ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২০ অনুষ্ঠিত ২০২২ অর্থনীতি প্রথম পত্র (ব্যাস্টিক অর্থনীতি: ১১২২০১) স্পেশাল রকেট সাজেশন ৯০% কমন ইনশাল্লাহ।
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ- MRS, M.V.P, MRTS, FDI,
২। গিফেন দ্রব্য কি?
উঃ যেসব পণ্যের আয় প্রভাব ধনাত্মক এবং বিকল্প প্রভাবের চেয়ে বড় তাদেরকে গিফেন দ্রব্য বলে।
৩। চা কফি কোনধরনের দ্রব্য?
উঃ পরিপূরক দ্রব্য।
৪। চাহিদাবিধি কি?
উঃ কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার এ সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করে তাকে চাহিদাবিধি বলে।
৫। প্রকৃত মজুরি কি?
উঃ কোন শ্রমিক তার শ্রমের বিনিময়ে যে পরিমান দ্রব্য সমগ্র ও সুযোগ-সুবিধা পেয়ে থাকে।
৬। অর্থশাস্ত্রের জনক কে?
উঃ এডাম স্মিথ।
৭। প্রান্তিক উপযোগ কাকে বলে?
উঃ কোন দ্রব্যর ভোগ এক একক বৃদ্ধির ফলে যে বাড়তি উপযোগ পাওয়া যায়।
৮। উপযোগ কি?
উঃ কোন দ্রব্যের মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা থাকে তাকে উপযোগ বলে।
৯। নিম খাজনা কি?
উঃ স্বল্পকালে শ্রমিকের শ্রমের মূল্য তার চেয়ে যত বেশি পরিমান সে আয় করে তাকেই নিম খাজনা বলে।
১০। চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্রটি লিখ?
উঃ বই থেকে দেখে নাও।
১১। সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে?
উঃ যে অর্থব্যবস্থায় বেসরকারি মালিকানায সম্পূর্ণ অনুপস্থিত ও সরকারি মালিকানায় ও নিয়ন্ত্রণ সম্পন্ন কার্যকরী থাকে তাকে সমাজতান্ত্রিক অর্থনীতি বলে
১২। চিত্রের সাহায্যে AC ও MC রেখার ছেদ বিন্দু দেখাও। AC ও MC রেখা অঙ্কন কর।
উঃ বই থেকে দেখে নাও।
১৩। একটি উৎপাদন অপেক্ষক লিখ?
উঃ Q=f(L, K)।
১৪। আলিগপলি বাজার কাকে বলে?
উঃ যে বাজারে কয়েকটি প্রতিষ্ঠান কোন দ্রব্যের সরবরাহ নিয়ন্ত্রণ করে তাকে আলিগপলি বাজার বলে।
১৫। ধনতান্ত্রিক অর্থনীতি কি ?
উঃ যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতিত অবাধ দাম ব্যবস্থার মাধ্যমে বাজার পরিচালিত হয় , তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে।
১৬। মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কত হবে?
উঃ শূন্য।
১৭। প্রান্তিক বিকল্পনা হার (MRS) কি?
উঃ দুটি গ্রুপের মধ্যে একটির অতিরিক্ত একক পাওয়ার জন্য আরেকটি দ্রব্যের কতটা ছেড়ে দিতে হয় ছেড়ে দেওয়ার মাত্রাকে প্রান্তিক বিকল্পন হার বলে।
১৮। আয় প্রভাব কি?
উঃ দুটি পণ্যের দাম স্থির অবস্থায় ভোক্তার আর্থিক আয়ের পরিবর্তনের ফলে ভারসাম্য অবস্থায় যে পরিবর্তন হয় তাকে আয় প্রভাব বলে।
১৯। সমউৎপাদন মানচিত্র অঙ্কন কর।
উঃ বই থেকে দেখে নাও।
২০। ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন কি ?
উঃ উৎপাদনের সব উপকরণ একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি করা হলে উৎপাদনের পরিমাণ যদি তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায় তবে তাকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বলে ।
২১। সুযোগ ব্যয় কি ?
উঃ একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের জন্য অন্য দ্রব্যটির যে পরিমাণ ছেড়ে দিতে হয় তাকে প্রথমোক্ত দ্রব্যটির সুযোগ ব্যয় বলে । অর্থাৎ ত্যাগকৃত সুযোগই সুযোগ ব্যয় ।
২২। সমজাতীয় পণ্য কি ?
উঃ চাহিদা স্থির থাকলে যোগানের পরিবর্তন হলে একই দামে যে বিকল্প পণ্য পাওয়া যায় তাকে সমজাতীয় পণ্য বলে ।
২৩। একজন বিক্রেতার বাজারকে কি বলে ?
উঃ একজন বিক্রেতার বাজারকে একচেটিয়া কারবার বা একচেটিয়া বাজার বলে ।
২৪। চিত্রে কোণযুক্ত চাহিদা রেখা দেখাও ।
উঃ বই থেকে দেখে নাও।
২৫। ব্যষ্টিক অর্থনীতি কি ?
