
ডিগ্রী অনার্স মাস্টার্স পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে পেতে Whatsapp এ ম্যাসেজ করুন। Whatsapp 01979786079
ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২০ অনুষ্ঠিত ২০২২ উদ্ভিদ বিজ্ঞান দ্বিতীয় পত্র (বিষয় কোড: ১১৩০০৩) রকেট স্পেশাল সাজেশন ৯০% কমন ইনশাল্লাহ।
admin
- 0
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। রাইজোফোর কী ?
উঃ Selaginella- র শাখা বৃত্তের অগ্র অংশের নিজ হতে পত্রহীন , দীর্ঘ ও সিন্ড্রিক্যাল একটি অঙ্গ বের হয় যাকে রাইজোফোর বলে।
২। একটি জলজ ব্রায়োফাইটার বৈজ্ঞানিক নাম লিখ।
উঃ Riccia fluitans.
৩। কোরালয়েড মূল কী ?
উঃ Cycas এর তরুণ মূলে Nostoc , Anabaena নামক শৈবাল অবস্থান করে কোরালের ন্যায় আকৃতির মূল সৃষ্টি করে যাকে কোরালয়েড মূল বলা হয়।
৪। সংক্রামক রোগ কী ?
উঃ যে রোগে সহজেই এক উদ্ভিদ থেকে অন্য উদ্ভিদে জীবিত প্যাথোজেনের মাধ্যমে সংক্রমিত হয় , তাকে সংক্রামক রোগ বলা হয়।
৫। জিমনোস্পার্ম কী ?
উঃ যেসকল উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না । ফল হয় না বলে বীজগুলো নগ্ন অবস্থায় থাকে সেসব উদ্ভিদকে জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী বা নগ্নবীজী উদ্ভিদ বলে।
৬। ব্যক্তবীজী উদ্ভিদ কি ?
উঃ যেসকল উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না । ফল হয় না বলে বীজগুলো নগ্ন অবস্থায় থাকে সেসব উদ্ভিদকে ব্যক্তজীবী বা নগ্নবীজী উদ্ভিদ বলে।
৭। কোণ কী ?
উঃ Gymnosperm বা ব্যক্তবীজী এর পুং ও স্ত্রী স্ট্রোবিলাসেকে কোণ বলে।
৮। প্রোটোনেমা কী ?
উঃ লিঙ্গধর উদ্ভিদের প্রাথমিক পর্যায়কে প্রোটোনেমা বলা হয়।
৯। আলুর বিলম্বিত ধ্বসা রোগের জীবাণুর নাম লিখ ।
উঃ Phytophthora infestans নামক ছত্রাক দ্বারা।
১০। অ্যাপোম্পোরি বলতে কী বুঝ?
উঃ স্পোরফাইটিক উদ্ভিদের যেকোনো অঙ্গজ কোষ হতে যখন সরাসরি গ্যামেটোফাইটিক দেহের বিকাশ ঘটে তখন সে প্রক্রিয়াকে অ্যাপোস্পোরি বলে।
১১। জিমনোস্পার্মের একটি উন্নত বৈশিষ্ট্য লিখ।
উঃ এদের পাতা চওড়া , সরল , পূর্ণজালিকা শিরাবিন্যাসযুক্ত।
১২। ক্যালিপট্টা কী ?
উঃ ক্যাপসিউলের উপরের আবরণকে ক্যালিপট্টা বলে।
১৩। সঙ্গনিরোধ কী ?
উঃ একদেশ থেকে অন্য দেশে উদ্ভিদ রোগ অজ্ঞতাসারে যাতে ঢুকে ও ছড়িয়ে পড়তে না পারে তা আইনগত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাকে উদ্ভিদ সঙ্গনিরোধ বলে।
১৪। রোগের অনুপ্রবেশ বলতে কী বুঝ ?
উঃ প্যাথোজেলের কোনো আক্রমণ একক পোষকদেহের সংস্পর্শে আসার পর অঙ্কুরোদগম ও প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে পোষক দেহে ঢুকে পড়াকে পেনিট্রেশন ( Penetration ) বলে।
১৫। পিট সৃষ্টিকারী মসের নাম লিখ ।
উঃ Sphagnum.
১৬। সোরাস কী?
উঃ অনেকগুলো স্পোরাঞ্জিয়ার গুচ্ছকে সোরাস বলে । অর্থাৎ একগুচ্ছ রেণুথলিকে সোরাস বলে । যেমন- Christella.
১৭। উদ্ভিদ রোগ কী ?
