ডিগ্রী দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত ২০২১ বিষয় রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র (বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি : ১২১৯০৩) স্পেশাল শর্ট সাজেশন

  

ক-বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)

১। পূর্বরূপ লিখঃ

উঃHYV = High Yielding Variety.

VGF = Vulnerable Group Feeding.

UNDP = United Nations Development Programmed.

GDP = Gross Domestic Product.

LMF = International Monetary Fund.

EPZ = Export Processing Zone.

NGO = Non Government Organization.

ADB = Asian Development Bank.

BADC = Bangladesh Agricultural Development Corporation.

GNP = Gross National Product.

GATT = General Agreement on Tariffs and Trade.

BCIC = Bangladesh Chemical Industries Corporation.

BRAC = Bangladesh Rural Advancement Committee.

WTO = World Trade Organization.

IMF = International Monetary Fund.

IBRD = International Bank for Reconstruction and Development.

২। রাজনৈতিক অর্থনীতির জনক কে?

উঃ এ্যাডাম স্মিথ।

৩। “The Wealth of Nations” গ্রন্থের লেখক কে?

উঃ এ্যাডাম স্মিথ।

৪। “The Economic Basis of Politics” গ্রন্থটির লেখক কে?

উঃ চার্লস এ বিয়ার্ড।

৫। ” Political Power always following Economic Power” উক্তিটি কার?

উঃ হ্যারিংটন।

৬। পুঁজিবাদ কি? পুঁজিবাদী সমাজে কয়টি শ্রেণি বিদ্যমান?

উঃ পুঁজিবাদ এমন এক ধরনের অর্থব্যবস্থা যাতে দেশের সকল উতপাদনের উপাদানের উপর ব্যক্তিমালিকানা বজায় থাকে এবং উতপাদন কার্যক্রম পরিচালিত হয় মুনাফা লাভের উদ্দেশ্যে।

২ টি শ্রেণি বিদ্যমান। যথা, পুঁজিপতি বা বুর্জোয়া শ্রেণি ও শ্রমিক শ্রেণি বা প্রলেতারিতেত।

৭। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে?

উঃ কার্ল মার্কস।

৮। “রাষ্ট্র শ্রেণি শোষণের হাতিয়ার” উক্তিটি কার?

উঃ কার্ল মার্কসের।

৯। মিশ্র অর্থনীতি কি? মিশ্র অর্থনীতির তিনটি বৈশিষ্ট্য লিখ।

উঃ যে অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রীয় মালিকানা ও বেসরকারি মালিকানা পাশাপাশি অবস্থান করে, তাকে মিশ্র অর্থনীতি বলে।

তিনটি বৈশিষ্ট্য: ব্যক্তিগত মালিকানা, সরকারি মালিকানা ও স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা।

১০। মুক্তবাজার অর্থনীতির তিনটি বৈশিষ্ট্য লিখ।

উঃ ব্যক্তিগত সম্পত্তি, মুনাফার উদ্দেশ্যে উতপাদন ও উদ্যোগের স্বাধীনতা।

১১। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত?

উঃ ১৯০৯ মার্কিন ডলার।

১২। অনুন্নত দেশের ২ টি বৈশিষ্ট্য লিখ।

উঃ কৃষির উপর নির্ভরশীলতা, স্বল্প মাথাপিছু আয়, পুঁজির অভাব।

১৩। উন্নত দেশের দুটি বৈশিষ্ট্য লিখ।

উঃ অধিক জাতীয় ও মাথাপিছু আয়, উচ্চ জীবনযাত্রার মান ও মূলধনের প্রাচুর্য।

১৪। বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব বেশি?

উঃ ঢাকা জেলায়।

১৫। বাংলাদেশে কত “বিঘা” পর্যন্ত জমির খাজনা মওকুফ নির্ধারিত?

উঃ ২৫ বিঘা পর্যন্ত।

১৬। কৃষি ঋণ কি? বাংলাদেশে কৃষি ঋণের উতস কয়টি?

উঃ কৃষির বিভিন্ন উপকরণ ক্রয় ও উতপাদন কার্য পরিচালনার জন্য কৃষকরা বিভিন্ন উতস থেকে যে ঋণ গ্রহণ করে তাকে কৃষি ঋণ বলা হয়।

উত্স : প্রাতিষ্ঠানিক উতস ও অপ্রাতিষ্ঠানিক উতস।

১৭। কৃষি ঋণের চারটি প্রাতিষ্ঠানিক উতস লিখ।

উঃ সমবায় সমিতি, পল্লী উন্নয়ন বোর্ড, কৃষি ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক।

১৮। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু বা প্রবর্তন কে, কত সালে করেন?

উঃ গভর্নর লর্ড কর্নওয়ালিস ১৯৯৩ সালে।

১৯। কত সালে প্রাইভেটাইজেশন বোর্ড গঠন করা হয়?

উঃ ১৯৯৩ সালে।

২০। মৌসুমী বেকারত্বের একটি উদাহরণ দাও।

উঃ চিনি শিল্প।

২১। দারিদ্র্য কি? দারিদ্র্য কত প্রকার?

উঃ মানুষের মৌলক প্রয়োজন মেটানোর এবং এক‌টি সম্মানজনক জীবনযাপন করার অক্ষমতাই হলো দারিদ্র্য।

দারিদ্র্য কে প্রধানত দুভাগে ভাগ কতা যায়। যথা, অনপেক্ষ দারিদ্র্য ও আপেক্ষিক দারিদ্র্য।

২২। গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯৮৩ সালে।

২৩। সরাসরি আয়ের প্রধান উতস কি?