উঃ অর্থনীতির যে শাখায়
বিভিন্ন ব্যক্তি , প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে ।
২৬। চলক বলতে কি বুঝ ?
উঃ গাণিতিক প্রক্রিয়ায় যা কিছুর মান পরিবর্তনশীল তাকে সাধারণত চলক বলে।
২৭। ইসলামী অর্থনীতির ধারণা দাও।
উঃ যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যবসা বাণিজ্য সহ সকল অর্থনৈতিক কার্যাবলি সুদ মুক্ত থেকে , মুনাফার ভিত্তিতে পরিচালিত হয় , সেই অর্থব্যবস্থা বা অর্থনীতিকে বলা হয় / ইসলামী অর্থনীতি।
২৮। MRS কি নির্দেশ করে?
উঃ নিরপেক্ষ রেখার ঢাল নির্দেশ করে।
২৯। একটি মোট স্থির খরচ (TFC) রেখা অঙ্কন কর?
উঃ বই থেকে দেখে নাও।
৩০। গড় ব্যায় (AC) ও প্রান্তিক ব্যায় (MC) কখন সমান হয়?
উঃ পূর্ন প্রতিযোগিতামূলক বাজারে যখন কোন ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে তখন AC=MC উল্লেখ্য ভারসম্য বিন্দুতে AC = MC=MR=AR=P হয়ে থাকে।
৩১। ফার্ম কি? কোন পণ্যের উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানকে ফার্ম বলে।
উঃ মিশ্র অর্থনীতি কি?
পুঁজিবাদী ও সমাজতন্ত্র উভয় অর্থবাবস্থার সমন্বয়ে গঠিত কোন অর্থ ব্যাবস্থাকে মিশ্র অর্থনীতি/অর্থবাবস্থা বলে।
৩২। মাছের চাহিদা বাড়লে মাংসের চাহিদা কিরূপ পরিবর্তন হবে?
উঃ মাংসের চাহিদা হ্রাস পাবে।
৩৩। নিরপেক্ষ মানচিত্র অঙ্কন কর
উঃ বই থেকে দেখে নাও।
৩৪। উৎপাদন বলতে কি বুঝ?
উঃ সাধারণত নতুন উপযোগ সৃষ্টি বা বৃদ্ধির করাকেই অর্থনীতির ভাষাই উৎপাদন বলে।
৩৫। ভোক্তার ভারসাম্যের শর্ত দুটি লিখ?
উঃ উঃ বই থেকে দেখে নাও।
৩৬। প্লান্ট কাকে বলে?
উঃ একটি ফার্মে অন্তর্গত উৎপাদনের প্রতিটি ইউনিটকে প্লান্ট বলে।
৩৭। দাম বিভেদকরণ কি?
উঃ দাম বৈসম্মকারী একচেটিয়া কারবারি যখন এক এক বাজারে দ্রব্য স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে যে আলাদা দাম নির্ধারণ করে তাকে দাম বিভেদকরণ বলে ।
৩৮। অর্থনীতিতে সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট কারা?
উঃ পরিবার।
৩৯। যোগান বিধি কি?
উঃ বিধির সাহায্যে দ্রব্যের দামের সাথে উহার যোগানের ক্রিয়াগত সম্পর্ক প্রকাশ করা হয় তাকে যোগান বিধি বলে।
৪০। উৎপাদকের ভারসাম্যের শর্ত উল্লেখ কর?
উঃ উৎপাদকের ভারসাম্যের শর্ত হলো ১. সমউৎপাদন রেখা সমখরচ রেখার সাথে স্পর্শক হবে , ২. ভারসাম্য বিন্দুতে সমউৎপাদন রেখা মূল বিন্দুর দিকে উত্তল বা চেপ্টা হবে।
৪১। গড় স্থির ব্যয় রেখাটি অঙ্কন কর। একচেটিয়া বাজারের AR ও MR রেখা অঙ্কন কর।
উঃ বই থেকে দেখে নাও।
৪২। দীর্ঘমেয়াদ বলতে কি বুঝ?
উঃ দীর্ঘমেয়াদ বলতে এমন একটি সময়কে বুঝায় যে সময়ে স্থির বায়ের পরিবর্তন দ্বারা উৎপাদনের পরিমান বাড়ানো বা কমানো যায়।
খ_বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লিখ। ১০০%
২। নিরপেক্ষ রেখা ও সমউতপাদন রেখার মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৩। পরিমাণগত ও পর্যায়গত উপযোগের মধ্যে পার্থক্য কী? ১০০%
৪। সমপ্রান্তিক উপযোগ বিধি কী? ব্যাখ্যা কর। ১০০%
৫। চাহিদার ও যোগানের নির্ধারকগুলো লিখ। ১০০%
৬। চাহিদা রেখা বাম থেকে ডানদিকে নিম্নগামী হয় কেন? ১০০%
৭। পূর্ণপ্রতিযোগিতায় একটি ফার্মকে “দাম গ্রহীতা” বলা হয় কেন? ১০০%
৮। স্বল্পকালীন গড় ব্যয় রেখা (SAC) কেন ইংরেজী “U” আকৃতির হয়? ১০০%
৯। ভোক্তার উদ্ধৃত্ত চিত্রের মাধ্যমে ব্যাখ্যা কর। ১০০%
১০। মুনাফার ও উতপাদনের উপাদানসমূহ ব্যাখ্যা কর। ৯৯%
১১। বাজেট রেখা ও নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য নির্দেশ কর। ৯৯%
১২। একচেটিয়া বাজারে যোগান রেখা পাওয়া যায়না কেন? ৯৯%
১৩। ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য নির্দেশ কর। ৯৯%
অথবা, প্লান্ট, ফার্ম ও শিল্প বলতে কি বুঝ?
