ডিগ্রী দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত ২০২১ দর্শন ৪র্থ পত্র (ভারতীয় দর্শন : ১২১৭০৩) স্পেশাল শর্ট সাজেশন

 ডিগ্রী দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত ২০২১  দর্শন ৪র্থ পত্র (ভারতীয় দর্শন : ১২১৭০৩) স্পেশাল শর্ট সাজেশন

ক-বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)

১। বৌদ্ধ দর্শনের দুটি সম্প্রদায়ের নাম লিখ ?

উঃ ১. হীনযান সম্প্রদায়। ২. মহাজন সম্প্রদায়।

২। চার্বাকদের একটি বিখ্যাত উক্তি লিখ ?

উঃ ঋণ করে ঘি খাও

৩। জৈন ধর্মের প্রবক্তা কে ?

উঃ মহাবীর

৪। ত্রিপিটক কি ?

উঃ বুদ্ধদেবের তিনজন প্রিয় শীর্ষ তার উপদেশাবলীকে তিনটি গ্রন্থে লিপিবদ্ধ করেন এ তিনটিই গ্রন্থই হলো ত্রিপিটক। 

৫। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে ?

উঃ মহর্ষি গৌতম।

৬। গৌতম বুদ্ধের আসল নাম কি ?

উঃ গৌতম বা সিদ্ধার্থ

৭। বৌদ্ধ দর্শনে মার্গের সংখ্যা কয়টি ?

উঃ ৮টি

৮। নির্বাণ শব্দের অর্থ কি ?

উঃ দুঃখ হতে চিরমুক্তি লাভ

৯। সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটির লেখক কে ?

উঃ মাধবাচার্যের

১০। জৈন মতে দ্রব্য কি ?

উঃ যা গুন এবং পর্যায় বিশিষ্ট তাই দ্রব্য।

১১। ভারতীয় দর্শনের প্রধান দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর ?

উঃ ১.আধ্যাত্মিক। ২. উদার ও ব্যাপক।

১২। বেদ কি ?

উঃ বেদ  ভারতের সবচেয়ে প্রাচীন ধর্ম শাস্ত্র ও সাহিত্য।

১৩। ভারতীয় দর্শন কি ?

উঃ ভারতবর্ষের হিন্দুরা হিন্দু আস্তিক ও নাস্তিক সর্বশ্রেণীর চিন্তাবিদদের চিন্তা চেতনা নিয়ে যে দর্শন গড়ে উঠেছে তাকে ভারতীয় দর্শন বলে

১৪। চার্বাকগণ কোনটিকে  জ্ঞানের একমাত্র উৎস বলে মনে করেন ?

উঃ প্রত্যেক্ষ যথাযথ জ্ঞান লাভের একমাত্র উপায়

১৫। ভারতীয় দর্শনে বৈদিক যুগের সময়কাল কত ?

উঃ খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ৬ অব্দ। 

১৬। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় ?

উঃ হিমালয়ের পাদদেশে কপিলাবস্তু নগরে

১৭। বোদ্ধাদের মতে দুঃখের প্রধান কারণ কি ?

উঃ অবিদ্যা। 

১৮। জৈন মতে, জ্ঞান কি ?

উঃ জৈন মতে পদার্থের যথাযথ ধারণাই  জ্ঞান

১৯। সাংখ্য শব্দের অর্থ কি ?

উঃ আত্মতত্ত্ব কথন

২০। মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা কে ?

উঃ মহর্ষি জৈমিনি।

২১। বৈদেশিক মতে গুণ কত প্রকার ?

উঃ ২৪ প্রকার।

২২। বৌদ্ধ মতে আত্মা কি ?

উঃ আত্মা হলো পরিবর্তনশীল দৈহিক ও মানসিক উপাদানের সমষ্টি।

২৩। বেদান্ত কি?

উঃ বেদান্ত বলতে মূল উপনিষদ কে বুঝায়।

২৪। ষড় দর্শন এর নাম লিখ

উঃ সংখ্য দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, বেদান্ত দর্শন ও মীমাংসা-দর্শন

২৫। ভারতীয় দর্শনে আস্তিক বলতে কী বোঝো

উঃ যারা বেদে বিশ্বাস করে তাদেরকে ভারতীয় দর্শনে আস্তিক বলা হয়

২৬। চার্বাক শব্দের অর্থ কি ?

উঃ চারু+বাক বা মধুর কথা

২৭। জৈন শব্দের অর্থ কি

উঃ জৈন শব্দের উৎপত্তি জিন শব্দ থেকে যার অর্থ হলো জয়ী

২৮। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?

