ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২০ অনুষ্ঠিত ২০২২ মার্কেটিং দ্বিতীয় পত্র (রপ্তানি আমদানি ব্যাবস্থাপনা:১১২৩০৩) রকেট স্পেশাল সাজেশন ৯০% কমন ইনশাল্লাহ।

 ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। পূর্ণরূপ লিখ- BGMEA , EPB , BEGMA, FBCCI., FOB, FBCCI, GSP, DCCI, MCCI, TCB, MNS, CFP, COD, WTO, UNTACD, MFN,FDBP, TIN, BEPAZ, SAARC, APEC, 

২। সুযোগ ব্যয় কাকে বলে ?  

উঃ কোন দ্রব্যের এক একক প্রান্তির জন্য অন্য দ্রব্যের যত একক ত্যাগ করতে হয় তাকে সুযোগ ব্যয় বলে । 

৩। EPZ কী ? 

উঃ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ( ইপিজেড ) হলো এমন একটি অঞ্চল বা অর্থনৈতিক সুবিধাদি পরিবেষ্টিত স্থান যেখানে বিনা শুল্কে এবং অথবা শুল্ক কর্মীদের ন্যূনতম হস্তক্ষেপে পণ্যদ্রব্য আমদানি , প্রস্তুত এবং পুনঃজাহাজিকরণ করা হয় । 

৪। বাণিজ্য ভারসাম্য কী ?

উঃ একটি দেশের দৃশ্যমান দ্রব্যের আমদানী ও রপ্তানি মূল্যের পার্থক্যকে বাণিজ্যের ভারসাম্য বলে । 

৫। অবমূল্যায়ন কী ? 

উঃ সরকার যখন বৈদেশিক মুদ্রা অথবা স্বর্ণের তুলনায় দেশীয় মুদ্রার বিনিময় মূল্য কমিয়ে দেয় তখন তাকে মুদ্রার অবমূল্যায়ন বলে । 

৬। ব্যবস্থাপনা চুক্তি কী ? 

উঃ উৎপাদান প্রক্রিয়া এবং ব্যবস্থাপনাগত সুবিধা প্রদান করে মূলধন , বাজার সম্পর্কিত জ্ঞান এবং কর্মীবাহীনী সংগ্রহের মাধ্যমে চুক্তির ভিত্তিতে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করলে তাকে ব্যবস্থাপনা চুক্তি বলে । 

৭। প্রত্যক্ষ রপ্তানি কী ?  

উঃ কোন দেশের পণ্যসামগ্রী তার নির্ধারিত ভৌগোলিক অঞ্চল অতিক্রম করে অপর দেশে সরাসরি বিক্রয় করাকে প্রত্যক্ষ রপ্তানি বলে । 

৮। মৌসুমী বাট্রা কী ? 

উঃ উৎপাদন মৌসুম ছাড়া অন্য সময়ে পণ্য ক্রয়কারী ক্রেতাদের উদ্দেশ্যে যে বাট্টা প্রদান করা হয় তাকে মৌসুমী বাট্রা বলে ।

৯। প্রোফর্মা চালান কাকে বলে ? 

উঃ ফরমায়েশ প্রাপ্তির পর রপ্তানিকারক ফরমায়েশকৃত মালের বিবরণ চালান পত্রের মতই যে বিবরণ আমাদানিকারকের নিকট প্রেরণ করে , তাকে প্রোফর্মা ইনভয়েস বলে । 

১০। লেনদেন ভারসাম্য কী ? 

উঃ কোন নির্দিষ্ট সময়ে একটি দেশের আমদানি – রপ্তানি ও অন্যান্য অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত মোট পাওনা ও দেনার ধারাবাহিক ও সংঘটিত হিসাবকে লেনদেন ভারসাম্য বলে । 

১১। লাইসেন্সিং কি? 

উঃ কোন কোম্পানি সুনির্দিষ্ট অঞ্চলে পণ্য বা সেবা বাজারজাত করার অধিকার চুক্তির মাধ্যমে প্রদান করা হলে তাকে লাইসেন্সিং বলে । 

১২। কোটা কী ? 

উঃ কোনো নির্দিষ্ট সময় কি পরিমান পণ্য বস্তুগত বা মূল্যগত অর্থে রপ্তানি বা আমদানি করা যাবে তা নিরূপণের পদ্ধতিকে কোটা বলে । 

১৩। ব্যাক টু ব্যাক ঋণপত্র কী ? 

