ধর্ম চায় মানুষকে পাপ থেকে, পতন থেকে রক্ষা করতে, মানুষকে বিকশিত করতে নয়।”- ব্যাখ্যা কর।

অথবা, “কালচারের উদ্দেশ্য হচ্ছে জীবনের বিকাশ, পতন ও পাপ থেকে রক্ষা নয়।”— বুঝিয়ে দাও।
উৎস :
ব্যাখ্যেয় গদ্যাংশটুকু মননশীল প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী বিরচিত ‘সংস্কৃতি কথা’ শীর্ষক প্রবন্ধ থেকে চয়ন করা হয়েছে।
প্রসঙ্গ : এখানে প্রাবন্ধিক ধর্ম কী এবং ধর্ম মানুষের জন্য কী করে এ ব্যাপারে তাঁর অভিমত ব্যক্ত করেছেন।
বিশ্লেষণ : ধর্ম বলতে আমরা বিভিন্ন আধ্যাত্মিক মতবাদ ও অনুশাসনের ধারণাকে বুঝে থাকি। এসব মতবাদ মানুষ অন্ধভাবে বিশ্বাস করে। ধর্ম মানে জীবনের নিয়ন্ত্রণ। ধর্ম ধর্মান্ধ মানুষের জীবনকে সার্বিকভাবে নিয়ন্ত্রিত করে। ধর্ম ইন্দ্রিয় সাধনার পরিপন্থী। ধর্ম মানুষকে আধ্যাত্মিক মূল্যবোধে বিভূষিত করে। ধর্মের মধ্যে বৈরাগ্যের বীজ সুপ্ত রয়েছে। ধর্ম চায় মানুষকে পাপ ও পতন থেকে রক্ষা করতে। ধর্মীয় অনুশাসন মানুষকে স্বর্গের লোভ দেখিয়ে পাপ থেকে বিরত রাখে। মানুষ এ লোভে আশা-আকাঙ্ক্ষা, চাওয়া-পাওয়াকে তুচ্ছজ্ঞান করে ধর্মের কাছে আত্মসমর্পণ করে। এর ফলে মানুষের স্বাভাবিক বিকাশের পথ রুদ্ধ হয়ে যায়। ধার্মিকেরা আল্লাহকে স্মরণ করে ইহলোকে মজাসে জীবনযাপন করতে এবং পরকালে দোজখের আযাব থেকে রক্ষা পেতে। তারা ধর্ম পালন করে স্বর্গে একটা প্রথম শ্রেণির সিট রিজার্ভ করার আগ্রহে- অন্য কোন মহৎ উদ্দেশ্যে নয়।
মন্তব্য : ধর্মীয় নিয়মকানুন মানুষকে পাপ থেকে, পতন থেকে বিরত থাকতে সাহায্য করে। কিন্তু এর ফলে মানবজীবনের স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়।

https://topsuggestionbd.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a4/