উঃ ত্রিপিটক।

২৯। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে ?

উঃ মহর্ষি কণাদ

৩০। ঋণং কৃত্বা ঘৃতং পিবেৎ উক্তিটি কাদের ?

উঃ চার্বাকদের। 

৩১। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে?

উঃ মহর্ষি গৌতম। 

৩২। বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কে?

উঃ মহর্ষি কণাদ।

৩৩। ভারতীয় দর্শনের বিরুদ্ধে আনীত দুটি অভিযোগ লিখ।

উঃ নির্বাচারবাদী ও দুঃখবাদী। 

৩৪। ভারতীয় দর্শনে বেদে অবিশ্বাসী সম্প্রদায় গুলি কি কি?

উঃ চার্বাক, জৈন, বৌদ্ধ সম্প্রদায়।

৩৫। চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা কে?

উঃ দক্ষিণারঞ্জন শাস্ত্রী।

৩৬। প্রথম ও সর্বশেষ তীর্থঙ্করের নাম কি

?

উঃ প্রথম ঋষদেব এবং সর্বশেষ বর্ধমান বা মহাবীর।

৩৭। স্যাদ কি? স্যাদ শব্দের অর্থ কি?

উঃ স্যাদ শব্দের অর্থ সম্ভবত।

৩৮। বুদ্ধের আর্য সত্য কয়টি?

উঃ চারটি।

৩৯। ভ্রক্ষ্মের রচয়িতা কে? 

উঃ মহর্ষি বাদরায়ন।

৪০। মীমাংসা সূত্রের তিনজন ভাষ্যকারের নাম লিখ।

উঃ শবরস্বামী, প্রভাকর মিশ্রী এবং কুমারিল ভট্র।

..

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১।  ভারতীয় দর্শন কী হিন্দু দর্শন? ১০০%

২। চার্বাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কেন? ১০০%

৩। গীতার কর্মবাদ আলোচনা কর। ১০০%

৪। জৈন সাম্যবাদ কী? ব্যাখ্যা কর। ১০০%

৫। নির্বাণ কী? নির্বাণ লাভের উপায়গুলো আলোচনা কর। ১০০%

৬। ন্যায় দর্শনে ব্যাপ্তি কী? ১০০%

৭। হীনযান ও মহাযান কী? ১০০%

৮। জন্মান্তরবাদ কী? ব্যাখ্যা কর। ৯৯%

৯। সংখ্যা বিবর্তন যান্ত্রিক না উদ্দেশ্যমূলক? ৯৯%

১০। যোগ দর্শনের ত্রিতাপ আলোচনা কর। ৯৯%

১১। প্রতীত্য সমুতপাদ কি? আলোচনা কর। ৯৯%

১২। উপনিষদকে বেদান্ত বলা হয় কেন? ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। চার্বাক দর্শন কী? চার্বাক জ্ঞানতত্ত্ব আলোচনা কর। ১০০%

২। বুদ্ধের চারটি আর্যসত্য ব্যাখ্যা কর। রকেট। ১০০%

৩। বেদান্ত কি? বেদান্ত দর্শনের এক‌টি বিবরণ দাও। ১০০%

৪। জৈন নিরীশ্বরবাদের এক‌টি সমালোচনামূলক ব্যাখ্যা দাও। ১০০%

৫। ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে ন্যায় দার্শনিকদের যুক্তিগুলো ব্যাখ্যা কর। ১০০%

৬। ভারতীয় দর্শনের বিরুদ্ধে আনীত বা প্রধান অভিযোগগুলো আলোচনা কর। ভারতীয় দর্শন কী দুঃখবাদী? ১০০%

৭। বিবর্তনবাদ কি? সংখ্যা বিবর্তনবাদ ব্যাখ্যা কর। ৯৯%

৮। জৈন দর্শন কি? জৈন দর্শনের জ্ঞানতত্ত্ব আলোচনা কর। ৯৯%

৯। শংকরের মায়াবাদ ব্যাখ্যা কর। রকেট সাজেশন। ৯৯%

১০। যোগ দর্শনের অষ্টঅঙ্গ ব্যাখ্যা কর। রকেট। ৯৯%

১১। সংখ্যা দর্শনের আলোকে পুরুষ ও প্রকৃতি ব্যাখ্যা কর। ৯৯%

১২। অনুমান সম্পর্কে ন্যায় মতবাদ আলোচনা কর। ৯৮%