উঃ রপ্তানিকারকের মূল ঋণপত্রের ভিত্তিতে ব্যাংক উত্তর : পরবর্তীতে ঋণপত্র খুলে থাকে । সেক্ষেত্রে ব্যাংক কর্তৃক সৃষ্ট দ্বিতীয় ঋণপত্রকে ব্যক – টু – ব্যাক ঋণপত্র বলে ।

১৪। জি . এস . পি বলতে কী বুঝ ?

উঃ GSP- এর পূর্ণনাম হলো : ( Generalized system বৈদেশিক বাণিজ্যে পণ্য বা সেবা রপ্তানির ক্ষেত্রে যে শুল্ক কোটার ভিত্তিতে সুবিধা পাওয়া যায় of preferences ) তাকে GSP বলে । 

১৫। টি . আই . এন কি?

উঃ সরকারকে আয়কর প্রদানের লক্ষ্যে সরকারের খাতায় প্রতিষ্ঠানের নামে আয়কর দাখিলার নম্বরকে TIN বলে ।

১৬। নস্ট্রো একাউন্ট ও ভস্ট্রো একাউন্ট কী ?

উঃ নন্ট্রো একাউন্টঃ এক দেশের ব্যাংক অন্যদেশে বিদেশি মুদ্রায় হিসাব রাখলে তাকে নস্ট্রো একাউন্ট বলে । যেমন বাংলাদেশে ব্যাংক যদি ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ব্যাংক রুপির ভিত্তিতে অর্থ জমা রাখে তাহলে বাংলাদেশ ব্যাংক তার হিসাবপত্রে নট্রো একাউন্ট হিসেবে উল্লেখ করবে ।

ভট্টো একাউন্টঃ এক দেশের ব্যাংক নিজের দেশের মুদ্রায় বিদেশি কোনো ব্যাংকে অর্থ জমা রাখে তাহলে প্রথমোক্ত ব্যাংক তার একাউন্টকে ভট্টো একাউন্ট হিসেবে উল্লেখ করবে । যেমন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম ব্যাংক যদি বাংলাদেশে মার্কিন ডলারের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংককে অর্থ জমা রাখে । তাহলে সেটি সেটি ভট্টো একাউন্ট হিসেবে বিবেচিত হবে ।

১৭। কনসোর্টিয়া কি ? 

উঃ যখন বেশী পরিমাণে অংশীদার একত্র হয়ে যৌথ উদ্যোগের মাধ্যমে বাণিজ্যিক সংঘ গড়ে তোলে ও বিনিয়োগ করে তখন তাকে কনসোটিয়া বলে ।

১৮। ডাম্পিং কী ?

উঃ কোনো দেশ অন্য দেশে নিজের পণ্য যখন অপরাপর প্রতিযোগীর তুলনায় কম মূল্যে বিক্রয়ের চেষ্টা করে তখন তাকে Dumping বলে ।

১৯। বাণিজ্যিক বিধি – নিষেধ কি ? 

উঃ একটি দেশের কর , শুল্ক , কোটা ও অন্যান্য শুল্ক বিহীন বিধি – নিষেধকে এক কথায় বাণিজ্যিক বিধি – নিষেধ বলে । 

২০। বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহৎ বাজার কোনোটি ? 

উঃ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের বৃহত্তম রপ্তানি বাজার । 

২১। লিম কি ? 

উঃ আমদানি পণ্যের বিপরীতে আমদানিকারক স্বল্পমেয়াদে যা এক মাসের মধ্যে পরিশোধ করতে হয় , এরূপ প্রাপ্ত সুবিধাকে লিম বলে । 

২২। এডভাইজিং ব্যাংক কাকে বলে ? 

উঃ আমদানিকারকের মনোনীত ব্যাংক রপ্তানিকারকের দেশে অবস্থিত যে ব্যাংকের বরাবর প্রত্যয়পত্র ইস্যু করে তাকে এডভাইজিং ব্যাংক বলে।

২৩। কোনো ধরনের দেশসমূহ জি . এস . পি সুবিধা প্রদান করে ?

উঃ উন্নত দেশসমূহ জি . এস . পি . সুবিধা প্রদান করে ।

২৪। মেধাজাত সম্পদ কী ?

উঃ যে সকল সম্পদ মানুষ তার মেধা খাটিয়ে অর্জন করে তাকে মেধাজাত সম্পদ বলে ।

২৫। পরোক্ষ রপ্তানি কাকে বলে ?