উঃ উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের রোগ এবং এর কারণ , বৃদ্ধি , লক্ষণ , নিদান প্রভৃতি সম্পর্কে আলোচনা করাকে রোগ বা উদ্ভিদ রোগতত্ত্ব বলা হয়।
১৮। বাংলাদেশে প্রাপ্ত গিমা কাপযুক্ত একটি গণের নাম লিখ ।
উঃ Marchantia.
১৯। স্ট্রোবিলাস কাকে বলে ?
উঃ স্পোরোফিলের বায়বীয় শাখার শীর্ষে স্পোর উৎপন্ন হয় এবং এই স্পোর পুঞ্জীভূত হয়ে যে অঙ্গ গঠন করে তাকে স্ট্রোবিলাস ( Strobillus ) বলে।
২০। প্যাথোজেনেসিটি কী?
উঃ প্যাথোজেন কর্তৃক রোগ সৃষ্টি করার ক্ষমতাকে প্যাথোজেনসিটি ( Pathogencity ) বলা হয়।
২১। ইনোকুলাম কী ?
উঃ প্যাথজেনের যে সকল অঙ্গ রোগ সৃষ্টি করতে সক্ষম তাকে ইনোকুলাম বলা হয়।
২২। প্রোটোনেমা কী?
উঃ লিঙ্গধর উদ্ভিদের প্রাথমিক পর্যায়কে প্রোটোনেমা বলা হয়।
২৩। অসমরেণুপ্রসূতা বা হেটেরোস্পোরি কি?
উঃ একই উদ্ভিদে দুই ধরনের স্পোর উৎপন্ন হবার পদ্ধতিকে হেটেরোস্পোরি বা অসমরেণুপ্রসূতা বলে।
২৪। স্পোরোকার্প কি ?
উঃ Marsilea- র পত্রবৃন্তের নিচে বা পত্রমূলের সন্নিকটে দীর্ঘ খাটো বৃন্তযুক্ত এককভাবে বা একান্তরভাবে উৎপন্ন ডিম্বাকার বা নাট সদৃশ্য আকৃতির অঙ্গকে স্পোরোকার্প বলে।
২৫। অসংক্রামক রোগ বলতে কি বুঝ ?
উঃ প্যাথোজেনের পোষক দেহে অনুপ্রবেশের পর জীবনচক্র শুরু না করার প্রক্রিয়াকে অসংক্রামক রোগ বলে।
২৬। গৌণ ইনোকুলাম ( Secondary Inoculum ) কি ?
উঃ পোষক দেহের সংস্পর্শে এসে প্যাথেজেনের রোগ সৃষ্টির প্রক্রিয়াকে গৌণ ইনোকুলাম বলে।
২৭। অ্যাম্বার কি ?
উঃ কণিফার জাতীয় উদ্ভিদ নিঃসৃত রেজিনে কীটপতঙ্গ বা উদ্ভিদের অংশ বিশেষ পতিত হলে বহু বছরের ব্যবধানে তা যে বিশেষ ধরনের জীবাশ্ম গঠন করে তাকে অ্যাম্বার বলে।
২৮। Gnetum এর আবৃতবীজী উদ্ভিদের একটি বৈশিষ্ট্য লিখ।
উঃ Gnetum -এর ফ্লোয়েমে সিভনল নেই।
২৯। সংক্রামক রোগ কি ?
উঃ যে রোগে সহজেই এক উদ্ভিদ থেকে অন্য উদ্ভিদে জীবিত প্যাথোজেনের মাধ্যমে সংক্রমিত হয় , তাকে সংক্রামক রোগ বলা হয়।
৩০। সুপ্তাবস্থা কি ?
উঃ ইনোকুলামের পোষকদের সংস্পর্শের পর থেকে রোগের লক্ষণ প্রকাশ পাবার পূর্ব পর্যন্ত সময়কে সুপ্তাবস্থা বা সুপ্তিকাল ( Incubation Period ) বলে।
৩১। পাটের কাণ্ড পচা রোগের জীবাণুর নাম লিখ।
উঃ পাটের কাণ্ড পচা রোগের জীবাণুর নাম হলো Macrophomina phaseolina.
৩২। স্পাইক কি ?
উঃ স্পোরাঞ্জিয়া উৎপাদনকারী বিশেষ ধরনের অঙ্গকে স্পাইক বলা হয়।
৩৩। অ্যাপোগামি কি?