উঃ রাজস্ব কর।

২৪। কর কি? কর কত প্রকার ও কি কি?

উঃ কোনরূপ প্রত্যক্ষ সুবিধার আশা না করে জনসাধারণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলে।

কর দুই প্রকার। যথা, প্রত্যক্ষ ক

র ও পরোক্ষ কর।

২৫। আবগারি শুল্ক কি?

উঃ দেশের অভ্যন্তরে উতপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর আরোপিত করকে আবগারি শুল্ক বলে।

২৬। ADB কি? ADB এর সদর দপ্তর কোথায়?

উঃ ADB হলো Asian Development Bank.

এর সদর দপ্তর ফিলিপাইন এর রাজধানী ম্যানিলায়।

২৭। বিশ্বায়ন কি? 

উঃ বিশ্বায়ন হলো আধুনিক বিশ্ব ব্যবস্থার অন্তর্গত বিভিন্ন রাষ্ট্র এবং সমাজের মধ্যে বহুবিধ সংযোগ এবং সম্পর্কের উন্নয়ন।

২৮। রকেট সাজেশন চুরি করে কারা কারা? 

উঃ নিজে নিজে উত্তর করে ইনবক্সে দাও।

খ – বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। কল্যাণমূলক রাষ্ট্র কী? বৈশিষ্ট্য লিখ। ১০০%
২। সমাজতন্ত্র কী? বৈশিষ্ট্য লিখ। ১০০%
৩। খাদ্য সমস্যা ও রকেট বলতে কি বুঝ? ১০০%,
৪। উন্নয়নশীল দেশ কী? বৈশিষ্ট্য লিখ। ১০০%
৫। বৈদেশিক সাহায্য ও বিশ্বায়ন বলতে কি বুঝ? ১০০%
৬। পুঁজিবাদ কি? বৈশিষ্ট্য লিখ। ১০০%
৭। বেকারত্ব কি? মৌসুমী ও ছদ্দবেশী বেকারত্ব কী? ১০০%
অথবা, বাংলাদেশের বেকার সমস্যার কারণ কি?
৮। শিল্প জাতীয়করণের পাঁচটি সুবিধা ও অসুবিধা লিখ। ৯৯%
৯। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৯। “রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে” – ব্যাখ্যা কর। ৯৯%
১০। জনসংস্থা, কর্মসংস্থান ও পূর্ণ কর্মসংস্থান কি? ৯৯%
১১। আধুনিক রাষ্ট্রের পাঁচটি আর্থ – সামাজিক কার্যাবলি উল্লেখ কর। ৯৯%
১২। সরকারি প্রতিষ্ঠান কী? ৯৯%
১৩। ক্ষুদ্র ও কুটির শিল্প কি? পার্থক্য লিখ। ৯৮%
১৪। ভূমি সংস্কার ও ভূমিস্বত্ব ব্যবস্থা কি? ৯৮%
১৫।   রাজনীতি ও অর্থনীতির মধ্যে সম্পর্ক কী? ৯৮%
গ – বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। রাজনৈতিক অর্থনীতি কি? রাজনৈতিক অর্থনীতির পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর। ১০০%
২। মুক্তবাজার অর্থনীতির সংজ্ঞা দাও। মুক্তবাজার অর্থনীতির সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর। ১০০%
৩। ভূমি সংস্কার কি? বাংলাদেশের আর্থসামাজিক জীবনে বা উন্নয়নে ভূমি সংস্কারের গুরুত্ব আলোচনা কর। ১০০%
৪। বেকারত্ব কি? বাংলাদেশের বেকারত্ব সমস্যার কারণসমূহ ও সমাধানের উপায়সমূহ আলোচনা কর। ১০০%
৫। বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির উপায়সমূহ ও গুরুত্ব আলোচনা কর। ১০০%
৬। রাষ্ট্রায়ত্ত শিল্প কি? বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিল্পের ভবিষ্যৎ ও সমস্যাগুলো উল্লেখ কর। ৯৯%
৭। শিল্পায়ন কি? বাংলাদেশের শিল্পায়নের উপায়সমূহ বর্ণনা কর। ১০০%
অথবা, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পের গুরুত্ব ব্যাখ্যা কর।
৮। বৈদেশিক সাহায্য কি? বৈদেশিক সাহায্যের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব আলোচনা কর। ৯৯%
৯। কৃষি উন্নয়ন কি? বাংলাদেশের কৃষির উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ উল্লেখ কর। ৯৯%
১০। কৃষি – ঋণ কাকে বলে? বাংলাদেশের কৃষিঋণের সমস্যাসমূহ আলোচনা কর। ৯৯%
১১। কৃষি আধুনিকীকরণ কি? বাংলাদেশের কৃষি আধুনিকীকরণের সমস্যা ও সম্ভাবনা আলোচনা কর। ৯৯%
১২। পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মধ্যকার পার্থক্য আলোচনা কর। ৯৯%
১৩। বাংলাদেশের কৃষির অনগ্রসরতার কারণসমূহ আলোচনা কর। ৯৮%
১৪। মিশ্র অর্থনীতি কি? মিশ্র অর্থনীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিসমূহ আলোচনা কর। ৯৮%