উঃ রপ্তানি বাণিজ্যে উৎপাদনকারী প্রতিষ্ঠানের বাইরে অথবা প্রত্যক্ষ রপ্তানি ব্যতীত যে সকল রপ্তানিমুখী প্রতিষ্ঠান বা ফার্ম মধ্যস্থব্যবসায়ী হিসেবে কার্যসম্পাদন করে তাকে পরোক্ষ রপ্তানি বলে ।

২৬। শুল্ক সংঘ কী ? 

উঃ শুল্ক সংঘ একটি আঞ্চলিক পদ্ধতি যেখানে সংঘের সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বাধা নেই অথচ বাইরের অর্ন্য কোনো দেশের সাথে বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যেক সদস্য একই শুল্ক আরোপ করে ।

২৭। বিশ্বায়ন কাকে বলে ? 

উঃ বিশ্বায়নের মূলকথা হলো অবাধ বাণিজ্য নীতি বা কৌশল অবলম্বন । অর্থাৎ , একদেশের বাণিজ্য অপর দেশের বাণিজ্যের সম্পৃক্ত হবার , অথবা বাণিজ্যের ক্ষেত্রে কোনো রকম বিধি – নিষেধ আরোপিত না হবার যে প্রক্রিয়া সেটিই হচ্ছে বিশ্বায়ন ।

২৮। উলম্ব বাণিজ্য মেলা কী ? 

উঃ যে মেলায় ক্রেতা ও বিক্রেতার স্বার্থকে আলোকপাত করা হয় তাই হলো উলম্ব বাণিজ্য মেলা । 

২৯। রপ্তানি কী ?

উঃ রপ্তানি হলো এক দেশে তৈরি পণ্য অন্য দেশে বিক্রয় করা । 

৩০। বাণিজ্য হার কী ? 

উঃ বাণিজ্য হার বলতে আমদানি ও রপ্তানি পণ্যের বিনিময় হারকে বুঝায় । অন্যভাবে বলা যায় , কোন দেশের দ্রব্য সামগ্রী অপর দেশের দ্রব্য সামগ্রীর সঙ্গে যে হারে বিনিময় করা হয় তাকে বাণিজ্য শর্ত বা বাণিজ্য হার বলে । 

৩১। মুদ্রাস্ফীতি কী ? 

উঃ অর্থনীতিবিদ ক্রাউথারের মতে , “ মুদ্রাস্ফীতি এমন এক পরিস্থিতি যখন অর্থের মূল্য ক্রমেই কমে , অর্থাৎ দ্রব্যমূল্য ক্রমেই বাড়ে । ”

৩২। বাণিজ্য চক্র কী ? 

উঃ সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমের উত্থান – পতন নিয়ে যে চক্র আবর্তিত হয় তা মূলত ব্যবসায় – প্রতিষ্ঠানে কার্যক্রমকে প্রভাবিত করে তাকে বাণিজ্য চক্র বলে । 

৩৩। আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব কী ? 

উঃ আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব বলতে কোনো দেশের সীমানা পেরিয়ে পণ্যসামগ্রীর বিনিময়কে বুঝায় । আরও স্পষ্ট করে বলতে গেলে , আন্তর্জাতিক বাণিজ্য হলো বিশ্বের বিভিন্ন স্বাধীন ও সার্বভৌমত্বের অধিকারী দেশের মধ্যে পণ্য ও সেবার আদান – প্রদান বা বিনিময় কার্যক্রম। 

৩৪। রপ্তানি অর্থায়ন কী ? 

উঃ নির্দিষ্ট সময়ে রপ্তানি ব্যবসায় সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় কাণ্ড সংগ্রহ করতে হয় তাকেই রপ্তানি অর্থায়ন বলে । 

৩৫। প্যাকিং ঋণ কী ? : 

উঃ একজন রপ্তানিকারক রেলওয়ে রসিদ , স্টিমার অথবা বন্দরে মালামাল প্রেরণের প্রমাণস্বরূপ বিশেষ রসিদের বিপরীতে যে ঋণ গ্রহণ করে তাকে প্যাকিং ঋণ বলে । 

৩৬। রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কী ? 