উঃ লিঙ্গধর উদ্ভিদ থেকে গ্যামেটের মিলন ছাড়াই অঙ্গজ জননের ফলে রেণুধর উদ্ভিদের উৎপত্তিকে অ্যাপোগ্যামি বলে।
৩৪। কলুমেলার সংজ্ঞা দাও।
উঃ ব্রায়োফাইটার ক্যাপসিউলের কেন্দ্রে বন্যা কলার স্ত রকে কলুমেলা বলা হয়।
৩৫। একটি মরুজ ব্রায়োফাইটার বৈজ্ঞানিক নাম লিখ ।
উঃ Toulala desertorum.
৩৬। বীজ স্বভাব কী ?
উঃ একই উদ্ভিদে দুই ধরনের স্পোর উৎপন্ন হওয়া পদ্ধতিকে হেটেরোস্পোরি বা অসমরেণুপ্রসূতা বা বীজ স্বভাব বলে।
৩৭। স্পোরোকার্পের সংজ্ঞা দাও ।
উঃ Marsilea র পত্রবৃন্তের নিচে বা পত্রমূলের সন্নিকটে দীর্ঘ খাটো বৃন্তযুক্ত এককভাবে বা একান্ত ভাবে উৎপন্ন ডিম্বাকার বা নাট সদৃশ্য আকৃতির অঙ্গকে স্পোরোকার্প বলে।
৩৮। ট্যাপেটাম কী ?
উঃ স্পোরোজিনাস কলাকে ঘিরে স্পোরাঞ্জিয়াম প্রাচীরের নিচে যে পুষ্টিদায়ক কলার স্তর থাকে তাকে ট্যাপেটাম বলে।
৩৯। এন্ডেমিক রোগের সংজ্ঞা দাও ।
উঃ যে সমস্ত রোগ কোনো নির্দিষ্ট অঞ্চলে দেখা যায় তাকে এন্ডেমিক রোগ ( Endemic disease ) বলে । যেমন আলুর অবুর্দ , ধানের উফারা।
৪০। পূর্ণরূপ লিখ- MLO.
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। আধুনিক কৃষিতে উদ্ভিদ রোগের গুরুত্ব আলোচনা কর । ১০০%
২। Marsilea- এর স্পোরোকার্পের বর্ণনা দাও। ১০০%
৩। প্যারাসাইটিজম ও প্যাথোজেনেসিটির মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৪। টেরিডোফাইটা বলতে কি বুঝ ? ১০০%
৫। Cycas- এর পুং – স্ট্রোবিলাস সম্পর্কে বর্ণনা কর। ১০০%
৬। ইনোকুলেশন কী ? ছত্রাক পরজীবীর ইনোকুলেশনের বর্ণনা দাও। ১০০%
৭। Anthoceros- এর জৈবিক গুরুত্ব আলোচনা কর। ১০০%
৮। উদাহরণসহ Anthocerotopsida শ্রেণির বৈশিষ্ট্য লিখ। ১০০%
৯। উচ্চতর অপুষ্পক উদ্ভিদের গ্যামোটোফাইটিক ও স্পোরোফাইটিক জনুর মধ্যে পার্থক্য লিখ। ১০০%
১০। ইনোকুলেশন কী ? ছত্রাক পরজীবীর ইনোকুলেশনের বর্ণনা দাও। ১০০%
১১। প্যারাসাইটিজম ও প্যাথোজেনেসিটির মধ্যে পার্থক্য লিখ। ১০০%
১২। Sphagnum- এর পরিবেশতাত্ত্বিক গুরুত্ব লিখ। ৯৯%
১৩। ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১৪। Selaginella- এর স্পোরোফাইটের বাহ্যিক গঠন চিত্রসহ বর্ণনা কর। ৯৯%
১৫। Bryopsida -এর মুখ্য বৈশিষ্ট্যাবলি লিখ। ৯৯%
১৬। উদ্ভিদ রোগতত্ত্বের পরিসর বর্ণনা কর। ৯৯%
১৭। Anthocems- এর উন্নত বৈশিষ্ট্য লিখ। ৯৯%
১৮। সংক্রামক ও অসংক্রামক রোগের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১৯। গমের কাণ্ড মরিচা রোগের সংক্ষিপ্ত বর্ণনা দাও। ৯৯%
২০। প্রাথমিক ও গৌণ ইনোকুলামের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) Hepaticopsida ও Bryopsida শ্রেণির মধ্যে পার্থক্য লিখ । ১০০%
(খ) উদ্ভিদজগতের কোন গ্রুপকে উভচর বলা হয় এবং কেন ? ১০০%
