggestionbd.com/%e0%a6%90%e0%a6%95%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-2/