উঃ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ( ইপিজেড ) হলো এমন একটি অঞ্চল বা অর্থনৈতিক সুবিধাদি পরিবেষ্টিত স্থান যেখানে বিনা শুল্কে এবং / অথবা শুল্ক কর্মীদের ন্যূনতম হস্তক্ষেপে পণ্যদ্রব্য আমদানি , প্রস্তুত এবং পুনঃজাহাজিকরণ করা হয় ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। রপ্তানি অর্থসংস্থানের ধরন আলোচনা কর । ১০০%

২। অনুন্নত দেশে বাণিজ্য হারের প্রতিকূলতার কারণ আলোচনা কর । ১০০%

৩। আমদানি ব্যবস্থাপনা ও  রপ্তানি ব্যবস্থাপনা কী ? আমদানি ব্যবস্থাপনা ও রপ্তানি ব্যবস্থাপনার  মধ্যে পার্থক্য দেখাও । ১০০%

৪। বাণিজ্যের ভারসাম্য ও লেনদেনের ভারসাম্যের মধ্যেকার পার্থক্য দেখাও। ১০০%

৫। রপ্তানি মূল্য নির্ধারণের গুরুত্ব আলোচনা কর । ১০০%

৬। ব্যাক – টু – ব্যাক এল.সি বলতে কী বুঝায় ? ১০০%

৭। অদৃশ্যমান রপ্তানি ও আমদানি কী ? ১০০%

৮। আমদানি ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর । ১০০%

৯। স্থির সুযোগ ব্যয় তত্ত্বটি সংক্ষেপে আলোচনা কর । ১০০%

লেনদেন ভারসাম্যে ভারসাম্যহীনতার কারণসমূহ বর্ণনা কর । ১০০%

১০। বাংলাদেশের পোশাক শিল্পের সমস্যাগুলো আলোচনা কর । ১০০%

১১। জাহাজীকরণপূর্ব রপ্তানি ঋণের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর । ৯৯%

১২। সম্ভবনাময় বাজার চিহ্নিতকরণের বিবেচ্য বিষয়গুলো কী কী ? ৯৯%

১৩। অনুকূল বাণিজ্য হার কি সর্বদা একটি দেশের জন্য মঙ্গলজনক হয় ?৯৯%

১৪। ৪। রপ্তানি মূল্য নির্ধারণের উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা কর। রপ্তানি ব্যয় নির্ধারণের গুরুত্ব ব্যাখ্যা কর । ৯৯%

১৫। বাংলাদেশের প্রচলিত ও অপ্রচলিত পণ্যের একটি তালিকা দাও । ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। ডেভিড রিকার্ডোর তুলনামূলক ব্যয় তত্ত্বটি আলোচনা কর । ১০০%

২। আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বটি ব্যাখ্যা কর । ১০০%

৩। রপ্তানি বাজারে প্রবেশের ধরন ও অর্থায়নের বিভিন্ন ধরন বর্ণনা কর । ১০০%

৪। রপ্তানি মূল্য নির্ধারণের পদ্ধতিগুলো ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যাবলি  বর্ণনা কর। ১০০%

৫। আমদানি ব্যবস্থাপনার কার্যাবলি আলোচনা কর । ১০০%

৬। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের বৈশিষ্ট্য আলোচনা কর । ১০০%

৭। রপ্তানি মূল্য নির্ধারণের কৌশলসমূহ ও রপ্তানি দলিলপত্রের প্রকারভেদ আলোচনা কর । ১০০%

৮। বিশ্বব্যাপী রপ্তানি বাজারজাতকরণ পরিবেশ আলোচনা কর । ১০০%

৯। বিভিন্ন প্রকার প্রত্যয়পত্র আলোচনা কর । ১০০%

১০। প্রতিকূল লেনদেনের ভারসাম্য দূরীকরণের উপায়গুলো আলোচনা কর । ১০০%

১১। রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা বলতে কি বুঝ ?  বাংলাদেশের রপ্তানি উন্নয়নে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার ভূমিকার বর্ণনা দাও । ৯৯%

১২। “ যথাযথ বাজার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ সম্ভাব্য বাজার অনুসন্ধানের প্রাথমিক কাজ হিসেবে বিবেচিত ” —ব্যাখ্যা কর । ৯৯%

১৩। প্রত্যয় পত্র কী ? প্রত্যয় পত্র খোলার ধাপসমূহ বর্ণনা দাও । 

১৪। বাণিজ্য হার নির্ধারণের পদ্ধতিগুলো আলোচনা কর । ৯৯%

১৫। আমদানিকৃত পণ্য বন্দর থেকে খালাস করার ধাপসমূহ আলোচনা কর । ৯৯%