• June 1, 2023

ডিগ্রী দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২২ অর্থনীতি তৃতীয় পত্র প্রশ্ন পত্র ও সাজেশন রিভিউ



১। ক-বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)

(ক) GNP ব্যবধান কী?

(খ) NAIRU এর পূর্ণরূপ কী?

(গ) মৌসুমী বেকারত্ব কী?

(ঘ) সে’র বিধিটি লেখ।

(ঙ) তারল্য ফাঁদ কী?

(চ) ত্বরন কী?

(ছ), নিট বর্তমান মূল্য (NPV) কী?

(জ) নিকাশ ঘর কী?

(ঝ) মুদ্রা সংকোচন কাকে বলে?

(ঞ) আর্থিক নীতি কাকে বলে?

(ট) ভােগ কাকে বলে?

(ঠ) মাথাপিছু আয় কাকে বল?

খ বিভাগ (যে কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও) মান—৪x৫=২০

২। সামষ্টিক অর্থনীতি পাঠের গুরুত্ব লেখ।।

৩। মােট জাতীয় উৎপাদন এবং মােট দেশজ উৎপাদনের মধ্যে পার্থক্য দেখাও।

৪। স্বয়ত ও প্ররােচিত ভােগের মধ্যে পার্থক্য নির্দেশ কর।

৫। বিনিয়ােগের নির্ধারকসমূহ আলােচনা কর।

৬। MEC কী কী বিষয় দ্বারা প্রভাবিত হয়?

৭। বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টি বলতে কী বােঝ?

৮।  রাজস্ব নীতির উদ্দেশ্যসমূহ লেখ।

৯। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি চিত্রে দেখাও।




গ বিভাগ যে কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও।) ১০x৫=৫০

১০। জাতীয় আয় কাকে বলে? জাতীয় আয় পরিমাপের গুরুত্ব বর্ণনা কর।

১১। কেইনস-এর ভােগের মনস্তাত্ত্বিক বিধিটি ব্যাখ্যা কর।

১২। একটি দ্বিখাতবিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহচিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।

১৩। ফ্রিডম্যান প্রদত্ত আধুনিক মুদ্রার পরিমাণ তত্ত্বটি ব্যাখ্যা কর।

১৪। কেইনসের আয় ও নিয়ােগ তত্ত্বের বৈশিষ্ট্যগুলাে ব্যাখ্যা কর।

১৫। অর্থ কী? আধুনিক অর্থনীতিতে অর্থের কার্যাবলি আলােচনা কর।

১৬। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? বাংলাদেশ ব্যাংকের কার্যাবলি আলােচনা কর।

১৭। (ক) আর্থিনীতি ও রাজস্ব নীতির মধ্যে পার্থক্য কী? (আর্থিক নীতির উদ্দেশ্যসমূহ লেখ।)

হ্যান্ডনোট থেকে সংগ্রহীত
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!