১৪। কেন মূল্য বৈষম্যের উদ্ভব হয়? ৯৯%
১৫। চুক্তিবদ্ধ ও অচুক্তিবদ্ধ অলিগোপলী এর মধ্যে পার্থক্য লিখ।
গ_বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। ক) মিশ্র অর্থ
ব্যবস্থা কি? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ লিখ। ১০০%
খ) অর্থনৈতিক ব্যবস্থা কী? ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ১০০%
২। ক) ভোক্তার ভারসাম্য কাকে বলে? নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা কর। ১০০%
খ) নিরপেক্ষ রেখা কাকে? নিরপেক্ষ ও বাজেট রেখার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ৯৯%
৩। ক) মাত্রাগত উতপাদন কী? বিভিন্ন ধরনের মাত্রাগত উতপাদন চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ১০০%
খ) উতপাদন বলতে কি বুঝ? নির্দিষ্ট খরচে কিভাবে সর্বোচ্চ উতপাদন লাভ করা যায় তা চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ৯৯%
৪। ক) পূর্ণপ্রতিযোগিতামূলক বাজার কি? পূর্বপ্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর। ১০০%
খ) “পূর্ণপ্রতিযোগিতায় স্বল্পকালীন একটি ফার্ম ক্ষতি স্বীকার করে উতপাদন করতে পারে” – চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ১০০%
৫। ক) চাহিদার আয় স্থিতিস্থাপকতা কাকে বলে? একটি সরলাকৃতি চাহিদারেখার নির্দিষ্ট বিন্দুতে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় কর। ১০০%
খ) বাজার ভারসাম্য বলতে কি বুঝ? মুক্ত বাজার ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয় চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ৯৯%
৬। ক) খাজনা কি? সমালোচনাসহ রিকার্ডের খাজনা তত্ত্বটি ব্যাখ্যা কর। ১০০%
খ) বন্টনের প্রান্তিক উতপাদিনশীলতা তত্ত্বটি সমালোচনাসহ ব্যাখ্যা কর। ৯৯%
৭। ক) চিত্রসহ ক্রমহ্রাসমান প্রান্তিক উতপাদন বিধিটি ব্যাখ্যা কর। এটি কী শুধুমাত্র কৃষিক্ষেত্রে প্রযোয্য? ১০০%
খ) প্রান্তিক উপযোগ কী? সমালোচনাসহ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা কর। ৯৯%
৮। ক) সমপ্রান্তিক উপযোগ বিধি কি? সমপ্রান্তিক উপযোগ বিধির মাধ্যমে একজন ভোক্তা কিভাবে ভারসাম্য লাভ করে, তা চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ১০০%
খ) মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক বা পার্থক্য লিখ। ৯৯%
৯। ক) গড় খরচ (AC) ও প্রান্তিক খরচ (MC) এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর। ১০০%
খ) স্বল্পকালীন গড় ব্যয় রেখা “U” আকৃতির হয় কেন? ১০০%
অথবা, গড় ব্যয় রেখা U আকৃতির হয় কেন? ১০০%
১০। ক) স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
অথবা, মোট স্থির খরচ ও মোট পরিবর্তনশীল খরচ কী?
খ) কোন রেখাকে এনভেলাপ রেখা বলা হয় এবং কেন? চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ৯৯%
১১। ক) কোনযুক্ত চাহিদা রেখা কাকে বলে? এ প্রসঙ্গে দামের অনমনীয়তা ধারণাটি ব্যাখ্যা কর। ৯৯%
খ) অলিগোপলী বাজার কি? অলিগোপলী বাজারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ৯৯%
১২। ক) গড় উতপাদন ও প্রান্তিক উপাদানের ধারণা ব্যাখ্যা কর। ৯৯%
খ) স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য নির্দেশ কর। ৯৯%
১৩। ক) দূষ্প্রাপ্যতা ও নির্বাচন বলতে কি বুঝ? অর্থনীতির মৌলিক সমস্যাসমূহ ব্যাখ্যা কর। ৯৮%
খ) অর্থনৈতিক কার্যাবলির চক্রাকার প্রবাহ ব্যাখ্যা কর। ৯৮%