(গ) উদাহরণসহ উদ্ভিদ রোগের শ্রেণিবিন্যাস কর । ১০০%
২। (ক) নগ্নবীজী উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা কর । ১০০%
(খ) Gnetnum- এর মেগাস্পোরোফিল ও মাইক্রোস্পোরোফিলের মধ্যে পার্থক্য লিখ । ১০০%
৩। (ক) Psilopsida- এর বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর । ১০০%
(খ) Pellia- এর প্রধান বৈশিষ্ট্যসমূহ লিখ । ১০০%
৪। (ক) Marchantia- এর স্পোরোফাইটের চিত্র সহ বর্ণনা দাও । ১০০%
(খ) Marchantia ও Pellia- এর মধ্যে পার্থক্য লিখ । ১০০%
৫। (ক) ব্রায়োফাইটার দৈহিক গঠনের পরিসর চিত্রসহ বর্ণনা কর । রোগ সংঘটন প্রক্রিয়ার ধাপসমূহের চিত্রসহ বর্ণনা দাও । ১০০%
(খ) রোগ সংঘটন প্রক্রিয়ার ধাপসমূহের চিত্রসহ বর্ণনা দাও । ১০০%
৬। (ক) উদাহরণসহ নগ্নজীবী উদ্ভিদের আধুনিক শ্রেণিবিন্যাস বর্ণনা কর । ১০০%
(খ) উদ্ভিদ পরজীবীর বিস্তার আলোচনা কর। ১০০%
৭। (ক) Anthoceros ক্যাপসুলের গঠনের সচিত্র বর্ণনা দাও । ১০০%
(খ) Lycopodium -এর কোণের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র আঁক । ১০০%
৮। (ক) উদ্ভিদজগতের কোন গ্রুপকে উভচর বলা হয় এবং কেন । ১০০%
(খ) Anthoceros -এর আদি ও উন্নত বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর । ১০০%
৯। (ক) Cycas- এর ফার্ন জাতীয় বৈশিষ্ট্য উল্লেখ কর । ১০০%
(খ) Cycas- এর ডিম্বকের গঠন বর্ণনা কর । ১০০%
১০। (ক) H.C. Gangulee ( ১৯৬৮ ) প্রবর্তিত Gymnosperm -এর শ্রেণিবিন্যাস উদাহরণসহ বর্ণনা কর । ১০০%
(খ) Gnetum- এর উন্নত বৈশিষ্ট্য লিখ । ১০০%
১১। (ক) উদ্ভিদ রোগের লক্ষণসমূহের বর্ণনা দাও । ৯৯%
(খ) পোষক দেহে উদ্ভিদ পরজীবী প্রবেশের সচিত্র বর্ণনা কর । ৯৯%
১২। (ক) Bryophyta- র শৈবালের সাদৃশ্য ও বৈসাদৃশ্য লিখ । ৯৯%
(খ) Anthoceros কে সিন্থেটিক গ্রুপ বলা হয় কেন ? ৯৯%
১৩। ( ক ) উদ্ভিদ রোগের পূর্বাভাস আলোচনা কর । ৯৯%
( খ ) উদ্ভিদ রোগতত্ত্বের গুরুত্ব আলোচনা কর । ৯৯%
১৪। নিম্নোক্ত রোগগুলোর প্যাথোজেনের নাম , লক্ষণ ও দমন পদ্ধতি বর্ণনা কর ।
( ক ) ধানের বাদামি দাগ রোগ ; ১০০%
( খ ) পাটের কাণ্ড পচা রোগ । ১০০%
(গ) গমের কাণ্ডের মরিচা রোগ। ১০০%
(ঘ) চিনাবাদামের টিকা রোগ। ১০০%
(ঙ) আলুর বিলম্বিত ধ্বসা রোগ ; ৯৯%
(চ) চীনা বাদামের টিক্কা রোগ । ৯৯%
১৫। টীকা লিখ ( যেকোনো দুটি ) :
(ক) Marchantia থ্যালাস ১০০%
(খ) জীবন্ত জীবাশ্ম। ১০০%
(গ) বীজ শোধন। ১০০%
(ঘ) Sphagnum এর পরিবেশীয় গুরুত্ব। ৯৯%
(ঙ) উদ্ভিদ রোগের জৈবিক নিয়ন্ত্রণ ; ৯৯%
(চ) রাইজোফোর ; ৯৯%
(ছ) ট্রান্সফিউশন টিস্যু ; ৯৯%
(জ) Ophioglassum- এর বাহ্যিক বৈশিষ্ট্য । ৯৯%
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079