ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২০ অনুষ্ঠিত ২০২২ রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র (বিষয় কোডঃ ১১১৯০৩) রকেট স্পেশাল সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ।

 ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। পূর্ণরূপ লিখ- USA, 

২। সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?

উঃ নির্বাচকমণ্ডলী।

৩। চাপসৃষ্টিকারী গোষ্ঠীর দুটি উদাহরণ দাও ?

উঃ বণিক সমিতি , শিক্ষক সমিতি , শ্রমিক ইউনিয়ন ও ছাত্র সংসদ।

৪। মার্কিন সিনেটে কে সভাপতিত্ব করেনঃ 

উঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতি হলো মার্কিন উপরাষ্ট্রপতি।

৫। জনমত বলতে কী বুঝ

উঃ সমাজ বা রাষ্ট্র সংক্রান্ত কোনো বিষয়ে কিছু সংখ্যক ব্যক্তি গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করেন এবং জনগণের অন্যান্য অংশ যারা , গুরুত্বকে অস্বীকার করতে পারে না তাকে জনমত বলে।

৬। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের নাম কী?

উঃ সিনেট। 

৭।  একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি ? 

উঃ সংবিধান।

৮। মন্ত্রী পরিষদ শাসিত সরকারের আরেক নাম কি ? 

উঃ মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা / দায়িত্বশীল সরকার।

৯। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ? 

উঃ ফরাসি দার্শনিক মন্টেস্কু৷

১০। গণতন্ত্রের বিপরীত রূপ কী ? 

উঃ স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র হচ্ছে গণতন্ত্রের বিপরীত রূপ

১১। ম্যাগনাকার্টা কত সালে স্বাক্ষরিত হয় 

উঃ ১২১৫ সালের ১৫ জুন – এ।

১২। কোন সংবিধানকে The Mother of The Constitution বলা হয় ? 

উঃ গ্রেট ব্রিটেনের শাসনতন্ত্র বা সংবিধানকে।

১৩। ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম কী ? 

উঃ লর্ডসভা৷

১৪। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত কোনটি ? 

উঃ মার্কিন সুপ্রীম কোর্ট৷

১৫। সংবিধান প্রতিষ্ঠার কয়টি পদ্ধতি আছে।

উঃ ৪ টি । যথা- ( ক ) রাজার অনুমোদন ; ( খ ) ইচ্ছাকৃত রচনা ; ( গ ) ক্রমবিবর্তন ও ( ঘ ) বিপ্লব।

১৬। ” The Spirit of Laws ” – এর রচয়িতা কে ? 

উঃ The Spirit of Laws গ্রন্থটির রচয়িতা ফরাসি দার্শনিক মন্টেস্কু৷

১৭। সংসদীয় ব্যবস্থায় সরকার প্রধান কে ? 

উঃ সংসদীয় পদ্ধতিতে সরকার প্রধান হলো প্রধানমন্ত্রী।

১৮। রাজতন্ত্র কী ? 

উঃ ব্রিটিশ শাসন ব্যবস্থার একটি প্রাচীন রাজনৈতিক প্রতিষ্ঠান 

১৯। ব্রিটেনের লর্ড সভায় সভাপতিত্ব করেন কে ?

উঃ লর্ড চ্যান্সেলর।

২০। বিট্রেনে কোন ধরনের রাজতন্ত্র রয়েছে?

উঃ ব্রিটেনের সাংবিধানিক রাজতন্ত্র রয়েছে । 

২১। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কত বছরের জন্য নির্বাচিত হন ? 

উঃ ৪ বছর।

২২। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের নাম কী ? 

উঃ প্রতিনিধিসভা ( House of People )।

২৩। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী ? 

উঃ কংগ্রেস।

২৪। ” Constitution is the way of life the state chosen for itself’— উক্তিটি কার ?

উঃ প্রখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটলের।

২৫। সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান কত প্রকার ?

উঃ সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান দুই প্রকার।

২৬। গণতন্ত্রের বিপরীত রূপ কী ? 

উঃ স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র হচ্ছে গণতন্ত্রের বিপরীত রূপ । 

২৭। ‘ Focus ‘ শব্দের অর্থ কী ? 

উঃ সন্ধি বা মিলন।

২৮। সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধান কে ?

উঃ প্রধানমন্ত্রী।

২৯। ব্রিটেনের সর্বোচ্চ আপীল আদালতের নাম কী ? 

উঃ লর্ডসভার প্রিভি কাউন্সিল।

৩০। মার্কিন যুক্তরাষ্ট্রের জনক কে ? 

উঃ জজ ওয়াশিংটন।

৩১। মার্কিন যুক্ত রাষ্ট্রে অংগরাজ্য কয়টি ? 

উঃ মার্কিন যুক্তরাষ্ট্রের অংগরাষ্ট্র ৫০ টি।

৩২। মার্কিন যুক্তরাষ্ট্রে ভেটো ক্ষমতা কে প্রয়োগ করেন?

উঃ মার্কিন রাষ্ট্রপতি।

৩৩। মার্কিন সংবিধান কতবার সংশোদন করা হয়েছে 

উঃ মার্কিন সংবিধান ২৬ বার সংশোধন করা হয়েছে।

৩৪। গ্রীক শব্দ Demos এর অর্থ কি ? . 

উঃ ‘ Demos ‘ শব্দের অর্থ জনগণ।

৩৫। কোন ধরনের সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে ? 

উঃ মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায়।

৩৬। গণতন্ত্র হলো “ জনগণের দ্বারা , জনগণের জন্য এবং জনগণের সরকার ” -উক্তিটি কার ? 

উঃ আব্রাহাম লিংকন।

৩৭। নির্বাচকমণ্ডলী কারা ? 

উঃ যারা আইনসভা অথবা নির্বাচক সংস্থায় । প্রতিনিধি নির্বাচনে আইনগত ভোটদানে অধিকারী তারাই নির্বাচক মণ্ডলী।

৩৮। ম্যাগনাকার্টা কত সালে স্বাক্ষরিত হয় ? 

উঃ ১২১৫ সালের ১৫ জুন।

৩৯। ব্রিটিশ ক্যাবিনেটের প্রধান কে ? 

উঃ ব্রিটেনের প্রধানমন্ত্রী।

৪০। সাংবিধানিক সরকারের তিনটি বৈশিষ্ট্য লিখ।

উঃ ১. প্রধানমন্ত্রীর নেতৃত্ব , ২. দায়িত্বশীলতা ও ৩ . বিচার বিভাগের প্রাধান্য৷

খ_বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝ? ১০০%

২। ক্ষমতা স্বতন্ত্রীকরণ ও ক্ষমতা পৃথকীকরণ নীতি কী? ১০০%

৩। চাপসৃষ্টিকারী গোষ্ঠী ও দলের সংজ্ঞা দাও। ১০০%

৪। ব্রিটেনে রাজতন্ত্র টিকে থাকার কারণগুলো কী? ১০০%

৫। মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? ১০০%

৬। গণতন্ত্র ও একনায়কতন্ত্র বলতে কি বুঝ? ১০০%

৭। নিয়ন্ত্রণ ও ভারসাম্য কী? ব্যাখ্যা কর। ১০০%

৮। সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকার কী? ১০০%

৯। “রাজা রাজত্ব করেন, কিন্তু শাসন করেন না” – ব্যাখ্যা কর। ১০০%

অথবা, রাজার মৃত্যু হয়েছে, রাজা দীর্ঘজীবী হোন” ব্যাখ্যা কর।

১০। ব্রিটেনের সংবিধান অলিখিত কেন? ১০০%

অথবা, বৃটিশ সংবিধানের উতসমূহ কী?

১১। মার্কিন সিনেটর গঠন লিখ। ৯৯%

অথবা, মার্কিন সিনেটের দুটি ক্ষমতা উল্লেখ কর। ৯৯%

১২। মার্কিন সংবিধানের তিনটি বৈশিষ্ট্য লিখ। ৯৯%

১৩। অর্পিত ক্ষমতা প্রসূত আইন কী? ৯৯%

১৪। কেবিনেটের একনায়কত্ব কী? ৯৯%

গ_বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। গণতন্ত্র কী? গণতন্ত্রের সফলতার পূর্বশর্তগুলো ব্যাখ্যা/আলোচনা কর। ১০০%

২। সংবিধান কি? এক‌টি উত্তম সংবিধানের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা/আলোচনা কর। ১০০%

৩। সংসদীয় সরকার ব্যবস্থায়/আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা বর্ণনা কর। ১০০%

৪। ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর। ১০০%

৫। “মার্কিন সিনেট পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ” – আলোচনা কর। ১০০%

৬। আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণসমূহ আলোচনা কর। ১০০%

৭। ব্রিটিশ/ব্রিটেনের কমন্সসভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার মধ্যে তুলনামূলক আলোচনা কর। ১০০%

৮। নির্বাচকমণ্ডলীর সংজ্ঞা দাও। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচকমণ্ডলীর ভূমিকা আলোচনা কর। ১০০%

৯। প্রথা কি? ব্রিটেনে কেন প্রথা মান্য করা হয়? ব্রিটেনে রাজতন্ত্র টিকে থাকার কারণসমূহ আলোচনা কর। ১০০%

১০। “ক্ষমতা পূর্ণস্বতন্ত্রীকরণ সম্ভবও নয়, কাম্যও নয়” – উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর। ৯৯%

১১। আধুনিককালে আইনসভার ক্ষমতা হ্রা‌সের কারণসমূহ আলোচনা কর। ৯৯%

অথবা, “বর্তমানে সকল রাষ্ট্রের ক্ষমতা হ্রাস পাচ্ছে” – আলোচনা কর। ৯৯%

১২। বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝ? বিচার বিভাগের স্বাধীনতা কিভা‌বে রক্ষা করা যায়? ৯৯%

১৩। রাজনৈতিক দলের সংজ্ঞা দাও। রাজনৈতিক দলের কার্যাবলি ও বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ৯৯%

১৪। সংবিধানের সংজ্ঞা দাও। সংবিধান প্রতিষ্ঠার বা প্রণয়নের পদ্ধতিসমূহ আলোচনা কর। ৯৯%